Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3429
সাধারণ জ্ঞান
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশ
-১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশ সর্বপ্রথম নাবিয়ায় UNTAG নামক শান্তি মিশনে ৬০ জন পুলিশ সদস্য প্রেরণ করে।
-বাংলাদেশ পুলিশ এ পর্যন্ত ১৭টি মিশনে ৪০৫৭ জন সৈন্য পাঠিয়েছে।
-জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সৈন্য প্রেরণ ও অবদানে বাংলাদেশ পুলিশ বাহিনী এবং নারী পুলিশ বাহিনী শীর্ষে রয়েছে।

বাংলাদেশের কূটনৈতিক মিশন
বিদেশে বাংলাদেশের দূতাবাস সংস্থা – ৫৭টি দেশে (মিশন ৭৩টি)
বাংলাদেশে বিদেশি দূতাবাস আছে – ৫১ টি দেশের
সার্কভুক্ত যেসব দেশের দূতাবাস বাংলাদেশে আছে – সার্কভুক্ত সব দেশের দূতাবাস বাংলাদেশে আছে
বাতদদথংলতাতদেশে দূতাবাস নেই – প্রতিবেশীদেশ মিয়ানমারের
সার্কভুক্ত যেসব দেশে বাংলাদেশের দূতাবাস আছে – ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, এবং পাকিস্তান
বাংলাদেশে দুটি স্থায়ী মেশিন আছে – নিউইয়র্ক ও জেনেভায়
বাংলাদেশের কোনো কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নেই – ইসরাইলের
বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই – তাইওয়ানের
টুয়েসডে গ্রুপ – বাংলাদেশে নিযুক্ত ১৪ দাতা দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনারের সংগঠন। প্রতি মঙ্গলবার এ গ্রুপটি বৈঠক করে বলে এটি ‘টুয়েসডে গ্রুপ’ বলে।

শান্তির সংস্কৃতি (Culture of peace)
স্লোগান: মানুষের অসহিষ্ণুতা ও ঘৃণা কমালে স্থায়ী শান্তি আসবে।
শান্তির সংস্কৃতিবিষয়ক প্রস্তাবিত জাতিসংঘে ১৯৯৯ সালে প্রথম উপস্থাপিত হয়।
শান্তি মডেল
উত্থাপন হয় ২০১১ সালে ৬৬ তম অধিবেশনে।
উত্থাপনকারী হলেন শেখ হাসিনা।
জাতিসংঘের সেকেন্ড কমিটিতে রেজ্যুলেশন আকারে গৃহীত হয় ২২ নভেম্বর ২০১১।
মূল প্রতিপাদ্য ছিল জনেগণের ক্ষমতায়ন।

বাংলাদেশের পদক ও পুরস্কার
স্বাধীনতা পুরস্কার: স্বাধীনতা পদক ১৯৭৭ সালে প্রবর্তন করা হয়। এটি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। পুরস্কারটি প্রবর্তন করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সর্বোচ্চ ১০ জনকে স্বাধীনতা পদক দেওয়া হয়।
একুশে পদক: ১৯৭৬ সালে একুশে পদক প্রবর্তিত হয়। সর্বোচ্চ ১৫ জনকে একুশে পদক দেওয়া হয়।
বাংলা একাডেমি পুরস্কার: এই পুরস্কারটি প্রবর্তিত হয় ১৯৬০ সালে । এটি সাহিত্যে বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার।
-১৯৮৯ সাল থেকে শিশু একাডেমি পুরস্কার দেওয়া হয়।
-১৯৭৬ সাল থেকে দেওয়া হয় জাতীয় ক্রীড়া পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার
-বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাবর্তিত হয় ১৯৭৩ সালে। এই পুরস্কারের পুর্ব নাম ছিল রাষ্ট্রপতি পুরস্কার।
-বৃক্ষরোপণের জন্য প্রদান করা হয় প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার। এই পুরস্কারটি ১৯৯৩ সাল থেকে দেওয়া হয়।
-কৃষি উন্নয়নের জন্য প্রদান করা হয় ‘রাষ্ট্রপতি পুরস্কার’।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    4231 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4424 Views
    by bdchakriDesk
    0 Replies 
    276 Views
    by bdchakriDesk
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    91 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]