Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3755
#বাংলাদেশ বিষয়াবলী
০১. ভাষা সৈনিক ও খ্যাতনামা চিকিৎসক মির্জা মাজহারুল ইসলাম কবে মারা যান?
উত্তরঃ ১১ অক্টোবর, ২০২০.
## ভাষা আন্দোলনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক পান - ২০১৮ সালে।
০২. যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগর গবেষণা সংস্থা (নোয়া) এর তথ্য মতে, কোন নদীর ইলিশ বিশ্বসেরা?
উত্তরঃ মেঘনা, বাংলাদেশ।
## বাংলাদেশে ধরা পড়া ইলিশের আর্থিক মূল্য - দুই বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় - প্রায় ১৭ হাজার কোটি টাকা)।
০৩. নির্মাণাধীন মূল পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৬.১৫ কিলোমিটার।
## মোট খুঁটির সংখ্যা - ৪২টি; স্প্যান - ৪১টি (প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য - ১৫০ মিটার)।
## স্প্যান বসানো হয়েছে - ৩২টি; দৃশ্যমান - ৪.৮০ কিলোমিটার (১১ অক্টোবর, ২০২০ পর্যন্ত)।
০৪. সম্প্রতি দেশের বস্ত্র ও পাট মন্ত্রণালয় কতটি পাটপণ্যকে বহুমুখী পাটজাত পণ্য হিসেবে ঘোষণা করেছে?
উত্তরঃ ২৮২টি।
০৫. দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ‘প্রান-আরএফএল’ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৮১ সালে।
## বর্তমানে এই প্রতিষ্ঠানের পণ্য বিশ্বের ১৪১টি দেশে রপ্তানি হয়, বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৪১ কোটি টাকা।
#আন্তর্জাতিক বিষয়াবলী
০১. বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর ২০২০ সালের বার্ষিক সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ১২-১৮ অক্টোবর, ২০২০.
০২. সোভিয়েত ইউনিয়ন কবে ভেঙ্গে যায়?
উত্তরঃ ২৬ ডিসেম্বর, ১৯৯১.
#বিজ্ঞান ও প্রযুক্তি
০১. রক্তের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম কী?
উত্তরঃ ম্যানোমিটার।
০২. মানবদেহের সবচেয়ে বড় অস্থি কোনটি?
উত্তরঃ ফিমার।
#খেলাধুলা
০১. ২০২০ সালের ফ্রেঞ্চ ওপেন পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন কে?
উত্তরঃ রাফায়েল নাদাল, স্পেন (এটি তাঁর ২০তম গ্র্যান্ড স্লাম জয়)। ।
০২. এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে সম্প্রতি কে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন?
উত্তরঃ শোয়েব মালিক, পাকিস্তান।
## এর আগে এই কীর্তি গড়েছেন শুধু দুজন - ক্রিস গেইল এবং কাইরন পোলার্ড, ওয়েস্ট ইন্ডিজ।
#সেরা_উক্তি
“সামনে এগুনোর জন্য তোমার সব জানার প্রয়োজন নেই, শুধু সামনে পা বাড়াও – একে একে সবই জানতে পারবে।”
- সংগৃহীত।
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]