- Fri Sep 25, 2020 6:24 pm#3444
চিকুনগুনিয়া
১৯৫৩ সালে তানজানিয়ায় চিকুনগুনিয়া জ্বরের ভাইরাস প্রথম ধরা পড়ে। টোগা ভাইরাস গোত্রের ভাইরাসজনিত রোগ চিকুনগুনিয়া। চিকুনগুনিয়া শব্দটি এসেছে তানজানিয়ার স্থানীয় কিমাকন্ডি ভাষা থেকে যার অর্থ হলো ধনুকের মতো বেকে যাওয়া। বা তীব্র মোচড়জনিত ব্যাথা। চিকুনগুনিয়াকে অনেকে ল্যাংড়া জ্বর বলেও অভিহিত করে থাকে । বাংলাদেশে ২০০৮ সালে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে প্রথম চিকুনগুনীয়ায় আক্রান্ত রোগী পাওয়া গিয়েছিল। প্রধাণত এডিস মশকীর কামড়ের কারণে মানবশরীরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের সংক্রমণ ঘটে। চিকুনগুনিয়া জ্বরের চিকিৎসায় প্যারাসিটামল জাতীয় ওষুধ এবং তরল খাবার খেতে হবে । চিকুনগুনিয়া এক ধরণের আরএনএ ভাইরাস।
দারিদ্র বিমোচন
দারিদ্র দুই প্রকার – ক.আয়-দারিদ্র খ.মানব দারিদ্র।
বাংলাদেশে দারিদ্র পরিমাপে ব্যবহৃত হয় – খাদ্যশক্তি গ্রহণ পদ্ধতি প্রত্যক্ষ ক্যালোরি গ্রহণ পদ্ধতি।
অনপেক্ষ দারিদ্র Absolute Poverty – জনপ্রতি প্রতিদিন ২১২২ কিলোক্যালরি বা তার নিচের খাদ্যগ্রহণকারী জনগোষ্ঠী।
চরম দারিদ্র Hard core poverty – জনপ্রতি প্রতিদিন ১৮০৫ কিলোক্যালরি বা তার নিচে খাদ্যগ্রহণকারী জনগোষ্ঠী।
দারিদ্র বিমোচনে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম – পল্লি সমাজসেবা কার্যক্রম, শহর সমাজসেবা কার্যক্রম
বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় – ১৯৯৮ সালে।
বাংলাদেশে দারিদ্রে উর্ধ্বসীমা ২৪.৩% ও দরিদ্রের নিম্নসীমা ১২.৯% । (অর্থনৈতিক সমীক্ষা ২০১৮)
বাংলাদেশে দারিদ্রের হার সবচেয়ে বেশি – রংপুর বিভাগে
বাংলাদেশে দারিদ্রের হার সবচেয়ে কম – চট্টগ্রাম বিভাগে
এনজিও
এনজিও এর পূর্ণ নাম – নন-গভর্নমেন্টাল অর্গানাইজেশন ।
এনজিও বিষয়ক ব্যুরো হলো – এনজিওগুলোর কাজ নিয়ন্ত্রণকারী একটি সরকারি সংস্থা।
বাংলাদেশের অধিকাংশ এনজিও বাস্তবায়ন করে – ক্ষুদ্রঋণ কর্মসূচি।
বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও – ব্র্যাক।
ব্র্যাকের প্রতিষ্ঠাতা – ফজলে হাসান আবেদ।
কেয়ার একটি – আমেরিকান এনজিও।
SDF প্রতিষ্ঠিত হয় – ২০০০ সালে।
SDF এর পূর্ণ রূপ – সোশ্যাল ডেভেলপমেন্ট ফাইন্ডেশন।
SDF এর প্রধান অফিস – ঢাকা।
SDF অর্থ মন্ত্রণালয়ের অধীন।
SDF কর্মসূচি বাস্তবায়নে অনুমোদন গ্রহণ করে – বিশ্বব্যাংক থেকে।
১৯৫৩ সালে তানজানিয়ায় চিকুনগুনিয়া জ্বরের ভাইরাস প্রথম ধরা পড়ে। টোগা ভাইরাস গোত্রের ভাইরাসজনিত রোগ চিকুনগুনিয়া। চিকুনগুনিয়া শব্দটি এসেছে তানজানিয়ার স্থানীয় কিমাকন্ডি ভাষা থেকে যার অর্থ হলো ধনুকের মতো বেকে যাওয়া। বা তীব্র মোচড়জনিত ব্যাথা। চিকুনগুনিয়াকে অনেকে ল্যাংড়া জ্বর বলেও অভিহিত করে থাকে । বাংলাদেশে ২০০৮ সালে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে প্রথম চিকুনগুনীয়ায় আক্রান্ত রোগী পাওয়া গিয়েছিল। প্রধাণত এডিস মশকীর কামড়ের কারণে মানবশরীরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের সংক্রমণ ঘটে। চিকুনগুনিয়া জ্বরের চিকিৎসায় প্যারাসিটামল জাতীয় ওষুধ এবং তরল খাবার খেতে হবে । চিকুনগুনিয়া এক ধরণের আরএনএ ভাইরাস।
দারিদ্র বিমোচন
দারিদ্র দুই প্রকার – ক.আয়-দারিদ্র খ.মানব দারিদ্র।
বাংলাদেশে দারিদ্র পরিমাপে ব্যবহৃত হয় – খাদ্যশক্তি গ্রহণ পদ্ধতি প্রত্যক্ষ ক্যালোরি গ্রহণ পদ্ধতি।
অনপেক্ষ দারিদ্র Absolute Poverty – জনপ্রতি প্রতিদিন ২১২২ কিলোক্যালরি বা তার নিচের খাদ্যগ্রহণকারী জনগোষ্ঠী।
চরম দারিদ্র Hard core poverty – জনপ্রতি প্রতিদিন ১৮০৫ কিলোক্যালরি বা তার নিচে খাদ্যগ্রহণকারী জনগোষ্ঠী।
দারিদ্র বিমোচনে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম – পল্লি সমাজসেবা কার্যক্রম, শহর সমাজসেবা কার্যক্রম
বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় – ১৯৯৮ সালে।
বাংলাদেশে দারিদ্রে উর্ধ্বসীমা ২৪.৩% ও দরিদ্রের নিম্নসীমা ১২.৯% । (অর্থনৈতিক সমীক্ষা ২০১৮)
বাংলাদেশে দারিদ্রের হার সবচেয়ে বেশি – রংপুর বিভাগে
বাংলাদেশে দারিদ্রের হার সবচেয়ে কম – চট্টগ্রাম বিভাগে
এনজিও
এনজিও এর পূর্ণ নাম – নন-গভর্নমেন্টাল অর্গানাইজেশন ।
এনজিও বিষয়ক ব্যুরো হলো – এনজিওগুলোর কাজ নিয়ন্ত্রণকারী একটি সরকারি সংস্থা।
বাংলাদেশের অধিকাংশ এনজিও বাস্তবায়ন করে – ক্ষুদ্রঋণ কর্মসূচি।
বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও – ব্র্যাক।
ব্র্যাকের প্রতিষ্ঠাতা – ফজলে হাসান আবেদ।
কেয়ার একটি – আমেরিকান এনজিও।
SDF প্রতিষ্ঠিত হয় – ২০০০ সালে।
SDF এর পূর্ণ রূপ – সোশ্যাল ডেভেলপমেন্ট ফাইন্ডেশন।
SDF এর প্রধান অফিস – ঢাকা।
SDF অর্থ মন্ত্রণালয়ের অধীন।
SDF কর্মসূচি বাস্তবায়নে অনুমোদন গ্রহণ করে – বিশ্বব্যাংক থেকে।