Page 1 of 1

কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ১২৬টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তোর

Posted: Wed Aug 01, 2018 11:46 pm
by masum
০১) স্বাধীন বাংলাদেশে কবে প্রথম 'ঈদ' উদযাপন করা হয়?
___২৭ জানুয়ারি, ১৯৭২(ঈদুল আযহা)
০২) সয়াবিন তেল আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
___২য়(১ম ভারত)
০৩) বাংলাদেশের প্রথম নারী "সলিসিটর" কে?
___জেসমিন আরা বেগম (PSC চেয়ারম্যান সাদিকের সহধর্মিনী)
০৪) বাংলাদেশের সেনাবাহিনির বর্তমান সেনাপ্রধান কে?
___জেনারেল আজিজ আহমেদ।
০৫) বর্তমানে(২০১৮) দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?
___১০২টি।
০৬) বর্তমানে(২০১৮) দেশে কতটি সেবা খাত রয়েছে?
___২১টি।
০৭) বর্তমানে VAT(Value Added Tax)বা মূল্য সংযোজন কর (মূসক) এর স্থর কতটি?
___৫টি(পূর্বে ছিল ৯টি)
০৮) "বিহঙ্গ দ্বীপ"কোথায় অবস্থিত?
___পাথরঘাটা, বরগুনা।
০৯) বর্তমানে(২০১৭) দেশে জনসংখ্যার বৃদ্ধির হার কত?
___১.৩৭%
১০) দেশে স্বাক্ষরতার হার ও প্রত্যাশিত গড় আয়ু কত?
___স্বাক্ষরতা-৭২.৩% এবং ৭২.০%
১১) "কলা" উৎপাদনে দেশের শীর্ষ জেলার নাম কী?
___টাঙ্গাইল
১২) "সয়াবিন" উৎপাদনে শীর্ষ জেলার নাম কী?
___লক্ষ্মীপুর।
১৩) "তামাক" উৎপাদনে শীর্ষ জেলার নাম কী?
___কুষ্টিয়া
১৪) "কমলা"উৎপাদনে শীর্ষ জেলার নাম কী?
___রাঙামাটি।
১৫) বার্বাডোজের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কী?
___মিয়া আমর মোটলি।
১৬) বর্তমানে তুরস্কে কোন পদ্ধতিতে শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে?
___প্রেসিডেন্ট শাসিত।
১৭) ৬ জুন,২০১৮ বিশ্বের প্রথম EPR পরমাণু প্রকল্পের কাজ শুরু করে কোন দেশ?
___চীন।
১৮) "EPR"এর পূর্ণরূপ কী?
___European Pressurized Reactor.
১৯) বর্তমানে খেঁজুর উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
___মিসর(রপ্তানিতে তিউনিসিয়া)