Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3908
১. বাংলাদেশে প্রথম covid -19 শনাক্ত হয় কবে?
উঃ ৮ মার্চ 2020
২. মুজিব শতবর্ষ লোগো ডিজাইনার কে?
উঃ সব্যসাচী হাজরা
৩. ২০২০ সালে অর্থনীতিতে নোবেল দেয়া হয় কিসের জন্য?
উঃ অকশন থিওরি
৪. শেখ হাসিনা সেতু কোন নদীর উপর অবস্থিত হবে?
উঃ করোতোয়া
৫. ২০২১ সালের টোকিও অলিম্পিক গেমসের মাসকট এর নাম কি?
উঃ মিরাই টোভা
৬. বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান কোচ কততম?
উঃ১৪তম
৭. আমেরিকা ইন দা ওয়ার্ল্ড 'গ্রন্থটির লেখক কে?
উঃ রবার্ট বি জোয়েলিক
৮. বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর নাম কি?
উঃ সোবাস্তিয়ান কুর্জ
৯.জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কে?
উঃ নাসিমা বেগম
১০. স্বাধীনতা পুরস্কার ২০২০ কোন প্রতিষ্ঠান পেয়েছে?
উঃভারতেশ্বরী হোমস
১১. দ অলটাইম হিরো 'কি ধরনের চিত্র?
উঃ তথ্যচিত্র
১২.২০২০ সালে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের ইয়ং লেডার্স নির্বাচিত হয়েছেন কে?
উঃজাহিন রাজিন
১৩.৯২ তম অস্কার পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র -২০২০ কোনটি?
উঃ প্যারাসাইট
১৪. সম্প্রতি বুকার পুরস্কার লাভ করেছেন কোন দেশের ব্যক্তি?
উঃ নেদারল্যান্ডস
১৫.২০২০ সালে শান্তিতে নোবেল পেয়েছেন কে?
উঃ বিশ্ব খাদ্য কর্মসূচি
১৬. সম্প্রতি বাংলাদেশে" ক্লাউড স্টার "সেবা চালু করে কোন কোম্পানি?
উঃ গ্রামীণফোন
১৭. সম্প্রতি আরব দেশের কোন দেশটি মঙ্গলগ্রহে যাত্রা করে?
উঃ সংযুক্ত আরব আমিরাত
১৮. টিক টক এর সদর দপ্তর কোথায়?
উঃ বেইজিং, চীন
১৯. পরবর্তী বিমসটেক সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে?
উঃ শ্রীলংকা
২০. বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল কে?
উঃটেডরস আধানম ঘেব্রেইয়েসুস
২১. বর্তমান ইউরোপীয় ইউনিয়নের সদস্য কয়টি?
উঃ ২৭ টি
২২. ন্যাটোর সর্বশেষ সদস্য কে?
উঃ উত্তর মেসিডোনিয়া
২৩.সাম্প্রতিক কোন সংগঠনটি প্লাটিনাম জয়ন্তী পালন করছে?
উঃ জাতিসংঘ
২৪. V-20 ' উদ্যোক্তা দেশ কোনটি?
উঃ ফিলিপাইন
২৫. শীর্ষ ব্যয়বহুল শহর কোনটি?
উঃ হংকং
২৬. ব্রডব্যান্ড ইন্টারনেট এ বাংলাদেশের অবস্থান?
উঃ ১৮৪ তম
২৭.২০২০ সালে কৃষি খাতের অবদান কত শতাংশ?
উঃ ১৩ শতাংশ
২৮. 2020 -21 অর্থবছরে বাজেট এর স্লোগান কি?
উঃঅর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা
২৯. বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় কত?
উঃ ২০৬৪ মার্কিন ডলার
৩০.২০২০ এ কতজন নারী নোবেল পুরস্কার পেয়েছেন?
উঃ ৪জন
৩১. ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী কে?
উঃ জ্য ক্যাসটেক্স
৩১ A promised Land 'গ্রন্থটি কার?
উঃ বারাক ওবামা
৩২. স্বাস্থ্য সংস্থা কবে করোনাকে মহামারী ঘোষণা করে?
উঃ ১১ ই মার্চ২০২০
৩৩. যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যের ইলেট্রাল কলেজ সবচেয়ে কম আছে?
উঃ ওয়াই হিও
৩৪. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর প্রতীক কি?
উঃহাতি
৩৫. ইসরাইলের সাথে আরব রাষ্ট্র দ্বয়ের যে চুক্তি হয় তার নাম কি।
উঃ আব্রাহাম অ্যাকর্ডস
৩৬. আয়া সোফিয়া মসজিদ কোথায় অবস্থিত?
উঃ তুরস্ক
৩৭.দি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ 'প্রকল্পটি বাস্তবায়িত হবে কত সালের মধ্যে?
উঃ ২০৪৯
৩৮. জাপানের নতুন সম্রাট এর নাম কি?
উঃনারুহিতো
৩৯. মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে?
উঃ মহিউদ্দিন ইয়াসিন
৪০. আর্মেনিয়ার/আজারবাইজানের রাজধানী কোনটি?
উঃইয়েরেভান/বাকু
৪১. ভারতের কেন্দ্রীয় গভর্নরের নাম কি?
উঃ শক্তিকান্ত দাস
৪২. দক্ষিণ এশিয়ার কোন দেশ থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়?
উঃ নেপালে
৪৩. দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
উঃময়মনসিংহ
৪৪. মেট্রোরেলের দৈর্ঘ্য কত?
উঃ২০.১০
৪৫. বাংলাদেশের প্রথম করোনায় মৃত্যু হয় কত তারিখে?
উঃ ১৮ ই মার্চ
৪৬. ফ্রান্স ওপেন টেনিসের ফ্রান্স ওপেন টেনিস কোর্ট কে কি বলে?
উঃClay Court
৪৭ সম্প্রতি অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের নির্বাচন কততম?
উঃ৫৯ তম
৪৮. দেশের পঞ্চম মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপন করা হবে?
উঃখুলনা
৪৯. ইউনেস্কোর কততম অধিবেশনে মাতৃভাষাকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 'ঘোষণা করা হয়?
উঃ৩০ তম
৫০. বাংলাদেশ সর্বশেষ যে দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে?
উঃ সেন্ট কিটস এন্ড নেভিস

Collected:-

    Career opportunity Yihua Machinery Ltd. is th[…]

    Central Counterparty Bangladesh Limited (CCBL) has[…]

    কমিশনারের কার্যালয়ের অধীন কর অঞ্চল–১৮, ঢাকা[…]

    সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতী[…]