Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3402
১. সূর্য থেকে মঙ্গল গ্রহের দূরত্ব কত কি.মি. ?
উ: ২২.৮ কোটি কি.মি. ।
২. কোন গ্রহের আকাশে বছরে দুইবার সূর্য উদিত হয় ?
উ: শুক্র গ্রহে ।
৩. সূর্যে হাইড্রোজেন গ্যাসের পরিমাণ কত ?
উ: ৫৫% ।
৪. সৌরজগতে গ্রহ কতটি ?
উ: ৮টি ।
৫. সূর্যে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের অনুপাত কত ?
উ: ৫ : ৪ ।
৬. মঙ্গল গ্রহের উপগ্রহ কতটি ?
উ: ২টি ।
৭. সূর্য্ চন্দ্র অপেক্ষা কত গুণ বড় ?
উ: ২.৬০ কোটি গুণ বড় ।
৮. ভূপৃষ্ঠের অবনমিত অংশে কীসর সৃষ্টি হয়েছে ?
উ: সাগর ও মহাসাগর সৃষ্টি হয়েছে ।
৯. ইউরেনাসের আবহমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বেশি ?
উ: মিথেন ।
১০. ইউরেনাসের উপগ্রহ কতটি ?
উ: ২৭টি ।
১১. পৃথিবীর ব্যাসার্ধ কত ?
উ: ৬৪০০ কিলোমিটার ।
১২. গ্রহাণুপুঞ্জের অবস্থান কোথায় ?
উ: মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝে ।
১৩. সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ কোনটি ?
উ: বৃহস্পতি গ্রহ ।
১৪. ট্রপোমণ্ডলের গড় গভীরতা কত ?
উ: প্রায় ১৩ কি.মি. ।
১৫. কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট ওজনের কত ভাগ ?
উ: এক-তৃতীয়াংশ ।
১৬. গ্রিনিচের দ্রাঘিমা কত ডিগ্রী ?
উ: ০ডিগ্রি ।
১৭. সূর্যের উপরিভাগের উষ্ণতা কত ?
উ: ৫৭০০০ ডিগ্রী সেলসিয়াস ।
১৮. ঢাকার প্রতিপাদ স্থান কোথায় ?
উ: দক্ষিণ আমেরিকার অন্তর্গত চিলির নিকট প্রশান্ত মহাসাগরে ।
১৯. কোনো স্থানে মধ্যাহ্ন (১২টা) হলে তার ১ ডিগ্রী পূর্বের স্থানের সময় কত ?
উ: ১২টা ৪মিনিট ।
২০. নিরক্ষরেখার অক্ষাংশ কত ?
উ: ০ ডিগ্রী ।
২১. কোন দ্রাঘিমারেখে বাংলাদেশের প্রায় মধ্যভাগে অবস্থিত ?
উ: ৯০ ডিগ্রী পূর্ব দ্রাঘিমারেখা ।
২২. পৃথিবীর পরিধি দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ কত ?
উ: ৩৬০ ডিগ্রী ।
২৩. কোন যন্রের সাহায্যে স্থানীয় সময় নির্ণয় করা যায় ?
উ: সেক্সট্যান্টট্যান্ট যন্রের সাহায্যে ।
২৪. গ্রিনিচের সঠিক সময় কী থেকে জানা যায় ?
উ: ক্রনোমিটার ঘড়ি দ্বাড়া ।
২৫. কর্কটক্রান্তির অবস্থান কত ডিগ্রীতে ?
উ: ২৩.৫ ডিগ্রী উত্তর অক্ষরেখায় ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    20 Views
    by bdchakriDesk
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    203 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]