Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3881
#বাংলাদেশ বিষয়াবলী
০১. বাসযোগ্যতার বিচারে খারাপ অবস্থার দিক থেকে ঢাকার বর্তমান অবস্থান কত তম?
উত্তরঃ ১৩৮তম।
# তথ্যসূত্রঃ ইকোনোমিক্স ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদন, ২০১৯
০২. দেশে কবে স্বর্ণ নীতিমালা প্রণয়ন করা হয়?
উত্তরঃ ২০১৮ সালে।
০৩. এশিয়া মহাদেশের সবচেয়ে বড় গ্রাম কোনটি?
উত্তরঃ বানিয়াচং।
# হবিগঞ্জ জেলার ৪টি ইউনিয়ন মিলে এই গ্রামটি গঠিত হয়েছে।
০৪. বর্তমানে ভুটান ও নেপাল দেশের কোন বিমানবন্দরকে ‘ট্রানজিট হাব’ হিসেবে ব্যবহার করতে চায়?
উত্তরঃ সৈয়দপুর বিমানবন্দর।
০৫. সারা দেশের ৬৮টি কারাগারে বর্তমানে কত জন বন্দী রয়েছে?
উত্তরঃ ৮১ হাজার ৫৫৩ জন।
# এদের মধ্যে নারী বন্দী - ৩ হাজার ২৪২ জন (মায়ের সঙ্গে শিশু আছে - ৩৪৯টি)।

আন্তর্জাতিক বিষয়াবলী
০১. যুক্তরাষ্ট্র সম্প্রতি কোন দেশকে সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা দেওয়া দেশের তালিকা থেকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে?
উত্তরঃ সুদান।
# সুদানের রাজধানী - খারতুম।
# দক্ষিণ সুদানের রাজধানী - জুবা।
০২. করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সম্প্রতি কোন দেশ বাতাস বিশুদ্ধকরণের উদ্যোগ নিয়েছে?
উত্তরঃ জার্মানি।
০৩. আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কোনও একটি বড় শহরে প্রতি একরে কত জন মানুষ বাস করতে পারে?
উত্তরঃ ৭০-৮০ জন।
# বাংলাদেশের ঢাকায় প্রতি একরে বাস করে - ৩৯১ জন (২০১৮ সালের হিসাব অনুযায়ী)।
০৪. ‘টাটমা-ড’ কোন দেশের সশস্ত্রবাহিনী?
উত্তরঃ মিয়ানমার।

বিজ্ঞান ও প্রযুক্তি
০১. ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয়?
উত্তরঃ মাইটোকন্ড্রিয়ায়।
০২. শিক্ষা মানুষের কেমন অধিকার?
উত্তরঃ জন্মগত অধিকার।

খেলাধুলা
০১. ভারতে অনুষ্ঠিত মেয়েদের আইপিএলে প্রথম সুযোগ পাওয়া বাংলাদেশি নারী ক্রিকেটার কে?
উত্তরঃ জাহানারা আলম (২০১৯ সালে)।
# তিনি দ্বিতীয়বারের মতো যাচ্ছেন মেয়েদের আইপিএল খেলতে, সঙ্গে যাচ্ছেন প্রথমবার ডাক পাওয়া সালমা খাতুনও।
০২. দীর্ঘ বিরতির পর বাংলাদেশ জাতীয় ফুটবল দল কবে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক খেলায় ফিরবে?
উত্তরঃ ১৩ নভেম্বর, ২০২০.
# একই দলের সাথে দ্বিতীয় ম্যাচ - ১৭ নভেম্বর, ২০২০.

#সেরা_উক্তি
“এক জায়গায় দাঁড়িয়ে জীবন পার করে দেয়া মানে সৃষ্টিকর্তার দেয়া উপহারের প্রতি অবিচার করা।”

- সংগৃহীত

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]