Let's Discuss!

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3336
1. বর্তমানে জনসংখ্যায় বাংলাদেশ পৃথিবীতে কততম অবস্থানে.?
উত্তর : ৮ম দেশ।
2. মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নম্বর সেক্টর ছিল.?
উত্তর : ৮ নম্বর সেক্টর।
3. মাটি থেকে ভলিবল নেটের দূরত্ব কত.?
উত্তর : ৮ ফুট।
4. বিশ্বে পারমাণবিক শক্তির অধিকারী দেশ কয়টি.?
উত্তর : ৮টি।
5. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে..??
উত্তর : ৮ মিনিট ২০ সেকেন্ড।
6. বিশ্ব সাক্ষরতা দিবস কবে.? উত্তর : ৮ সেপ্টেম্বর।
7. ডি-৮ এর সদস্য দেশ কয়টি.? উত্তর : ৮টি।
8. রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের কোন অনুচ্ছেদে.? উত্তর : ৮ নম্বর।
9. মধ্য আমেরিকার দেশ কয়টি.? উত্তর : ৮টি।
10. সার্কের সদস্য দেশ কয়টি.? উত্তর : ৮টি।
11. আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়?
উত্তর : ৮ মার্চ।
12. রংপুর এবং রাজশাহী বিভাগে জেলা আছে-
উত্তর : ৮টি করে।
13. সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত.?
উত্তর : ৮ বর্গ কিলোমিটার।
14. বান কি মুন ছিলেন জাতিসংঘের কততম মহাসচিব.?
উত্তর : ৮ম মহাসচিব।
15. Millennium Development Goal- এর লক্ষ্য কয়টি.?
উত্তর : ৮টি।
16. বিশ্ব রেডক্রস দিবস কবে পালিত হয়.?
উত্তর : ৮ মে।
17. বাংলাদেশে মোট সার কারখানা কয়টি.?
উত্তর : ৮টি।
18. বাংলাদেশে মোট সরকারি ইপিজেডের সংখ্যা কত.?
উত্তর : ৮টি।
19. অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কয়টি.?
উত্তর : ৮টি।
20. মাকড়সার পা কয়টি.?
উত্তর : ৮
21. "ফোকেটিং" কী?
উত্তর: ডেনমার্কের আইনসভা
22. "Cozy Bear"কী?
উত্তর: একটি হ্যাকার গ্রুপ
23. "জিরোসাম গেম" কী?
উত্তর: উদারতাবাদ আন্তর্জাতিক সম্পর্কে তত্ত্ব
24. "বাফার স্টেট" কী?
উত্তর: দুটি শক্তিশালী দেশের মধ্যে অবস্থিত দুর্বল দেশ
25. "Black Lives Matter" কী?
উত্তর: বর্ণবাদ বিরোধী আন্দোলন
26. "Extradition trraty" কী?
উত্তর: অপরাধী প্রত্যর্পণ চুক্তি
27. "নিউজিয়াম" কী?
উত্তর: মিডিয়ার নানাধর্মী বিষয় ও উপাদান নিয়ে গঠিত মিউজিয়াম
28. "রেঞ্জার্স" কী?
উত্তর: পাকিস্তান সীমান্ত বাহিনির নাম
29. "ফ্রন্টটেক্স"কী?
উত্তর: EU এর সীমান্ত বাহিনি
30. "ট্যাক্স হলিডে" কী?
উত্তর: ট্যাক্স খেলাপিদের জন্য আইন

    : Bangla ০১. রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘মতিচ[…]

    ১. গোল্ডেন ট্রায়াঙ্গেল হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার ত[…]

    অর্থনীতি বিষয়ক তথ্য ১. আধুনিক অর্থনীতির প্রধানত দ[…]