Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3407
১। বিখ্যাত মণিপুরী নাচ যে অঞ্চলের ?( ২২তম বিসিএস )
= সিলেট
২। যে বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক (২৫ ও ১৪তম বিসিএস )
= গারো ও খাসিয়া ব্যতীত বাকি সব গুলো
৩। হাজংদের অধিবাস কোথায় ?(২৮তম বিসিএস )
= ময়মনসিংহ ও নেত্রকোনা
৪। বাংলাদেশের উপজাতীয় প্রতিষ্ঠান আছে কয়টি ?(৩১তম বিসিএস )
= আপডেট নিয়ে পড়বেন
৫। খাসিয়া গ্রামগুলো পরিচিত ( ৩৫তম বিসিএস )
= পুঞ্জি
৬। ‘ঝুম’ চাষ পদ্ধতিতে বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায় ? ( ৩৫তম বিসিএস )
= চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলাসমূহে
৭ । যে উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম (৩৬তম বিসিএস )
= পাঙন
৮। যে জেলায় হাজংদের বসবাস নেই (৩৭তম বিসিএস )
= সিলেট
৯। বাংলাদেশে উপজাতি তথা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা কত ?
= ৪৫টি (সূত্র : আদম শুমারি-২০১১ , আদিবাসি ফোরাম ) । ৪৮টি ( পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রাণালয়ের ওয়েব সাইট , সরকার কর্তৃক গৃহিত । )
১০। পার্বত্য চট্টগ্রামে কতটি উপজাতি বাস করে ?
=১১টি ( প্রচলিত উত্তর) । ১২ টি (সূত্র : সরকারি হিসাব ) । ১৩ টি ( পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রাণালয়ের ওয়েব সাইট । )
১১। বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মোট জনসংখ্যার
= ১.১০% (সূত্র : আদম শুমারি-২০১১)
১২। কতটি উপজাতির নিজস্ব ভাষা রয়েছে ?
= ৩২টি
১৩। বাংলাদেশের বৃহত্তম উপজাতি কোনটি ?
= চাকমা
১৪। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাঁকে বীরপ্রতীক খেতাব দেওয়ার ঘোষণা দেয়া হয় কাকে ?
=
কাকন বিবি । তিনি ১৯৭১ সালে সংঘটিত বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের এক বীরযোদ্ধা, বীরাঙ্গনা ও গুপ্তচর ছিলেন । মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি পাকিস্তানী বাহিনীর বিপক্ষে মুক্তিবাহিনীর হয়ে গুপ্তচরের কাজ করেন। তাঁর বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার লীপুর ইউনিয়নের ঝিরাগাঁও গ্রামে।
তিনি খাসিয়া সম্প্রদায়ের ছিলেন ।
১৫। একমাত্র খেতাবপ্রাপ্ত আদিবাসী/উপজাতি মুক্তিযোদ্ধা
- ইউ কে চিং (বীর বিক্রম) । ইউ কে চিং ছিলেন—মারমা উপজাতি ।

সংগৃহীত:-
    Similar Topics
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]