Let's Discuss!

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3784
#বাংলাদেশ বিষয়াবলী
০১. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর মতে, ২০২০ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি কত হবে?
উত্তরঃ ১ হাজার ৮৮৮ ডলার (প্রবৃদ্ধি - ৩.৮ শতাংশ)।
## জিডিপি প্রবৃদ্ধি অর্জন করা দেশের মধ্যে বিশ্বে বাংলাদেশের অবস্থান হবে - তৃতীয় (দক্ষিণ এশিয়ায় প্রথম)।
## ভারতের হবে - ১ হাজার ৮৭৭ ডলার (প্রবৃদ্ধি - ঋণাত্মক ১০.৩ শতাংশ)।
০২. চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত?
উত্তরঃ বান্দরবান।
০৩. বাংলাদেশ পরিসংখ্যান তথ্য (বিবিএস) এর সর্বশেষ প্রকাশিত জরিপ অনুযায়ী, করোনাকালে দেশের কত শতাংশ পরিবার আর্থিক সংকটে পড়েছে?
উত্তরঃ ৬৮ শতাংশ।
## সরকারি ত্রাণ বা অনুদান পেয়েছে - ২১ শতাংশ পরিবার।
## পরিবার প্রতি আয় কমেছে - ২০ শতাংশ।
## দেশে বেকারের সংখ্যা বেড়েছে - ১০ গুণ।
#আন্তর্জাতিক বিষয়াবলী
০১. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর মতে, ২০২০ সালে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি কত হবে?
উত্তরঃ ঋণাত্মক ৪ শতাংশ।
## ২০২০ সালে —
যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি - ঋণাত্মক ৪.৩ শতাংশ; ইউরো অঞ্চল - ঋণাত্মক ৮.৩ শতাংশ; মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া - ঋণাত্মক ১.৭ শতাংশ; উদীয়মান এশিয়া (আসিয়ান, চীন ও ভারত) - ঋণাত্মক ১.৭ শতাংশ।
০২. নিউজিল্যান্ডের আসন্ন সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ১৭ অক্টোবর, ২০২০.
## নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর - অকল্যান্ড।
## রাজধানী - ওয়েলিংটন।
## মিয়ানমারের সাধারণ নির্বাচন - ৮ নভেম্বর, ২০২০; যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন - ৩ নভেম্বর, ২০২০.
০৩. লাটভিয়ার রাজধানীর নাম কী?
উত্তরঃ রিগা।
০৪. ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ কবে পালিত হয়?
উত্তরঃ ১৫ অক্টোবর।
## দিবস প্রতিপাদ্য ২০২০ - “সবার জন্য হাতের স্বাস্থ্যবিধি”।
## বাংলাদেশে দিবস প্রতিপাদ্য ২০২০ - “সকলের হাত সুরক্ষিত থাক”।
#বিজ্ঞান ও প্রযুক্তি
০১. কোন বিজ্ঞানি প্রথম কিছু জীবাশ্ম আবিষ্কার করেন?
উত্তরঃ জেনোফন।
০২. প্রথম বাংলা টাইপ রাইটারের জন্য বিজ্ঞানসম্মত কি-বোর্ড লে-আউট তৈরি করেন কে?
উত্তরঃ মুনির চৌধুরী।
#খেলাধুলা
০১. নিউজিল্যান্ডকে প্রথম টেস্ট জেতানো অধিনায়ক জন রিড কবে মারা যান?
উত্তরঃ ১৪ অক্টোবর, ২০২০.
## টেস্ট অভিষেক হওয়ার ২৬ বছর পর ১৯৫৬ সালে তাঁর নেতৃত্বে প্রথম টেস্ট ম্যাচ জিতে নিউজিল্যান্ড।
০২. ‘প্রজেক্ট বিগ পিকচার’ কোন দেশের ফুটবল খেলার সাথে সম্পর্কিত?
উত্তরঃ ইংল্যান্ড।
০৩. ব্রাজিল জাতীয় ফুটবল দলের সর্বোচ্চ গোলদাতা কে?
উত্তরঃ পেলে (৭৭টি)।
## দ্বিতীয় সর্বোচ্চ - নেইমার জুনিয়র (৬৪টি)। [এখনও খেলছেন]
#সেরা_উক্তি
“বিশ্বাস মানে হল সামনে কিছু না দেখেও সামনে এগিয়ে যাওয়া, সময়ে সবকিছুই পরিস্কার দেখা যাবে।”
- ম্যানি হ্যাল (বিখ্যাত লেখিকা)।

Collected:-
    Similar Topics