Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3363
১.দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন কে?
-ক্যারোলাস লিনিয়াস
২.দ্বিপদ নামকরণ করা হয় কোন ভাষায়?
-ল্যাটিন
৩.ICZN কি?
-International Comission of zoological Nomenclature
৪.ICBN এর পূর্ণরূপ কি?
-International code of botanical Nomenclature
৫.প্রানী জগতের প্রধান পর্ব কয়টি?
-১০টি
৬.প্রানীজগতের সর্বাবৃহৎ পর্ব কোনটি?
-Arthropoda
৭.শ্রেণীবিন্যাসের ধাপ কতটি?
-৭টি। যথা: জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, ও প্রজাতি।
৮.অমেরুদন্ডী প্রাণীর উদাহরণ দাও।
-হাইড্রা, কেঁচো, আরশোলা, মাকড়শা, মৌমাছি, রেশম পোকা
৯.অমর প্রানীর উদহরণ দাও।
-অ্যামিবা, হাইড্রা
১০.হাইড্রা নামকরনের তাৎপর্য কি?
-হাইড্রা একটি বহুমস্তক বিশিষ্ট কাল্পনিক দৈত্যের নাম। দৈত্যের মাথা কাটলে তার বদলে দুই বা ততোধিক মাথা গজাত। হাইড্রা ঐ দৈত্যের মতো হারানো অংশ সৃষ্টি করতে পারে। তাই অনেক সময় বহু মাথাওয়ালা সদস্য আবির্ভুত হয় ।
১১.কেঁচোকে প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কেন?
-লাঙ্গলের দ্বারা মাটিকে আলগা করা হয় যাতে মাটির ভিতর বায়ু প্রবেশ করতে পারে। কেঁচো মাটিকে আলগা করে মাটির ভিতর বায়ু প্রবেশের সহায়তা করে বলে একে প্রাকৃতিক লাঙ্গল বলা হয়।
১২.সর্বভুক প্রাণীর উদাহরণ দাও।
-আরশোলা, কুকুর, বিড়াল, মানুষ, কাক ইত্যাদি
১৩.মাকড়সার কয়টি পা?
-৮টি
১৪.পেস্ট কি?
-ক্ষতিকারক প্রতঙ্গকে পেস্ট বলে।
১৫.পেস্টের উদাহরণ দাও।
-ধান হলুদ মাজরা পোকা, ধানের পামরি পোকা, পাটের বিছাপোকা,পাটের চেলে পোকা।
১৬.উপকারী পতঙ্গের উদাহরণ দাও।
-রেশম মথ, মৌমাছি
১৭.একটি রাণী মৌমাছি কতবার ডিম পাড়ে?
-১০০০বার
১৮.প্রতি চাকে কতটি রাণী ও রাজা মৌমাছি থাকে?
-একটি রাণী মৌমাছি এবং কয়েকটি পুরুষ মৌমাছি থাকে
১৯.কর্মী মৌমাছি কি?
-এরা প্রকৃতপক্ষে স্ত্রী কিন্তু এরা বন্ধা
২০.মধু কিভাবে তৈরি হয়?
-কর্মী মৌমাছি ফুল থেকে পুষ্পসার সংগ্রহ করে । মৌমাছিদের পাকস্থলিতে এ রস থেকে পানি অপসারিত হয়ে মধুতে পরিণত হয়।
২১.মোম কিভাবে তৈরি হয়/
-কর্মী মৌমাছির দেহে অবস্থিত মোম গ্রন্থি থেকে নি:সৃত পদার্থ থেকে মোম তৈরি হয়।
২২.বিপুল ও সোনালি কী?
-উন্নত জাতের রেশম পোকা
২৩.কোন প্রাণী সবচেয়ে বেশি বাঁচে?
-কচ্ছপ (৫০০ বছর)
২৪.উভচর প্রাণীর বৈশিষ্ট্য লিখ।
-উভচর প্রাণীর বৈশিষ্ট্য হল-
-দেহ নগ্ন, সিক্ত ও গ্রন্থিযুক্ত
-লার্ভাবস্থায় ফুলকা, পূর্ণাঙ্গ অবস্থায় ফুসফুসের সাহায্যে শ্বাস নেয়।
২৫. উভচর প্রাণীর উদাহরণ দাও।
-ব্যাঙ
২৬.সরীসৃপের উদাহরণ দাও।
-সাপ
২৭.সবচেয়ে লম্বা সাপ কী?
-আনাকোন্ডা
২৮.সবচেয়ে বিষাক্ত সাপ কোনটি?
-কিং কোবরা
২৯.সাপ কিভাবে শুনতে পায়?
-জিহ্বার সাহায্যে
৩০.সবচেয়ে ছোট পাখি কি?
-হামিং বার্ড
৩১.সর্ববৃহৎ পাখি কি?
-উট পাখি
৩২.সর্ববৃহৎ সামুদ্রিক পাখি কি?
-অ্যালব্যাট্রোস
৩৩.সবচেয়ে বড় শিকারী প্রাণী কি?
-ক্যানডোর
৩৪.সবচেয়ে দ্রুতগামী পাখি কি?
-সুইফট বার্ড
৩৫.কোন পাখি উড়তে অক্ষম?
-কিউই পাখি, উট পাথি, এমু
৩৬.কোন পাখি কখনো বাসা তৈরি করতে পারে না?
-কোকিল
৩৭.ব্রয়লার কী?
-যে সকল মুরগী কেবল মাংস উৎপাদনে সক্ষম তাদের ব্রয়লার বলে?
৩৮.লেয়ার কি?
-ডিম পাড়া মুরগীকে লেয়ার বলে।
৩৯.হাইব্রো, স্টার ব্রো, ইন্ডিয়ান রোভাব, মিনিব্রো কি?
-উন্নত জাতের ব্রয়লার মুরগী
৪০.স্তন্যপায়ী প্রাণীর উদাহরণ দাও?
-মানুষ, বাঘ, তিমি, হাতি, বাদুড়, ডলফিন, বানর ইত্যাদি
৪১.সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণী কি?
-নীল তিমি
৪২.কোন স্তন্যপায়ী জীব ডিম পাড়ে?
-প্লাটিপ্লাস
৪৩.কোন স্তন্যপায়ী প্রাণী উড়তে পারে?
-বাদুড়
৪৪.বানরের কয়টি পা?
-চারটি
৪৫.হারিয়ানা, সিন্ধী, ফ্রিসিয়ান, হিসার কি?
-উন্নত জাতের গাভী
৪৬.কোন জাতীয় গাভী থেকে সবচেয়ে বেশি দুগ্ধ পাওয়া যায়?
-ফ্রিসিয়ান
৪৭.মানুষ কোন পর্বের অন্তর্ভুক্ত?
-Chordata
৪৮.মানুষের বৈজ্ঞানিক নাম কী?
-Homo Sapiens
৪৯.সর্ববৃহৎ প্রাণী কি?
-নীল তিমি
৫০.সর্ববৃহৎ স্থলচর প্রাণী কি?
-আফ্রিকার হাতি
৫১.বিশ্বের উচ্চতর প্রাণী কি?
-জিরাফ
৫২.বিশ্বের দ্রুততম প্রাণী কি?
-চিতাবাঘ
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2123 Views
    by tamim
    0 Replies 
    1735 Views
    by raja
    0 Replies 
    1666 Views
    by mousumi
    0 Replies 
    2124 Views
    by kajol
    0 Replies 
    1803 Views
    by raihan

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]