Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3709
#বাংলাদেশ বিষয়াবলী
০১. সম্প্রতি কবে পদ্মা সেতুর ৩২তম স্প্যান বসানো হয়?
উত্তরঃ ১০ অক্টোবর, ২০২০.
## দৃশ্যমান - ৪ হাজার ৮০০ মিটার।
## ৩১তম স্প্যান বসানো হয় - ১০ জুন, ২০২০.
০২. বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান কবে মারা যান?
উত্তরঃ ১০ অক্টোবর, ১৯৯৪.
## জন্ম - ১০ আগস্ট, ১৯২৪.
০৩. বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) এর অধীনে বর্তমানে কতটি চিনিকল রয়েছে?
উত্তরঃ ১৫টি।
০৪. দেশের একমাত্র পাথর উত্তোলনকারী খনি কোনটি?
উত্তরঃ মধ্যপাড়া কঠিন শিলা কোম্পানি, পার্বতীপুর, দিনাজপুর।
## ২০০৭ সাল থেকে এই খনি থেকে পাথর উত্তোলন করা হচ্ছে।
## বর্তমানে দেশে পাথরের বাজার - ৬ হাজার কোটি টাকার।
#আন্তর্জাতিক বিষয়াবলী
০১. ২০২০ সালের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী কে?
উত্তরঃ জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP).
## ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে এবং সংঘাতকবলিত এলাকাগুলোয় শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখায় এই পুরস্কার প্রদান করা হয়।
## বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) সম্পর্কিত কিছু তথ্য -
• প্রতিষ্ঠিত - ১৯ ডিসেম্বর, ১৯৬১ সাল।
• সদর দপ্তর - রোম, ইতালি (৮০টি দেশে অফিস রয়েছে)।
• প্রধান সংস্থা - জাতিসংঘের সাধারণ পরিষদ।
• বর্তমান প্রধান - ডেভিড বেইসলি, যুক্তরাষ্ট্র।
০২. ‘জি-২০’ বা ‘Group of Twenty’ কী?
উত্তরঃ অর্থনৈতিক জোট।
## ১৯টি সদস্য দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন মিলে এই জোট গঠিত।
## প্রতিষ্ঠিত - ২৬ সেপ্টেম্বর, ১৯৯৯.
## বর্তমান চেয়ারম্যান - কিং সালমান বিন আবদুল আজিজ, সৌদি আরব।
## ১৫তম জি-২০ সম্মেলন - ২১-২২ নভেম্বর, ২০২০; রিয়াদ, সৌদি আরব।
## সম্মেলন প্রতিপাদ্য ২০২০ - “অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের ধারায় উত্তরণ”।
## বি-২০ বা Businesss Twenty - জি-২০ দেশগুলোর ব্যবসায়ীদের জোট।
## বি-২০ এর বর্তমান চেয়ারম্যান - ইউসেফ আল-বেনিয়ান, সৌদি আরব।
০৩. জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর বর্তমান প্রধান কে?
উত্তরঃ অ্যান্তোনিও ভিটেরিনো, পর্তুগাল।
০৪. ‘রুদ্রম-১’ কোন দেশের তৈরি পরমাণু বিকিরণরোধী ক্ষেপণাস্ত্র?
উত্তরঃ ভারত।
## গত ৯ অক্টোবর এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত।
০৫. ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ কবে পালিত হয়?
উত্তরঃ ১০ অক্টোবর।
## দিবস প্রতিপাদ্য ২০২০ - “সবার জন্য মানসিক স্বাস্থ্য : অধিক বিনিয়োগ অবাধ সুযোগ”।
০৬. ‘বিশ্ব ডিম দিবস’ কবে পালিত হয়?
উত্তরঃ অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার।
## দিবস প্রতিপাদ্য ২০২০ - “প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই”।
০৭. বর্তমান বিশ্বের দীর্ঘতম পদচারী-সেতু কোনটি?
উত্তরঃ ৫১৬ আরোকা, পর্তুগাল।
০৮. পরিযায়ী পাখি সংরক্ষনে পুরো পৃথিবীতে ‘বিশ্ব পরিযায়ী পাখি দিবস’ বছরে কত বার পালিত হয়?
উত্তরঃ দুইবার।
## ২০২০ সালে প্রথমবার পালিত হয় - ৯ মে এবং দ্বিতীয়বার পালিত হয় - ১০ অক্টোবর।
## দিবস প্রতিপাদ্য ২০২০ - “পাখিতে যুক্ত সমগ্র বিশ্ব”।
০৯. গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ মাও সে তুং (মাও জে দং)।
## সম্প্রতি হংকংয়ে তাঁর হাতের লেখা বেশ কয়েক ছত্র কবিতা সমৃদ্ধ একটি শিল্পকর্ম উদ্ধার করা হয়েছে।
#বিজ্ঞান ও প্রযুক্তি
০১. হোয়াইট হ্যাট হ্যাকার কে কী বলা হয়?
উত্তরঃ এথিক্যাল হ্যাকার।
০২. মানুষের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠবিশিষ্ট হয়?
উত্তরঃ চার।
০৩. ভাইরাস শব্দটির অর্থ কী?
উত্তরঃ বিষ।
#খেলাধুলা
০১. টেনিস পুরুষ র‍্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষ খেলোয়াড় কে?
উত্তরঃ নোভাক জোকোভিচ, সার্বিয়া।
#সেরা_উক্তি
“যদি উড়তে না পার, তবে দৌড়াও; যদি দৌড়াতে না পার, তবে হাঁটো; হাঁটতে না পারলে হামাগুড়ি দাও। যে অবস্থাতেই থাকো, সামনে চলা বন্ধ করবে না।” - মার্টিন লুথার কিং জুনিয়র (আফ্রিকান আমেরিকান নেতা)।

Collected:-

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]