Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3337
০১. বাংলাদেশে কবে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয়?
উত্তরঃ ২০১০ সালে।
০২. নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৪৬.৭৩ কিমি.
## সার্বিক অগ্রগতি – ১৮ শতাংশ।
০৩. দেশে বর্তমানে মোট কতটি পৌরসভা রয়েছে?
উত্তরঃ ৩২৮টি।
০৪. সম্প্রতি দুর্নীতি দমন কমিশন প্রবাসী বাংলাদেশিদের জন্য কোন সেবা চালু করেছে?
উত্তরঃ কল ইনকামিং সার্ভিস (নম্বর - +8809612106106)।
## দেশের জন্য সার্ভিস নম্বর – 106.
০৫. দেশের সকল কারাগারে বর্তমানে মোট কত গুলো বন্দী আছে?
উত্তরঃ ৮৮ হাজার ৮৪ জন।
## ধারণক্ষমতা – ৪০ হাজার ৯৪৪ জন।
০৬. ভারতীয় সীমান্তের কাছে ‘তিনবিঘা করিডর’ কোথায় অবস্থিত?
উত্তরঃ পাটগ্রাম, লালমনিরহাট।
নোট: ‘তিনবিঘা করিডোর’ হল একটি স্বতন্ত্র ভূমি যা ভারতের মালিকানাধীন তিন বিঘা জায়গার মধ্যে অবস্থিত। এটি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেঘলিগঞ্জ মহকুমা ও বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে অবস্থিত।
০৭. বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে কোন দেশ সর্বপ্রথম জাতীয় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড স্থাপন করে?
উত্তরঃ বাংলাদেশ।
০৮. বাংলাদেশে কবে সাধারণ বীমা ও জীবন বীমা নামে দুটি কর্পোরেশন প্রতিষ্ঠা করা হয়?
উত্তরঃ ১৪ মে, ১৯৭৩.
## মোট বীমা কোম্পানি – ৭৮টি (সাধারণ বীমা – ৪৬টি এবং জীবন বীমা – ৩২টি)।
## রাষ্ট্রায়ত্ত বীমা কর্পোরেশন – ২টি (সাধারণ বীমা কর্পোরেশন ও জীবন বীমা কর্পোরেশন)।
০৯. দেশে বর্তমানে কয়টি বানিজ্যিক ব্যাংকের কার্যক্রম চলছে?
উত্তরঃ ৫৯টি।
## চূড়ান্ত অনুমোদন পাওয়া সর্বশেষ বানিজ্যিক ব্যাংক ‘বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক’ ২০২০ সালের জুনে কার্যক্রম শুরু করবে।
## এই ব্যাংকের কার্যক্রম শুরু হলে দেশের মোট বানিজ্যিক ব্যাংকের সংখ্যা দাঁড়াবে – ৬০টিতে।
১০. ২০১৯-২০ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড কী পরিমাণ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে?
উত্তরঃ ৩ লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা।
## ২০১৮-১৯ অর্থবছরে মোট আদায় – ২ লাখ ২৩ হাজার ৮৯২ কোটি টাকা।
১১. কর আদায়ের জন্য বর্তমানে সারা দেশে মোট কতটি কর অঞ্চল রয়েছে?
উত্তরঃ ৩২টি।
## কর সার্কেল – ৬৫০টি।
১২. উপমহাদেশে ডাকঘর সঞ্চয় স্কিম কবে চালু করা হয়?
উত্তরঃ ১৮৭২ সালে।
## বাংলাদেশে চালু হয় – ১৯৭৪ সালে।
১৩. ২০১৯-২০ অর্থবছরে দেশের ব্যাংকগুলো কৃষিখাতে কত টাকা বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে?
উত্তরঃ ২৪ হাজার ১২৪ কোটি টাকা।
১৪. দেশের সাবেক ‘ফারমার্স ব্যাংক’ কবে ‘পদ্মা ব্যাংক’ নামধারণ করে?
উত্তরঃ ২০১৯ সালে।
১৫. দেশের সরকারি ব্যাংকগুলো কবে কোম্পানি হিসেবে রূপান্তরিত হয়েছে?
উত্তরঃ ২০০৭ সালে।

আন্তর্জাতিক বিষয়াবলী
০১. প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো কবে ভারত সফরে আসেন?
উত্তরঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২০.
০২. ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর নাম কী?
উত্তরঃ Special Protection Group (SPG).
০৩. চীনের বাইরে কোন দেশে সবচেয়ে বেশি করোনাভাইরাস সংক্রমিত হয়েছে?
উত্তরঃ দক্ষিণ কোরিয়া।
০৪. দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
উত্তরঃ মুন জায়ে-ইন।
০৫. ইউরোপের কোন দেশে সবচেয়ে বেশি করোনাভাইরাস সংক্রমিত হয়েছে?
উত্তরঃ ইতালি।
০৬. ব্রিটিশ যুবরাজ প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের উপাধি কি ছিল?
উত্তরঃ সাসেক্স রয়্যাল।
০৭. ভারত সরকার কবে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেছে?
উত্তরঃ ৫ অক্টোবর, ২০১৯.
০৮. ভারতের বর্তমান প্রতিরক্ষামন্ত্রীর নাম কী?
উত্তরঃ রাজনাথ সিং।
০৯. জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘের ২৬তম শীর্ষ সম্মেলন ‘COP-26’ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ গ্লাসগো, স্কটল্যান্ড, যুক্তরাজ্য।
## তারিখ: ৯–১৯ নভেম্বর, ২০২০.
## COP-25 – মাদ্রিদ, স্পেন, ২০১৯.
১০. যুক্তরাজ্য সরকারের দাতা সংস্থার নাম কী?
উত্তরঃ Department for International Development (DFID).
১১. বিশ্বের দীর্ঘতম কনটেইনার শিপিং কোম্পানির নাম কী?
উত্তরঃ মেয়ারর্সক লাইন (Maersk Line), ডেনমার্ক।
বিজ্ঞান ও প্রযুক্তি
০১. অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণের নাম কী?
উত্তরঃ অ্যান্ড্রয়েড ১১.
## উন্মুক্ত করা হবে – সেপ্টেম্বর, ২০২০.
০২. গুগলের ই-মেইল পরিষেবার নাম কী?
উত্তরঃ জিমেইল।
০৩. ‘Geography’ শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন?
উত্তরঃ ইরাটোসথেনিস।
০৪. আধুনিক ভুগলের জনক বলা হয় কাকে?
উত্তরঃ কার্ল রিটার।
০৫. কে সর্ব প্রথম পরমাণু নামকরণ করেন?
উত্তরঃ ডেমোক্রিটাস।
০৬. কার্বনের কয়টি আইসোটোপ রয়েছে?
উত্তরঃ ৩টি।
করোনাভাইরাস COVID-19 আপডেট - (2019-nCoV)
২৩ ফেব্রুয়ারি, ২০২০ পর্যন্ত – সারা বিশ্বে (৪৫তম দিন)
মৃত্যু – ২ হাজার ৪৪২ জন (চীনের বাইরে ২০ জন)।
আক্রান্ত – ৭৬ হাজার ৯৩৬ জন (চীনের বাইরে ৭০০ এর মতো)।
সংক্রমণের বিস্তার – বিশ্বের প্রায় ৩০টি দেশ ও অঞ্চলে।
খেলাধুলা
০১. মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কে?
উত্তরঃ সাকিব আল হাসান (৬৩টি)।
০২. বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন কে?
উত্তরঃ তামিম ইকবাল।
## ৭, ৮, ৯, ১০, ১১ ও ১২ হাজারেও বাংলাদেশের প্রথম তিনি।
০৩. জুনিয়র এশিয়া কাপ হকি ২০২০ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ঢাকা, বাংলাদেশ।
সময়ঃ ৪-১২ জুন, ২০২০.
০৪. এ পর্যন্ত (২২ ফেব্রুয়ারি, ২০২০) কত জন ফুটবল খেলোয়াড় ক্লাব ও জাতীয় দলের হয়ে ১০০০ ম্যাচ খেলেছেন?
উত্তরঃ ২০ জন।
## সর্বশেষ খেলোয়াড় – ক্রিস্টিয়ানো রোনালদো, জুভেন্টাসের পর্তুগিজ খেলোয়াড়।
## এই তালিকার দুই জন খেলোয়াড় এখনও খেলছেন, তাঁরা হলেন - ক্রিস্টিয়ানো রোনালদো, জুভেন্টাসের পর্তুগিজ খেলোয়াড় এবং জিয়ানলুইজি বুফন, জুভেন্টাসের ইতালিয়ান খেলোয়াড়।

সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    83 Views
    by rafique
    0 Replies 
    391 Views
    by sajib
    0 Replies 
    228 Views
    by kajol
    0 Replies 
    826 Views
    by rajib
    0 Replies 
    212 Views
    by shohag
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]