- Tue Oct 20, 2020 11:51 pm#3847
১.Deutsche Welle'র তথ্যমতে, শর্তসাপেক্ষে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে কোন দেশের নাম বাদ দিচ্ছে মার্কিন সরকার?
উঃ সুদান
২.তুরস্কের উত্তরপূর্ব সীমান্তে প্রাচীর নির্মাণ করার পরিকল্পনা চূড়ান্ত করেছে ইউরোপীয় কোন দেশ?
উঃ গ্রিস ; ২৬ কিলোমিটার প্রাচীর
৩.WHO'র তথ্যমতে, কোভ্যাক্স উদ্যোগে এখন পর্যন্ত বিশ্বের কতটি দেশ যোগ দিয়েছে?
উঃ ১৮৪টি; সর্বশেষ দেশ দু'টি: ইকুয়েডর ও উরুগুয়ে
৪.WHO(ডব্লিউএইচও)'র বর্তমান দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালকের নাম কি?
উঃ তেদরোস আধানোম গেব্রেয়াসুস
৫.কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে ২০২১ সালের মধ্যে বিশ্বে কত কোটি ডোজ নিরাপদ ও কার্যকর টিকা সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে?
উঃ ২০০ কোটি ডোজ
৬.শরণার্থী হিসেবে নিউজিল্যান্ডে পাড়ি দিয়ে কোন ব্যক্তি পরিচ্ছন্নতাকর্মী থেকে এমপি নির্বাচিত হয়েছেন?
উঃ ইব্রাহিম ওমর ; জন্মস্থান- ইরিত্রিয়া, সুদান
৭.কোন দেশের প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পথে রয়েছে নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের দল মুভমেন্ট ফর সোশ্যালিজম পার্টি বা এমএএস?
উঃ বলিভিয়া
৮.ফ্রান্সের কোন শহরে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে মহান ভাষা শহীদদের স্মরণে স্থায়ী শহীদ মিনার?
উঃ ফ্রান্সের তুলুজ শহরে
৯.কোন প্লেয়ারকে ক্রিকেটে প্রথমবারের মতো ব্যবহার করা হলো ‘কোভিড-১৯ বদলি’ হিসাবে?
উঃ বেন লিস্টার, নিউজিল্যান্ড
১০.‘৭ মার্চ’ কে ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ কবে পরিপত্র জারি করে?
উঃ ১৫ অক্টোবর, ২০২০
১১.মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে সম্প্রতি কোন দুই দেশ আইসিজে তে আবেদন করতে যাচ্ছে?
উঃ কানাডা ও নেদারল্যান্ডস
১২.বাংলাদেশ সরকারের সর্বশেষ জরিপে দেশের সবচেয়ে দরিদ্র জেলা কোনটি?
উঃ পটুয়াখালী (৬০.৬ শতাংশ); দ্বিতীয় জেলা - কুড়িগ্রাম (৫৯.৪ শতাংশ)
১৩.বাংলাদেশ সরকারের সর্বশেষ জরিপে দেশের সবচেয়ে দরিদ্র সবচেয়ে বিভাগ কোনটি?
উঃ বরিশাল (৪১.২ শতাংশ); দ্বিতীয় বিভাগ - রংপুর (৩৭.৮ শতাংশ)
১৪.তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, দেশের সবচেয়ে দরিদ্র জেলা - কুড়িগ্রাম; দরিদ্র বিভাগ - রংপুর
১৫.সামরিক খাতে খরচের দিক থেকে বর্তমান বিশ্বে ভারতের অবস্থান কত তম?
উঃ তৃতীয় ; প্রথম - যুক্তরাষ্ট্র, দ্বিতীয় - চীন
১৬.'Gary Wolves' কোন দেশের কট্টর ডানপন্থী সংগঠন?
উঃ তুরস্ক
১৭.' Lipstick effect' কোন দেশের অর্থনীতির সাথে সম্পর্কিত?
উঃ যুক্তরাষ্ট্র
১৮.কোন দেশের রাজধানীর একটি প্রধান সড়কের নাম পরিবর্তন করে রেখেছে ‘প্রেসিডেন্ট জকো উইদোদো স্ট্রিট’ রাখা হয়েছে?
উঃ সংযুক্ত আরব আমিরাত
১৯.যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার পর এবার কোন শহরে নিষিদ্ধ হয়েছে প্লাস্টিক ব্যাগ?
উঃ নিউ ইয়র্ক ; নিয়ম ভঙ্গ করলে ৫০০ ডলার জরিমানা করা হবে
২০.'Endangered Space Research' কোন দেশভিত্তিক জনপ্রিয় আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী?
উঃ জার্মানি
সংগৃহীত:-
উঃ সুদান
২.তুরস্কের উত্তরপূর্ব সীমান্তে প্রাচীর নির্মাণ করার পরিকল্পনা চূড়ান্ত করেছে ইউরোপীয় কোন দেশ?
উঃ গ্রিস ; ২৬ কিলোমিটার প্রাচীর
৩.WHO'র তথ্যমতে, কোভ্যাক্স উদ্যোগে এখন পর্যন্ত বিশ্বের কতটি দেশ যোগ দিয়েছে?
উঃ ১৮৪টি; সর্বশেষ দেশ দু'টি: ইকুয়েডর ও উরুগুয়ে
৪.WHO(ডব্লিউএইচও)'র বর্তমান দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালকের নাম কি?
উঃ তেদরোস আধানোম গেব্রেয়াসুস
৫.কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে ২০২১ সালের মধ্যে বিশ্বে কত কোটি ডোজ নিরাপদ ও কার্যকর টিকা সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে?
উঃ ২০০ কোটি ডোজ
৬.শরণার্থী হিসেবে নিউজিল্যান্ডে পাড়ি দিয়ে কোন ব্যক্তি পরিচ্ছন্নতাকর্মী থেকে এমপি নির্বাচিত হয়েছেন?
উঃ ইব্রাহিম ওমর ; জন্মস্থান- ইরিত্রিয়া, সুদান
৭.কোন দেশের প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পথে রয়েছে নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের দল মুভমেন্ট ফর সোশ্যালিজম পার্টি বা এমএএস?
উঃ বলিভিয়া
৮.ফ্রান্সের কোন শহরে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে মহান ভাষা শহীদদের স্মরণে স্থায়ী শহীদ মিনার?
উঃ ফ্রান্সের তুলুজ শহরে
৯.কোন প্লেয়ারকে ক্রিকেটে প্রথমবারের মতো ব্যবহার করা হলো ‘কোভিড-১৯ বদলি’ হিসাবে?
উঃ বেন লিস্টার, নিউজিল্যান্ড
১০.‘৭ মার্চ’ কে ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ কবে পরিপত্র জারি করে?
উঃ ১৫ অক্টোবর, ২০২০
১১.মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে সম্প্রতি কোন দুই দেশ আইসিজে তে আবেদন করতে যাচ্ছে?
উঃ কানাডা ও নেদারল্যান্ডস
১২.বাংলাদেশ সরকারের সর্বশেষ জরিপে দেশের সবচেয়ে দরিদ্র জেলা কোনটি?
উঃ পটুয়াখালী (৬০.৬ শতাংশ); দ্বিতীয় জেলা - কুড়িগ্রাম (৫৯.৪ শতাংশ)
১৩.বাংলাদেশ সরকারের সর্বশেষ জরিপে দেশের সবচেয়ে দরিদ্র সবচেয়ে বিভাগ কোনটি?
উঃ বরিশাল (৪১.২ শতাংশ); দ্বিতীয় বিভাগ - রংপুর (৩৭.৮ শতাংশ)
১৪.তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, দেশের সবচেয়ে দরিদ্র জেলা - কুড়িগ্রাম; দরিদ্র বিভাগ - রংপুর
১৫.সামরিক খাতে খরচের দিক থেকে বর্তমান বিশ্বে ভারতের অবস্থান কত তম?
উঃ তৃতীয় ; প্রথম - যুক্তরাষ্ট্র, দ্বিতীয় - চীন
১৬.'Gary Wolves' কোন দেশের কট্টর ডানপন্থী সংগঠন?
উঃ তুরস্ক
১৭.' Lipstick effect' কোন দেশের অর্থনীতির সাথে সম্পর্কিত?
উঃ যুক্তরাষ্ট্র
১৮.কোন দেশের রাজধানীর একটি প্রধান সড়কের নাম পরিবর্তন করে রেখেছে ‘প্রেসিডেন্ট জকো উইদোদো স্ট্রিট’ রাখা হয়েছে?
উঃ সংযুক্ত আরব আমিরাত
১৯.যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার পর এবার কোন শহরে নিষিদ্ধ হয়েছে প্লাস্টিক ব্যাগ?
উঃ নিউ ইয়র্ক ; নিয়ম ভঙ্গ করলে ৫০০ ডলার জরিমানা করা হবে
২০.'Endangered Space Research' কোন দেশভিত্তিক জনপ্রিয় আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী?
উঃ জার্মানি
সংগৃহীত:-