Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3636
বাংলাদেশ বিষয়াবলী
০১. মুজিব বর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর শিশুদের নির্বাচিত লেখা নিয়ে সম্প্রতি প্রকাশিত বইয়ের নাম কী?
উত্তরঃ আমরা লিখেছি ১০০ মুজিব।
## শিশুদের নির্বাচিত আঁকা নিয়ে লেখা বই - আমরা এঁকেছি ১০০ মুজিব।
## বই দুটির মোড়ক উন্মোচন - ৫ অক্টোবর, ২০২০.
০২. বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের বর্তমান প্রতিনিধির নাম কী?
উত্তরঃ বিরা মেন্ডোনকা।
## বাংলাদেশে ইউনিসেফের বর্তমান শুভেচ্ছাদূত - মুশফিকুর রহিম, উইকেট কিপার-ব্যাটসম্যান।
০৩. দেশে বর্তমানে কতটি স্থলবন্দর রয়েছে?
উত্তরঃ ২৪টি।
## চালু আছে - ১২টি।
০৪. চলতি ২০২০-২১ অর্থবছরে এনবিআরকে কী পরিমাণ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে?
উত্তরঃ ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা।


আন্তর্জাতিক বিষয়াবলী
০১. কিসে অবদান রাখার কারণে ‘চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার - ২০২০’ প্রদান করা হয়েছে?
উত্তরঃ হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার।
## যৌথ ভাবে নোবেল পেয়েছেন - হার্ভি জে অল্টার, যুক্তরাষ্ট্র; মাইকেল হাফটন, যুক্তরাজ্য; এবং চার্লস এম. রাইস, যুক্তরাষ্ট্র।
## মনে রাখার উপায় - “মাইকেল সাহেব হাফ টন চাল অল্টার করে মেডিসিনে নোবেল নিয়ে এলেন!”
মাইকেল সাহেব হাফ টন - মাইকেল হাফটন,
চাল - চার্লস এম. রাইস
অল্টার - হার্ভি জে. অল্টার।
০২. নিউজিল্যান্ডের সর্ববৃহৎ শহরের নাম কী?
উত্তরঃ অকল্যান্ড।
## রাজধানী - ওয়েলিংটন।
০৩. আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল নাগোরনো-কারাবাখের আঞ্চলিক রাজধানীর নাম কী?
উত্তরঃ স্টেপানাকার্ট।
## নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে সর্বশেষ যুদ্ধ বাঁধে - ২৭ সেপ্টেম্বর, ২০২০.
## এর আগে সর্বশেষ যুদ্ধ থামে - ১৯৯৪ সালে।
০৪. নাগোরনো-কারাবাখের বিরোধ মেটাতে গঠিত আন্তর্জাতিক গ্রুপের নাম কী?
উত্তরঃ ওএসসিই মিনস্ক গ্রুপ।
## গঠিত হয় - ১৯৯২ সালে।
## বর্তমান কো-চেয়ার - ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র।
০৫. মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তরঃ মুহিউদ্দিন ইয়াসিন।
০৬. ১৯৮৮ সালে গঠিত মালদ্বীপের সরকার বিরোধী গোষ্ঠী দমনে ভারতের পরিচালিত অভিযানের নাম কী?
উত্তরঃ অপারেশন ক্যাকটাস।
## মালদ্বীপ স্বাধীন হয় - ১৯৬৫ সালে।
## বর্তমান প্রেসিডেন্ট - ইবরাহিম মোহাম্মদ সোলিহ।
০৭. প্রথম নারী হিসেবে কে নৌপথে পৃথিবী প্রদক্ষিণ করেছেন?
উত্তরঃ জোয়ান ব্যারেট, ফ্রান্স।
## প্রথম নারী হিসেবে লন্ডনের রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির সম্মানিত সদস্য নির্বাচিত হন - ইসাবেলা বার্ড।

বিজ্ঞান ও প্রযুক্তি
০১. সম্প্রতি কোন দেশ প্রথমবারের মতো কাগজভিত্তিক করোনা পরীক্ষার কিট তৈরি করেছে?
উত্তরঃ ভারত।
## কিটের নাম - ফেলুদা কিট (প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের সৃষ্ট গোয়েন্দা চরিত্র ‘ফেলুদা’ এর নামে নামকরণ)।
## প্রস্তুতকারী প্রতিষ্ঠান - টাটা কোম্পানি, ভারত।
০২. কমিউনিকেশন সিস্টেমে কম্পিউটার এবং বিভিন্ন ডিভাইস বা কম্পিউটারের মধ্যে থাকা ডেটা ট্রান্সমিট পদ্ধতি সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রন করার প্রক্রিয়াকে কী বলা হয়?
উত্তরঃ প্রটোকল।
০৩. মানুষের রক্তে লোহিত ও শ্বেতকণিকার অনুপাত কত?
উত্তরঃ ৭০০ : ১.
#করোনাভাইরাস COVID-19 আপডেট - (2019-nCoV)
৫ অক্টোবর, ২০২০ পর্যন্ত – সারা বিশ্বে
মোট আক্রান্ত – ৩ কোটি ৫৪ লাখ ২৭ হাজার ৯৩২ জন (বাংলাদেশে আক্রান্ত – ৩ লাখ ৭০ হাজার ১৩২ জন)।
মোট সুস্থ – ২ কোটি ৬৬ লাখ ৪১ হাজার ২৮৬ জন (বাংলাদেশে সুস্থ – ২ লাখ ৮৩ হাজার ১৮২ জন)।
মোট মৃত্যু – ১০ লাখ ৪২ হাজার ২১৮ (বাংলাদেশে মৃত্যু – ৫ হাজার ৩৭৫ জন)।
সংক্রমণের বিস্তার – বিশ্বের প্রায় ২১৫টি দেশ ও অঞ্চলে।

খেলাধুলা
০১. বাংলাদেশে কবে আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে?
উত্তরঃ মার্চ, ২০২১.

সেরা_উক্তি
“যদি উড়তে না পার, তবে দৌড়াও; যদি দৌড়াতে না পার, তবে হাঁটো; হাঁটতে না পারলে হামাগুড়ি দাও। যে অবস্থাতেই থাকো, সামনে চলা বন্ধ করবে না।”
- মার্টিন লুথার কিং জুনিয়র (আফ্রিকান আমেরিকান নেতা)।

সংগৃহীত:-
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]