Page 1 of 1

মু‌ক্তিযুদ্ধ‌ভি‌ত্তিক উপন্যাসঃ পর্ব০২

Posted: Fri Sep 11, 2020 7:25 pm
by Jakiyasoc14
স্থাপত্যঃ
১.জাতীয় স্মৃ‌তি‌সৌধ;সাভার;সৈয়দ মইনুল হো‌সেন।
২.বু‌দ্ধিজীবী স্মৃ‌তি‌সৌধ;মিরপুর;মোস্তফা হারুন কুদ্দুস হি‌লি।
৩.স্বোপা‌র্জিত স্বাধীনতা;ঢা‌বি;শামীম শিকদার;
৪.সংশপ্তক;জা‌বি.
৫.অপরা‌জেয় ব‌াংলা;ঢা‌বি;সৈয়দ আবদুল্লাহ খা‌লেদ।
গানঃ
১.মোরা এক‌টি ফুল‌কে বাচাব;গো‌বিন্দ হালদার।
২.জন্ম আমার ধন্য হল;নাঈম গহর।
৩.জনতার সংগ্রাম চল‌বেই;সিকানদার আবু জাফর।
৪.শুন এক‌টি মু‌জিবু‌রের;গৌ‌রিপ্রসন্ন মজুমদার।
৫.নোঙ্গর তোল তোল;নাঈম গহর।
এবার ভাষা আন্দোলন‌ভি‌ত্তিকঃ
উপন্যাসঃ
১.আ‌রেক ফাল্গুন;জ‌হির রায়হান।
২.আর্তনাদ;শওকত ওসমান।
৩.নিরন্তর ঘন্টাধ্ব‌নি;সে‌লিনা হো‌সেন।
গল্প ও ছোটগল্পঃ
১.একু‌শের গল্প;জ‌হির রায়হান।
২মৌন নয়;শওকত ওসমান।
৩.পণ্ডশ্রম;আবু ইসহাক।
নাটকঃ
১.কবর ;মুনীর চে‌ৗধুরী।
সা‌হিত্য সংকলনঃ
১.একু‌শে ফেব্রুয়া‌রি;হাসান হা‌ফিজুর রহমান।
চল‌চ্চিত্রঃ
১.জীবন থে‌কে নেয়া;জ‌হির রায়হান।
২.Let there be light;জ‌হির রায়হান।
ক‌বিতা ও ছড়াঃ
১.কাঁদ‌তে আসি‌নি,ফাঁসির দা‌বি নি‌য়ে এসে‌ছি;মাহবুব উল আলম চৌধু‌রী।
২.শহীদ স্মর‌নে;মো.ম‌নিরুজ্জ‌ামান।
৩.সংগ্রাম চল‌বেই;সিকানদার আবু জাফর।
৪.স্মৃ‌তিস্তম্ভ;আলাউ‌দ্দিন আল আজাদ।
৫.একু‌শের ক‌বিতা;আল মাহমুদ।
গানঃ
১.আমার ভাই‌য়ের র‌ক্তে রাঙ্গা‌নো;আবদুল গাফফার চৌধুরী।
২.বাংলা বি‌নে গ‌তি নাই;আবদুল ল‌তিফ।
৩.ওরা আমার মু‌খের ভাষা কাইরা নি‌তে চায়;আবদুল ল‌তিফ।
৪.জা‌গি‌ছে‌ প্রভাত;জসীমউদদীন।
এছাড়া ভাষা আন্দোলন নি‌য়ে চিত্রকল্প ক‌রে‌ছেন,
শিল্পাচার্য জয়নুল,কামরুল হাসান,হা‌মিদুজ্জামান সহ অনে‌কে।

Collected:-