Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#414
০১) সংকর ধাতু ব্রোঞ্জের উপাদান কী?
__উত্তর : তামা ও টিন।

০২) আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী?
__উত্তর : লুব্ধক।

০৩) মহাকর্ষ শক্তি দ্বারা একত্রে গ্রোথিত এক বিরাট নক্ষত্রমণ্ডলীকে কী বলে?
__উত্তর : গ্যালাক্সি বলে।

০৪) "ধ্রুবতারা" কোথায় দেখা যায়?
__উত্তর : উত্তর-গোলার্ধে।

০৫) “হ্যালির ধুমকেতু” আবার কত সালে দেখা যাবে?
__উত্তর : ২০৬২ সালে।

০৬) “চিংড়ি" কোন পর্বের প্রাণী?
__উত্তর : আর্থ্রোপোডা।

০৭) কম্পিউটারের কী-বোর্ডে কতটি
ফাংশন কী রয়েছে?
__উত্তর : ১২টি।

০৮) মানুষের দাঁত কত ধরনের?
__উত্তর : ৪ধরনের।

০৯) "হিপ্পার্কাস" ম্যাপ কী?
__উত্তর : নতুন মহাজাগতিক মানচিত্র।

১০) কম্পিউটার বাসের গতি মাপা হয় ?
__উত্তর : মেগাহার্টজে।

১১) “তেল বা চর্বি” এক ধরনের কী?
__উত্তর : এস্টার।

১২) কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি?
__উত্তর : বেগুনি।

১৩) মধ্যাকর্ষণ জনিত ত্বরণ সবচেয়ে বেশি কোথায়?
__উত্তর : ভূ-পৃষ্ঠে।

১৪) পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত কত?
__উত্তর : ১ঃ২।

১৫) “উড়োজাহাজের” গতি নির্ণয়ের যন্ত্রের নাম কী?
__উত্তর : ট্যাকোমিটার।

১৬) কুকুরের মুখের দাঁতের সংখ্যা কতটি?
__উত্তর : ৪৪টি।

১৭) কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম?
__উত্তর : সাদা।

১৮) কোন মাছে সবচেয়ে বেশি পরিমাণে আমিষ পাওয়া যায়?
__উত্তর : শুঁটকী মাছে।

১৯) কোন প্রাণীকে ডেভিল মাছ বলা হয়?
__উত্তর : অক্টোপাসকে।

২০) তাপ সঞ্চালনের দ্রুততম প্রকিয়ার নাম কী?
__উত্তর : বিকিরণ।

২১) “শৈবাল” কোন জাতীয় উদ্ভিদ?
__উত্তর : স্বভোজী।

২২) পূর্ণবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন কত?
__উত্তর : ৩০০ গ্রাম।

২৩) দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় কত তারিখে?
__উত্তর : ২১ জুনে (এই দিনকে অপসূর বলে)

২৪) "Big Bang” এর ফলে কী সৃষ্টি হয়েছে?
__উত্তর : সময়, স্থান, শক্তি ও পদার্থ।

২৫) "বটের" বীজের বিস্তার ঘটে কিসের সাহায্যে?
__উত্তর : পাখির সাহায্যে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    3503 Views
    by raja
    0 Replies 
    3142 Views
    by sajib
    0 Replies 
    3277 Views
    by sajib
    0 Replies 
    2437 Views
    by apple
    0 Replies 
    1769 Views
    by shohag

    নারী যে নারী প্রিয় কথা বলে-- প্রিয়ংবদা যে নারী[…]

    খোলস / চামড়া / শাবক হরিণের চামড়ার আসন-- অজিনাসন[…]

    ইচ্ছা হনন / হত্যা করার ইচ্ছা-- জিঘাংসা জানবার ইচ[…]

    ডাক অশ্বের ডাক-- হ্রেষা ময়ূরের ডাক-- কেকা বাঘে[…]