Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3382
০১। বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প অবস্থিত
__ কক্সবাজার, বাংলাদেশ।
০২। ইউনিসেফের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি হাজারে নবজাতক শিশু মৃত্যুর হার
__ ৩০ জন।
০৩। বাংলাদেশের বনভূমি ও বৃক্ষ সম্পদ সমীক্ষা -২০১৯ অনুযায়ী বন আচ্ছাদিত এলাকার পরিমাণ মোট ভূমির
__ ১২.৮ শতাংশ।
০৪। দেশে বর্তমানে দারিদ্রের হার
__ ২০.৫%।
০৫। দেশে বর্তমানে চরম দারিদ্রের হার
__ ১০.৫%।
০৬। দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা
__ প্রায় ৯ কোটি।
০৭। এয়ার ভিজ্যুয়ালের তথ্যমতে, বায়ুদূষণে শীর্ষ শহর
__ ঢাকা।
০৮। খাদ্য উৎপাদনে বর্তমান বিশ্বে বাংলাদেশ
__ ১১ তম।
০৯। নারী - পুরুষ বৈষম্য কমানোর ক্ষেত্রে বর্তমান বিশ্বে বাংলাদেশ
__ ৫০ তম।
১০। নারী - পুরুষ বৈষম্য কমানোর ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় শীর্ষে
__ বাংলাদেশ।
১১। রাজনৈতিক ক্ষমতায়নে বর্তমান বিশ্বে বাংলাদেশ
__ সপ্তম।
১২। অর্থনীতিতে নারীর অংশগ্রহণ ও সুযোগ পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ
__ ১৪১ তম।
১৩। স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে বাংলাদেশ
__ ১১৯ তম।
১৪। বাংলাদেশের পণ্য আমদানির সবচেয়ে বড় বাজার
__ চীন।
১৫। বাংলাদেশের পণ্য রপ্তানির সবচেয়ে বড় বাজার
__ যুক্তরাষ্ট্র।
১৬। এশিয়া অঞ্চলে ইন্টারনেট ব্যবহারের দিক দিয়ে বাংলাদেশ
__ পঞ্চম।
১৭। 'IMF'র মতে, ক্রয় ক্ষমতা সামঞ্জস্য (পিপিপি) এর ভিত্তিতে বাংলাদেশ
__ ৩০ তম।
১৮। ২০১৯ সালে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছেন
__ মাহমুদুল্লাহ (২৯টি)।
১৯। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন
__ মোস্তাফিজুর রহমান (৩৯টি)।
২০। সম্প্রতি 'Cricinfo'র দশকসেরা ওয়ানডে একাদশে স্থান পান
__ বাংলাদেশের সাকিব আল হাসান।
২১। সম্প্রতি উইজডেনের দশকসেরা একাদশে স্থান পান
__ বাংলাদেশের সাকিব আল হাসান।
২২। ২০২০ সালে '৫ম এশিয়ান ভভিনাম চ্যাম্পিয়নশিপ ' অনুষ্ঠিত হবে
__ ঢাকা, বাংলাদেশ।
২৩। সম্প্রতি বিশ্ব ক্যারম র্যাংকিংয়ে ৫ম স্থান অধিকার করেছেন
__ বাংলাদেশের হেমায়েত মোল্লা।
২৪। সম্প্রতি ২১তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ পদক লাভ করে
__ ১০ টি।
২৫। ২০২১ সালে জুনিয়র এশিয়া কাপ হকি অনুষ্ঠিত হবে
__ ঢাকা, বাংলাদেশ।
২৬। 'বঙ্গবন্ধু বিপিএল-২০১৯' চ্যাম্পিয়ন
__ রাজশাহী রয়্যালস।
২৭। সম্প্রতি বাংলাদেশের যে খেলোয়াড় ' অলিম্পিক কোটা' অর্জন করেছে
__ রোমান সানা।
২৮। 'বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)' সংগঠনের মূল্যায়নে 'বর্ষসেরা ক্রিকেটার' হয়েছেন
__ সাকিব আল হাসান।
২৯। বর্ষসেরা ফুটবলার হয়েছেন
__ জামাল ভূইয়া।
৩০। বর্ষসেরা ক্রিড়াবিদ হয়েছেন
__ আর্চার রোমান সান

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]