- Mon Oct 12, 2020 6:35 pm#3731
#বাংলাদেশ বিষয়াবলী
০১. সবচেয়ে বেশি প্রবাসী আয় পাওয়া দেশগুলোর মধ্যে বিশ্বে বাংলাদেশের বর্তমান অবস্থান কত তম?
উত্তরঃ ৮ম।
০২. ২০২০ সালের সেপ্টেম্বরে দেশের রপ্তানি আয়ের পরিমাণ কত?
উত্তরঃ ৩০১ কোটি ডলার।
০৩. বাংলাদেশে জাতিসংঘের সংস্থা ইউএন উইমেন এর বর্তমান প্রতিনিধির নাম কী?
উত্তরঃ শোকো ইশিকাওয়া, জাপান।
০৪. দেশে বর্তমানে সরকারি কলেজের সংখ্যা কতটি?
উত্তরঃ ৬৩২টি।
০৫. ট্যুর অপারেটর প্রতিষ্ঠানগুলো দেশের জিডিপিতে প্রতিবছর গড়ে কী পরিমাণ টাকার অবদান রাখে?
উত্তরঃ ২২০ কোটি টাকা।
## দেশে বর্তমানে মোট ট্যুর অপারেটরের সংখ্যা - ৫২০টি; ট্রাভেল এজেন্টের সংখ্যা - ২ হাজার ৩২টি।
#আন্তর্জাতিক বিষয়াবলী
০১. নাগোরনো-কারাবাখ নিয়ে যুদ্ধে জড়িয়ে যাওয়া আর্মেনিয়া ও আজারবাইজান কবে যুদ্ধবিরতি চুক্তি করে?
উত্তরঃ ১০ অক্টোবর, ২০২০.
## মধ্যস্থতাকারী - রাশিয়া।
## এই দুই দেশ সর্বশেষ যুদ্ধে জড়িয়ে যায় - ২৭ সেপ্টেম্বর, ২০২০.
০২. উত্তর কোরিয়ার বর্তমান ক্ষমতাসীন দলের নাম কী?
উত্তরঃ ওয়ার্কার্স পার্টি।
## গত ১০ অক্টোবর ছিল এই দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।
## প্রতিষ্ঠিত - ১০ অক্টোবর, ১৯৪৫.
০৩. সম্প্রতি দক্ষিণ আমেরিকার কোন দেশে সরকারবিরোধী বিক্ষোভ চলছে?
উত্তরঃ চিলি।
## চিলির বর্তমান প্রেসিডেন্ট - সেবাস্তিয়ান পিনেরা।
#বিজ্ঞান ও প্রযুক্তি
০১. একজন সুস্থ মানুষের দেহে প্রতি মিনিটে কত বার হৃৎস্পন্দন হয়?
উত্তরঃ ৬০-১০০ বার।
০২. আধুনিক অর্থনীতির জনক কে?
উত্তরঃ পল স্যামুয়েলসন।
#খেলাধুলা
০১. করোনার পর বাংলাদেশে ক্রিকেট ফেরাতে দেশি খেলোয়ারদের তিন দলে ভাগ করে আয়োজিত টুর্নামেন্টের নাম কী?
উত্তরঃ বিসিবি প্রেসিডেন্টস কাপ।
## উদ্বোধনী ম্যাচ - ১১ অক্টোবর, ২০২০; ফাইনাল - ২৩ অক্টোবর, ২০২০.
## চ্যাম্পিয়ন দল প্রাইজমানি - ১৫ লাখ টাকা; রানার্স আপ দল প্রাইজমানি - ৭.৫ লাখ টাকা।
০২. ২০২০ সালের ফ্রেঞ্চ ওপেন নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন কে?
উত্তরঃ ইগা সিয়োনতেক, পোল্যান্ড (এটি তাঁর প্রথম গ্র্যান্ড স্লাম জয়)।
## পোল্যান্ডের ইতিহাসে প্রথমবারের মতো জিতলেন এই শিরোপা।
## টেনিসে র্যাঙ্কিং পদ্ধতি চালু হয় - ১৯৭৫ সালে।
#সেরা_উক্তি
“অতীতের ভুল নিয়ে আফসোস করো না। সামনের কাজগুলো নির্ভুল ভাবে করার জন্য তোমার সব শক্তিকে কাজে লাগাও।”
- ডেনিস ওয়েটলি (মোটিভেটর ও পরামর্শক)।
Collected:-
০১. সবচেয়ে বেশি প্রবাসী আয় পাওয়া দেশগুলোর মধ্যে বিশ্বে বাংলাদেশের বর্তমান অবস্থান কত তম?
উত্তরঃ ৮ম।
০২. ২০২০ সালের সেপ্টেম্বরে দেশের রপ্তানি আয়ের পরিমাণ কত?
উত্তরঃ ৩০১ কোটি ডলার।
০৩. বাংলাদেশে জাতিসংঘের সংস্থা ইউএন উইমেন এর বর্তমান প্রতিনিধির নাম কী?
উত্তরঃ শোকো ইশিকাওয়া, জাপান।
০৪. দেশে বর্তমানে সরকারি কলেজের সংখ্যা কতটি?
উত্তরঃ ৬৩২টি।
০৫. ট্যুর অপারেটর প্রতিষ্ঠানগুলো দেশের জিডিপিতে প্রতিবছর গড়ে কী পরিমাণ টাকার অবদান রাখে?
উত্তরঃ ২২০ কোটি টাকা।
## দেশে বর্তমানে মোট ট্যুর অপারেটরের সংখ্যা - ৫২০টি; ট্রাভেল এজেন্টের সংখ্যা - ২ হাজার ৩২টি।
#আন্তর্জাতিক বিষয়াবলী
০১. নাগোরনো-কারাবাখ নিয়ে যুদ্ধে জড়িয়ে যাওয়া আর্মেনিয়া ও আজারবাইজান কবে যুদ্ধবিরতি চুক্তি করে?
উত্তরঃ ১০ অক্টোবর, ২০২০.
## মধ্যস্থতাকারী - রাশিয়া।
## এই দুই দেশ সর্বশেষ যুদ্ধে জড়িয়ে যায় - ২৭ সেপ্টেম্বর, ২০২০.
০২. উত্তর কোরিয়ার বর্তমান ক্ষমতাসীন দলের নাম কী?
উত্তরঃ ওয়ার্কার্স পার্টি।
## গত ১০ অক্টোবর ছিল এই দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।
## প্রতিষ্ঠিত - ১০ অক্টোবর, ১৯৪৫.
০৩. সম্প্রতি দক্ষিণ আমেরিকার কোন দেশে সরকারবিরোধী বিক্ষোভ চলছে?
উত্তরঃ চিলি।
## চিলির বর্তমান প্রেসিডেন্ট - সেবাস্তিয়ান পিনেরা।
#বিজ্ঞান ও প্রযুক্তি
০১. একজন সুস্থ মানুষের দেহে প্রতি মিনিটে কত বার হৃৎস্পন্দন হয়?
উত্তরঃ ৬০-১০০ বার।
০২. আধুনিক অর্থনীতির জনক কে?
উত্তরঃ পল স্যামুয়েলসন।
#খেলাধুলা
০১. করোনার পর বাংলাদেশে ক্রিকেট ফেরাতে দেশি খেলোয়ারদের তিন দলে ভাগ করে আয়োজিত টুর্নামেন্টের নাম কী?
উত্তরঃ বিসিবি প্রেসিডেন্টস কাপ।
## উদ্বোধনী ম্যাচ - ১১ অক্টোবর, ২০২০; ফাইনাল - ২৩ অক্টোবর, ২০২০.
## চ্যাম্পিয়ন দল প্রাইজমানি - ১৫ লাখ টাকা; রানার্স আপ দল প্রাইজমানি - ৭.৫ লাখ টাকা।
০২. ২০২০ সালের ফ্রেঞ্চ ওপেন নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন কে?
উত্তরঃ ইগা সিয়োনতেক, পোল্যান্ড (এটি তাঁর প্রথম গ্র্যান্ড স্লাম জয়)।
## পোল্যান্ডের ইতিহাসে প্রথমবারের মতো জিতলেন এই শিরোপা।
## টেনিসে র্যাঙ্কিং পদ্ধতি চালু হয় - ১৯৭৫ সালে।
#সেরা_উক্তি
“অতীতের ভুল নিয়ে আফসোস করো না। সামনের কাজগুলো নির্ভুল ভাবে করার জন্য তোমার সব শক্তিকে কাজে লাগাও।”
- ডেনিস ওয়েটলি (মোটিভেটর ও পরামর্শক)।
Collected:-