Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3458
০১. বাংলাদেশে কত সালে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন পাস হয়?
উত্তরঃ ২০০২ সালে।
০২. স্বাস্থ্য অধিদফতরের বর্তমান মহাপরিচালকের নাম কি?
উত্তরঃ আবুল কালাম আজাদ।
০৩. দেশে বর্তমানে অতিগরিব মানুষের সংখ্যা কত?
উত্তরঃ পৌনে ২ কোটি।
০৪. সামাজিক উত্তরণ সূচক ২০২০ অনুসারে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম?
উত্তরঃ ৭৮তম (৮২টি দেশের মধ্যে)।
শীর্ষ স্থানে – ডেনমার্ক, এবং সর্বনিম্ন অবস্থানে – আইভরিকোস্ট।
যে ১০টি উপসূচকে এই তালিকা করা হয়েছে, সেই উপসূচকগুলোতে বাংলাদেশের অবস্থানঃ
- সামাজিক সুরক্ষা কার্যক্রমে – ৮১তম।
- জীবনভর শিক্ষার সুযোগে – ৮২তম। (সবচেয়ে বাজে অবস্থান)
- সরকারি সেবায় – ৮০তম।
- কাজের পরিবেশে – ৭৯তম।
- ন্যায্য মজুরিতে – ৩৩তম। (তুলনামূলক ভালো অবস্থান)
- স্বাস্থ্য সূচকে – ৭৯তম।
- শিক্ষার সুযোগে – ৭৫তম।
- শিক্ষার মান ও সমতায় – ৭৮তম।
- প্রযুক্তির লভ্যতায় – ৭৬তম।
- কাজের সুযোগে – ৭০তম।
০৫. দেশে ২০১৮-১৯ অর্থবছরে স্থানীয় সফটওয়্যার বাজারের পরিমাণ কত ছিল?
উত্তরঃ ১৩০ কোটি ডলার।
০৬. ৩-১৬ ফেব্রুয়ারি, ২০২০ শুরু হওয়া বাংলাদেশ-ভারত যৌথ সামরিক মহড়ার নাম কি?
উত্তরঃ সম্প্রীতি-৯.
আন্তর্জাতিক বিষয়াবলী
০১. করোনাভাইরাস সংক্রমনে সম্প্রতি প্রথমবারের মতো কোন বিদেশি নাগরিক মারা যান?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
## জাপানের আরেক নাগরিক মারা গেলেও তিনি করোনাভাইরাস সংক্রমনে নন, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
০২. দিল্লি বিধানসভা নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ৮ ফেব্রুয়ারি, ২০২০.
০৩. চীনা চান্দ্রবর্ষ (Lunar Year) উৎসব কবে শেষ হয়েছে?
উত্তরঃ ৮ ফেব্রুয়ারি, ২০২০.
০৪. ‘Capital Economics’ কোন দেশ ভিত্তিক অর্থনীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান?
উত্তরঃ লন্ডন, যুক্তরাজ্য।
০৫. ‘আইওয়া অঙ্গরাজ্য’ কোন দেশের?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
## এই অঙ্গরাজ্যের ককাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী বাছাইয়ে প্রাথমিক নির্বাচন শুরু হয়েছে।
০৬. ‘বোর্নিও দ্বীপ’ কোন দেশে অবস্থিত?
উত্তরঃ ইন্দোনেশিয়া।
০৭. ভারতে ২০ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার কত শতাংশ?
উত্তরঃ ৩৭ শতাংশ।
০৮. সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানী কোম্পানির নাম কি?
উত্তরঃ আরামকো।
০৯. ‘gsk’ কোন দেশের বৃহত্তম ওষুধ কোম্পানি?
উত্তরঃ যুক্তরাজ্য।
১০. বর্তমান বিশ্বে সবচেয়ে জনবহুল দেশ কোনটি?
উত্তরঃ চীন।
১১. বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চলচ্চিত্র বাজার কোন দেশের?
উত্তরঃ চীন।
## প্রথম – হলিউড, যুক্তরাষ্ট্র।
১২. ২০২০ সালের অস্কার পুরস্কার কবে দেওয়া হবে?
উত্তরঃ ৯ ফেব্রুয়ারি, ২০২০ (বাংলাদেশ সময় – ১০ ফেব্রুয়ারি ভোররাত)।
বিজ্ঞান ও প্রযুক্তি
০১. ‘আওয়ার মাইন’ কোন দেশ ভিত্তিক হ্যাকার গ্রুপ?
উত্তরঃ দুবাই, সংযুক্ত আরব আমিরাত।
## সম্প্রতি এই গোষ্ঠী ফেসবুক ও টুইটারের অফিসিয়াল সাইট হ্যাক করেছে।
০২. গুগলের বর্তমান প্রধান নির্বাহীর নাম কি?
উত্তরঃ সুন্দর পিচাই।
০৩. চীনে সার্স ভাইরাস কবে সংক্রমণ ঘটায়?
উত্তরঃ ২০০৩ সালে।
## মোট আক্রান্ত – ৮ হাজার ৯৮ জন।
## মৃত্যু – ৭৭৪ জন।
০৪. ‘LPG’ এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Liquefied Petroleum Gas.
করোনা_ভাইরাস_আপডেট - (2019-nCoV)
৮ ফেব্রুয়ারি, ২০২০ পর্যন্ত – সারা বিশ্বে
মৃত্যু – ৭২২ জন (চীনের বাইরে ২ জন)।
আক্রান্ত – ৩৪ হাজার ৫৪৬ জন (চীনের বাইরে ৩৩০ জন)।
সংক্রমণের বিস্তার – বিশ্বের প্রায় ২৮টি দেশ ও অঞ্চলে।
খেলাধুলা
০১. আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন হয়েছে কোন দল?
উত্তরঃ ভারত (৪ বার)।
০২. আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে প্রথম বারের মতো বাংলাদেশ কোন আসরের ফাইনালে উঠে?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা, ২০২০.
০৩. বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান পেস বোলিং কোচের নাম কি?
উত্তরঃ ওটিস গিবসন, ওয়েস্ট ইন্ডিজ।
০৪. বাংলাদেশ কত বার আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আয়োজক হয়েছে?
উত্তরঃ ২ বার (২০০৪ ও ২০১৬)।


সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    141 Views
    by mousumi
    0 Replies 
    486 Views
    by masum
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    96 Views
    by rajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]