Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3408
১. চাকমা
চাকমা(তারা নিজেরা বলে চাঙমা)
---------------------------------------
জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র জাতিসত্তা । বাস করে > রাঙামাটি, খাগড়াছড়ি , বান্দরবান ও চট্টগ্রামে।
,
প্রধান খাবার > ভাত
প্রধান জীবিকা > জুম চাষ
পোষাক >> নারীদের পোষাকের নাম > পিনন -হাদি।
গ্রাম প্রধান >> কারবারি
ধর্ম >> বৌদ্ধ
প্রধান ধর্মীয় উতসব > বৌদ্ধ পূর্ণিমা
শ্রেষ্ট উতসব>>>>> বিজু (বাংলা বছরের শেষ দুই দিন ও নতুন বছরের প্রথম দিন।
অন্যান্য উতসব>> মাঘী পূর্ণিমা , কঠিন চীবরদান ।

২.মারমা
-----------------------
আবাস >> বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, ।
গ্রাম প্রধান>> রোয়াজা বা কারবারি
প্রধান খাবার > ভাত ও সিদ্ধ সবজি।
প্রিয় খাবার >> নাম্পি বা শুঁটকি মাছের ভর্তা
পোষাক >> থামি ও আংগি।
ধর্ম >> বৌদ্ধ ।
উতসব >> প্রতি মাসে ল্যাব্রে নামক একটি উতসব পালন করে । যার অর্থ পূর্ণচন্দ্র / পূর্ণিমা । জলের উতসব। বাংলা নববর্ষের দ্বিতীয় দিন ‘সাংগ্রেইন‘ উতসব পালন করে

৩. সাঁওতাল
-----------
আবাস>> দিনাজপুর, রাজশাহী, নওগাঁ, বগুড়া, চাপাইনবাবগঞ্জ ও রংপুর।
.
প্রধান খাবার > ভাত । বিশেষ খাবার >> নলিতা বা পাটশাক।
.
পোষাক >>> দুই খন্ড কাপড় । উপরের অংশ >> পাঞ্চি আর নিচের অংশ পারহাট ।
.
উত্সব
------------
১। ফসল তোলার পর পৌষ মাসে >> সোহরায়
২। ঘর বানানোর জন্য বন থেকে খড় কুড়ানোর উত্সব মাঘ মাসে >> ‘‘মাঘ সিম ‘’
৩। অমাবস্যায় বসন্তের উত্সব (ফাল্গুন মাসে)> >> বসন্তোত্সব
৪।আষাড় মাসে প্রত্যেক পরিবার থেকে একটি মুরগি এনে পূজা দেওয়ার উত্সব >> “এর কংসিম ‘‘
৫। ভাদ্র মাসে ফসলের জন্য বোঙাদের বারোয়ারি ভোগ দেওয়ার উত্সব >> হাড়িয়ার সিম

৪.মণিপুরি
----------------
আবাস >> সিলেট, মৌলভীবাজার , হবিগঞ্জ। অধিকাংশ মৌলভীবাজারের কমলগঞ্জে ।
গোত্র দুটি >> বিষ্ণুপ্রিয়া মণিপুরি , মৈ তৈ মণিপুরি ।
তাদের বিখ্যাত সংস্কৃতি হল >>> নাচ
মুসলিম গোষ্টী >> মৈ তৈ পাঙন ।
ধর্ম >> সনাতন ।
খাবার > ভাত, মাছ, শুঁটকি , সবজি। মাংস খাওয়া নিষিদ্ধ। সবজির পাতা দিয়ে তারা েএক ধরণের সালাদ খেতে পছন্দ করেন যার নাম >> সিঞ্চেডা
পোষাক>> নারীরা ‘লাহিং আর আহিং এবং ওড়না। পুরুষরা > ধুতি ও পাঞ্জাবি ।
উত্সব >> রথযাত্রা , দোলযাত্রা , হোলি উত্সব , চৈত্র সংক্রান্তি , রাসপূর্ণিমা

৫.গারো
====================
গারো জনগোষ্ঠী নিজেদের পরিচয় দেয় ----আচিমকান্দি বা পাহাড়ি মানুষ হিসেবে
গারো জনগোষ্ঠী নাম ছিল -----নকমান্দি
গারোদের ভাষা ------ অবেং
গারদের সনাতনী ধর্মের নাম ---- সাংসারেক
গারোদের উৎসবের নাম -----ওয়াংগালা
ওয়াঙ্গালা কিসের প্রতিক --- সূর্যের
জমির উর্বরতার দেবতা ---- সালজং
গারোদের বসবাস --- ময়মনসিংহ , টাঙ্গাইল , নেত্রকোনা , হালুয়াঘাট , বিহত্তর সিলেট , সুনামগঞ্জ
দকবান্দা বা দকশারি পোশাক কাদের ???? --- গারো পুরুষের

সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    231 Views
    by raihan
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    191 Views
    by tasnima

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]