Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3437
২৬. অধিবর্ষ হয় কত দিনে ?
উ: ৩৬৬ দিনে ।
২৭. সূর্যের উত্তরায়ণের শেষ দিন কত তরিখ ?
উ: ২১ জুন ।
২৮. পৃথিবীর গতি কত প্রকার ?
উ: ২ প্রকার ।
২৯. পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তিত হচ্ছে ?
উ: পশ্চিম থেকে পূর্ব দিকে ।
৩০. কীসের ফলে পৃথিবীতে দিনরাত্রীর হ্রাসবৃদ্ধি ও ঋতু পরিবর্তন ঘটে ?
উ: বার্ষিক গতির ফলে ।
৩১. পৃথিবীর অনুসূর কাকে বলে ?
উ: জানুয়ারের ১ থেকে ৩ তারিখে সূর্য পৃথিবীর নিকটতম অবস্থানে থাকে
বলে একে পৃথিবীর অনুসূর বলে ।
৩২. পৃথিবীর অপসূর কাকে বলে ?
উ: জুনের ১ থেকে ৪ তারিখে সূর্য পৃথিবীর দূরবর্তী অবস্থানে থাকে
বলে একে পৃথিবীর অপসূর বলে ।
৩৩. সূর্যকে পরিক্রমণকালে পৃথিবীর কয়টি অবস্থান থেকে ঋতু
পরিবর্তনের ব্যাখ্যা পাওয়া যায় ?
উ: ৪ টি ।
৩৪. মেরুরেখা কাকে বলে ?
উ: পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর-দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষ বা
মেরুরেখা বলে ।
৩৫. সৌরদিন কাকে বলে ?
উ: পৃথিবীর একটি পূর্ণ আবর্তের সময়কে সৌরদিন বলে ?
৩৬. জোয়ার ভাটা কয়টি ?
উ: ৪টি ।
৩৭. প্রতিপাদ স্থান কাকে বলে ?
উ: ভূপৃষ্ঠের ওপর অবস্থিত কোনো বিন্দুর বিপরীত বিন্দুকে ঐ বিন্দুর
প্রতিপাদ স্থান বলে ।
৩৮. অক্ষাংশ কাকে বলে ?
উ: নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানর কৌণিক
দূরত্বকে ঐ স্থানের অক্ষাংশ বলে ।
৩৯. মিরিণ্ডা কোন গ্রহের উপগ্রহ ?
উ: ইউরেনাস গ্রহের ।
৪০. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি ?
উ: শুক্র ।
৪১. স্থানীয় সময় কী ?
উ: পৃথিবীর আবর্তনের ফলে কোনো স্থানে যখন সূর্য ঠিক মাথার উপরে
আসে তখন ঐ এলাকার সময় দুপুর ১২টা ধরা হয় এবং সে অনুযায়ী
দিনের অন্যান্য সময় পরিমাপ করা হয় । একে স্থানীয় সময় বলে ।
৪২. সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব কত ?
উ: ১০.৮ কোটি কি.মি. ।
৪৩. আহ্নিক গতি কাকে বলে ?
উ: পৃথিবীর নিজ অক্ষে বা মেরু রেখায় পশ্চিম থেকে পূর্ব দিকে
আবর্তনের গতিকে আহ্নিক গতি বলে ।
৪৪. পৃথিবীর গতি কাকে বলে ?
উ: মহাকর্ষ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী নিজ অক্ষে
আবর্তন করে এবং নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারদিকে পরিক্রমণ করে ,
একেই পৃথিবীর গতি বলে ।
৪৫. কেন্দ্রাতিগ শক্তি কাকে বলে ?
উ: পৃথিবী তার নিজ অক্ষে দ্রুতবেগে ঘোরার কারণে পৃথিবীর কেন্দ্রের
বিপরীত দিকে যে শক্তি সৃষ্টি হয় তাকে কেন্দ্রাতিগ শক্তি বলে ।
৪৬.আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রমাণ কতটি ?
উ: ৪টি ।
৪৭. লালমাই পাহাড় বাংলাদেশের কোন ভূমিরূপের অন্তর্গত ?
উ: কুমিল্লার লালমাই পাহাড় বাংলাদেশের অন্যতম ভূমিরূপ
প্লাইস্টোসিনকালের সোপানমূহ বা চত্বর ভূমির অন্তর্ভুক্ত ।
৪৮. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি ?
উ: বুধ ।
৪৯. কয়টি উজ্জল বলয় শনিকে বেষ্টন করে আছে ?
উ: ৩টি ।
৫০. সর্বোচ্চ দ্রাঘিমা কত ?
উ: ১৮০ ।
৫১. সৌরজগৎ এর প্রাণকেন্দ্র কী ?
উ: সূর্য ।
৫২. মূল মধ্যরেখা কাকে বলে ?
উ: যুক্তরাজ্যের লন্ডন শহরের উপকণ্ঠে গ্রিনিচ মান মন্দিরের ওপর দিয়ে
উত্তর মেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত ___যে মধ্যরেখা অতিক্রম করেছে
তাকে মূল মধ্যরেখা বলে ।
৫৩. গ্রহাণুপুঞ্জ কী ?
উ: ৮০৫ কি.মি. থেকে ১.৬ কি.মি. বা এর কম ব্যাসপন্ন জ্যোতিষ্ককে
গ্রহাণুপুঞ্জ বলে ।
৫৪. গ্রিনিচ মান মন্দির কোথায় অবস্থিত ?
উ: লন্ডনে ।
৫৫. কীসের প্রভাবে গ্রহগুলো সূর্যের চারদিকে ঘোরে ?
উ: মহাকর্ষ বলের প্রভাবে ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    23 Views
    by bdchakriDesk
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]