- Tue Oct 20, 2020 5:19 pm#3844
বাংলাদেশ বিষয়াবলী
০১. বাংলাদেশ সরকারের সর্বশেষ জরিপে দেশের সবচেয়ে দরিদ্র জেলা কোনটি?
উত্তরঃ পটুয়াখালী (৬০.৬ শতাংশ); দ্বিতীয় জেলা - কুড়িগ্রাম (৫৯.৪ শতাংশ)।
## সবচেয়ে দরিদ্র বিভাগ - বরিশাল (৪১.২ শতাংশ); দ্বিতীয় বিভাগ - রংপুর (৩৭.৮ শতাংশ)।
## তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, দেশের সবচেয়ে দরিদ্র জেলা - কুড়িগ্রাম; দরিদ্র বিভাগ - রংপুর।
০২. মুগডাল ও তরমুজ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তরঃ পটুয়াখালী।
## তথ্যসূত্রঃ বাংলাদেশ কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২০.
০৩. দেশে প্রথমবারের মতো নির্মাণাধীন মেট্রোরেল প্রকল্পের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ২০.১০ কিলোমিটার।
## মোট স্টেশন - ১৬টি।
## কাজের সার্বিক অগ্রগতি - ৫০.৪০ শতাংশ (সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত)
## প্রতিদিন যাত্রী পরিবহণ - ৪ লাখ ৮৩ হাজার।
## রাজধানীর উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগবে - ৩৫ মিনিট।
০৪. দেশে কবে ‘মুক্তিযোদ্ধা দিবস’ পালিত হয়?
উত্তরঃ ১ ডিসেম্বর।
## সম্প্রতি ১ ডিসেম্বরকে রাষ্ট্রীয়ভাবে ‘মুক্তিযোদ্ধা দিবস’ হিসেবে পালনের প্রস্তাব দেওয়া হয়েছে।
০৫. বর্তমানে দেশে মূল্যস্ফীতি কত শতাংশ?
উত্তরঃ ৫.৮ শতাংশ।
## মানব উন্নয়নে সূচকে বিশ্বে বাংলাদেশ - ১৩৫তম।
## অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বিশ্বে বাংলাদেশ - ১২২তম।
০৬. সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তরঃ হবিগঞ্জ।
## টাঙ্গুয়ার হাওর - সুনামগঞ্জ।
আন্তর্জাতিক বিষয়াবলী
০১. বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে কোন দেশের বলে স্বীকৃত?
উত্তরঃ আজারবাইজান।
## গত এক সপ্তাহে রাশিয়ার মধ্যস্থতায় দুইবার অস্ত্রবিরতি চুক্তি হলেও আবারও ভঙ্গ করে তাঁদের মধ্যকার যুদ্ধ চালিয়ে যাচ্ছে; এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৭৫০ জন।
০২. জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক কার্যালয়ের নাম কী?
উত্তরঃ United Nations Office on Drugs and Crime (UNODC).
০৩. ‘বিশ্ব দাসত্ববিরোধী দিবস’ কবে পালিত হয়?
উত্তরঃ ১৮ অক্টোবর।
০৪. ‘সানজা মাৎসুরি’ কোন দেশের ঐতিহ্যবাহী উৎসব?
উত্তরঃ জাপান।
০৫. ‘দ্য গ্রেট গেম’ শব্দটি কোন দেশের শাসন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত?
উত্তরঃ ব্রিটেন।
০৬. সামরিক খাতে খরচের দিক থেকে বর্তমান বিশ্বে ভারতের অবস্থান কত তম?
উত্তরঃ তৃতীয়।
## প্রথম - যুক্তরাষ্ট্র, দ্বিতীয় - চীন।
০৭. ‘গ্যারি উল্ভস’ কোন দেশের কট্টর ডানপন্থী সংগঠন?
উত্তরঃ তুরস্ক।
বিজ্ঞান ও প্রযুক্তি
০১. ‘লিপস্টিক ইফেক্ট’ কোন দেশের অর্থনীতির সাথে সম্পর্কিত?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
০২. জীবদেহের গঠন ও কাজের একক কে কী বলা হয়?
উত্তরঃ কোষ।
করোনাভাইরাস COVID-19 আপডেট - (2019-nCoV)
১৮ অক্টোবর, ২০২০ পর্যন্ত – সারা বিশ্বে
মোট আক্রান্ত – ৪ কোটি ৫৬ হাজার ২১ জন (বাংলাদেশে আক্রান্ত – ৩ লাখ ৮৮ হাজার ৫৬৯ জন)।
মোট সুস্থ – ২ কোটি ৯৯ লাখ ৫১ হাজার ৭৩১ জন (বাংলাদেশে সুস্থ – ৩ লাখ ৩ হাজার ৯৭২ জন)।
মোট মৃত্যু – ১১ লাখ ১৫ হাজার ৮৯৮ জন (বাংলাদেশে মৃত্যু – ৫ হাজার ৬৬০ জন)।
সংক্রমণের বিস্তার – বিশ্বের প্রায় ২১৬টি দেশ ও অঞ্চলে।
খেলাধুলা
০১. সদ্য সমাপ্ত শেখ রাসেল আন্তর্জাতিক শ্যুটিং টুর্নামেন্টে ছেলেদের বিভাগে সোনা জিতেছেন কে?
উত্তরঃ নায়োয়া ওকাদা, জাপান; রুপা জিতেছেন - শাহু তুষার মান, ভারত; ব্রোঞ্জ জিতেছেন - আবদুল্লাহ হেল বাকি, বাংলাদেশ।
## মেয়েদের বিভাগে সোনা জিতেছেন - এলাভেনিল ভালারিভান, ভারত (বর্তমান বিশ্বসেরা মেয়ে শ্যুটার); রুপা জিতেছেন - শিরোই হিরাতা, জাপান; ব্রোঞ্জ জিতেছেন - বিদ্যা রাফিকা রাহমাতান তৈয়বা, ইন্দোনেশিয়া।
সেরা_উক্তি
“ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ নয়, হয়তোবা তুমি আরও ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আছো।”
- সংগৃহীত
০১. বাংলাদেশ সরকারের সর্বশেষ জরিপে দেশের সবচেয়ে দরিদ্র জেলা কোনটি?
উত্তরঃ পটুয়াখালী (৬০.৬ শতাংশ); দ্বিতীয় জেলা - কুড়িগ্রাম (৫৯.৪ শতাংশ)।
## সবচেয়ে দরিদ্র বিভাগ - বরিশাল (৪১.২ শতাংশ); দ্বিতীয় বিভাগ - রংপুর (৩৭.৮ শতাংশ)।
## তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, দেশের সবচেয়ে দরিদ্র জেলা - কুড়িগ্রাম; দরিদ্র বিভাগ - রংপুর।
০২. মুগডাল ও তরমুজ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তরঃ পটুয়াখালী।
## তথ্যসূত্রঃ বাংলাদেশ কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২০.
০৩. দেশে প্রথমবারের মতো নির্মাণাধীন মেট্রোরেল প্রকল্পের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ২০.১০ কিলোমিটার।
## মোট স্টেশন - ১৬টি।
## কাজের সার্বিক অগ্রগতি - ৫০.৪০ শতাংশ (সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত)
## প্রতিদিন যাত্রী পরিবহণ - ৪ লাখ ৮৩ হাজার।
## রাজধানীর উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগবে - ৩৫ মিনিট।
০৪. দেশে কবে ‘মুক্তিযোদ্ধা দিবস’ পালিত হয়?
উত্তরঃ ১ ডিসেম্বর।
## সম্প্রতি ১ ডিসেম্বরকে রাষ্ট্রীয়ভাবে ‘মুক্তিযোদ্ধা দিবস’ হিসেবে পালনের প্রস্তাব দেওয়া হয়েছে।
০৫. বর্তমানে দেশে মূল্যস্ফীতি কত শতাংশ?
উত্তরঃ ৫.৮ শতাংশ।
## মানব উন্নয়নে সূচকে বিশ্বে বাংলাদেশ - ১৩৫তম।
## অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বিশ্বে বাংলাদেশ - ১২২তম।
০৬. সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তরঃ হবিগঞ্জ।
## টাঙ্গুয়ার হাওর - সুনামগঞ্জ।
আন্তর্জাতিক বিষয়াবলী
০১. বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে কোন দেশের বলে স্বীকৃত?
উত্তরঃ আজারবাইজান।
## গত এক সপ্তাহে রাশিয়ার মধ্যস্থতায় দুইবার অস্ত্রবিরতি চুক্তি হলেও আবারও ভঙ্গ করে তাঁদের মধ্যকার যুদ্ধ চালিয়ে যাচ্ছে; এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৭৫০ জন।
০২. জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক কার্যালয়ের নাম কী?
উত্তরঃ United Nations Office on Drugs and Crime (UNODC).
০৩. ‘বিশ্ব দাসত্ববিরোধী দিবস’ কবে পালিত হয়?
উত্তরঃ ১৮ অক্টোবর।
০৪. ‘সানজা মাৎসুরি’ কোন দেশের ঐতিহ্যবাহী উৎসব?
উত্তরঃ জাপান।
০৫. ‘দ্য গ্রেট গেম’ শব্দটি কোন দেশের শাসন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত?
উত্তরঃ ব্রিটেন।
০৬. সামরিক খাতে খরচের দিক থেকে বর্তমান বিশ্বে ভারতের অবস্থান কত তম?
উত্তরঃ তৃতীয়।
## প্রথম - যুক্তরাষ্ট্র, দ্বিতীয় - চীন।
০৭. ‘গ্যারি উল্ভস’ কোন দেশের কট্টর ডানপন্থী সংগঠন?
উত্তরঃ তুরস্ক।
বিজ্ঞান ও প্রযুক্তি
০১. ‘লিপস্টিক ইফেক্ট’ কোন দেশের অর্থনীতির সাথে সম্পর্কিত?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
০২. জীবদেহের গঠন ও কাজের একক কে কী বলা হয়?
উত্তরঃ কোষ।
করোনাভাইরাস COVID-19 আপডেট - (2019-nCoV)
১৮ অক্টোবর, ২০২০ পর্যন্ত – সারা বিশ্বে
মোট আক্রান্ত – ৪ কোটি ৫৬ হাজার ২১ জন (বাংলাদেশে আক্রান্ত – ৩ লাখ ৮৮ হাজার ৫৬৯ জন)।
মোট সুস্থ – ২ কোটি ৯৯ লাখ ৫১ হাজার ৭৩১ জন (বাংলাদেশে সুস্থ – ৩ লাখ ৩ হাজার ৯৭২ জন)।
মোট মৃত্যু – ১১ লাখ ১৫ হাজার ৮৯৮ জন (বাংলাদেশে মৃত্যু – ৫ হাজার ৬৬০ জন)।
সংক্রমণের বিস্তার – বিশ্বের প্রায় ২১৬টি দেশ ও অঞ্চলে।
খেলাধুলা
০১. সদ্য সমাপ্ত শেখ রাসেল আন্তর্জাতিক শ্যুটিং টুর্নামেন্টে ছেলেদের বিভাগে সোনা জিতেছেন কে?
উত্তরঃ নায়োয়া ওকাদা, জাপান; রুপা জিতেছেন - শাহু তুষার মান, ভারত; ব্রোঞ্জ জিতেছেন - আবদুল্লাহ হেল বাকি, বাংলাদেশ।
## মেয়েদের বিভাগে সোনা জিতেছেন - এলাভেনিল ভালারিভান, ভারত (বর্তমান বিশ্বসেরা মেয়ে শ্যুটার); রুপা জিতেছেন - শিরোই হিরাতা, জাপান; ব্রোঞ্জ জিতেছেন - বিদ্যা রাফিকা রাহমাতান তৈয়বা, ইন্দোনেশিয়া।
সেরা_উক্তি
“ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ নয়, হয়তোবা তুমি আরও ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আছো।”
- সংগৃহীত