Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3561
৫১. আগ্রার তাজমহলের নির্মাতা : সম্রাট শাহজাহান
৫২. Prince of Builders বলা হয় : সম্রাট শাহজাহানকে
৫৩. জিন্দাপীর, আলমগীর নামে পরিচিত : সম্রাজ আওরঙ্গজেব
৫৪. কোহিনুর মনি ও ময়ুর সিংহাসন লুট করেন : নাদির শাহ (পারস্যের)
৫৫. দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করা হয় : রেঙ্গুনে
৫৬. ভারতীয় উপমহাদেশে প্রথম ডাক সার্ভিস চালু হয় : শের শাহের আমলে (আফগান শাসক)
৫৭. শেরশাহ হুমায়ুনকে পরাজিত করেন : চৌসারের যুদ্ধে
৫৮. ‘গ্রান্ড ট্রাঙ্ক’ রোডের নির্মাতা : শেরশাহ
৫৯. কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক : শেরশাহ
৬০. হযরত শাহজালাল যে শাসককে পরাজিত করে সিলেটে আযান ধ্বনি দিয়েছিলেন : গৌর গোবিন্দ
৬১. বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন : ফখরুদ্দিন মোবারক শাহ
৬২. ‘বাঙ্গালাহ নামের প্রচলন করেন : শামসুদ্দিন ইলিয়াস শাহ
৬৩. কবি হাফিজকে বাংলায় আমন্ত্রণ জানিয়েছিলেন : গিয়াস উদ্দিন আযম শাহ
৬৪. বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয় : হোসেন শাহী আমলে
৬৫. বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত : আলাউদ্দিন হোসেন শাহ
৬৬. গৌড়ের সোনা মসজিদ নির্মিত হয় : হোসেন শাহের আমলে।
৬৭. ফ্রান্সের রাজা চতুর্দশ লুই এর ন্যায় কোন সুলতান ঘোষণা করেন ‘আমিই রাষ্ট্র’ : আলাউদ্দীন খলজী
৬৮. ইবনে বতুতা : মরক্কোর পর্যটক
৬৯. ইবনে বতুতা বাংলায় আসেন : চতুর্দশ শতকে
৭০. ইবনে বতুতার গ্রন্থের নাম : রেহেলা
৭১. ইবনে বতুতা বাংলায় এসেছিলেন : হযরত শাহজালালের সাথে সাক্ষাতের জন্য
৭২. বাংলাদেশে বার ভূঁইয়াদের অভ্যুত্থান ঘটে : সম্রাট আকবেরর সময়
৭৩. মানসিংহকে পরাজিত করেন : ঈশা খাঁ
৭৪. বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন করেছিলেন : ঈশা খাঁ
৭৫. বাংলায় বারো ভুইঞাদের সুবেদারি শাসন প্রতিষ্ঠা করেন : ইসলাম খান
৭৬. পর্তুগীজদের চট্টগ্রাম থেকে তাড়িয়ে দেন : শায়েস্তা খান
৭৭. ঢাকার চক বাজারে বড় কাটরা নির্মাণ করেন : শাহ সুজা
৭৮. ঢাকা গেট নির্মাণ করেন : মীর জুমলা
৭৯. মোঘল আমলে ঢাকার নাম ছিল : জাহাঙ্গীর নগর
৮০. লালবাগ কেল্লা নির্মাণ করেন : শায়েস্তা খান
৮১. ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন : শায়েস্তা খান
৮২. বাংলায় নবাবী শাসন শুরু হয় : মুর্শিদকুলী খানের মাধ্যমে
৮৩. মুসলিম শাসনামলে এদেশে অত্যাচার ও লুটপাট করত : বর্গীরা
৮৪. নবাব সিরাজ-উদ-দৌলা সিংহাসনে আরোহন করেন : ১৭৫৬ সালে
৮৫. ‘অন্ধকূপ হত্যা’ কাহিনী তৈরি করেন : হলওয়েল
৮৬. বক্সারের যুদ্ধ সংঘটিত হয় : ১৭৬৪ সালে
৮৭. ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন পর্তুগীজ নাবিক ভাস্কো দা গামা : ১৪৯৮ সালে
৮৮. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে : ১৭৬৫ সালে
৮৯. ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় : ১৭৮৪ সালে
৯০. মহীশূরের টিপু সুলতান যুদ্ধ করেন : ইংরেজ সেনাপতি ওয়েলেসলির সাথে
৯১. উপমহাদেশে রেল যোগাযোগ চালু করেন : লর্ড ডালহৌসি
৯২. ভারতবর্ষে আদমশুমারি চালু করেন : লর্ড মেয়োর
৯৩. বঙ্গভঙ্গ হয় : ১৯০৫ সালে
৯৪. বঙ্গ প্রদেশকে বঙ্গ ও আসাম প্রদেশে বিভক্ত করেন : লর্ড কার্জন
৯৫. বাংলাদেশের নীল বিদ্রোহের অবসান হয় : ১৮৬২ সালে
৯৬. ১৯৪৭ সালের সীমানা কমিশন পরিচিত : র‍্যাটক্লিফ কমিশন নামে
৯৭. ব্রিটিশদের বিরুদ্ধে বাঙ্গালিদের প্রথম বিদ্রোহ : ফকির সন্ন্যাসী বিদ্রোহ
৯৮. বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনাতা সংগ্রামী : তিতুমীর
৯৯. সিপাহী বিদ্রোহ হয় : ১৮৫৭ সালে
১০০. ভারত বিভক্তির সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন : এটলি

Collected:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    741 Views
    by omorfaruk613
    0 Replies 
    766 Views
    by parvezpstu62
    0 Replies 
    767 Views
    by pcsarker9733
    0 Replies 
    731 Views
    by abdullahabunayem4
    0 Replies 
    620 Views
    by afrima3325
    InterServer Web Hosting and VPS
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]