Let's Discuss!

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3260
১) করোনা ভাইরাস সর্বপ্রথম কত সালে আবিষ্কৃত হয়েছিল?
উত্তর ঃ ১৯৬০ সালে।
২) করোনা ভাইরাস ১ম কোথায় আবিষ্কৃত হয়েছিল?
উত্তর ঃ মালেশিয়া।
৩) Corona শব্দটি কোন ধরনের?
উত্তর ঃ লাতিন।
৪) করোনা শব্দের অর্থ কি?
উত্তর ঃ পুষ্পমাল্য বা পুষ্পমুকুট।
৫) সসম্প্রতি কোথায় থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পরেছে?
উত্তর ঃ চীনের হুবেই প্রদেশের উহান থেকে।
৬) কত তারিখে উহানে ভাইরাস টি সনাক্ত করা হয়?
উত্তর ঃ ৩১ শে ডিসেম্বর ২০১৯।
৭) এ পর্যন্ত কতটি দেশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে?
উত্তর ঃ ১৫৯ টি।
৮) করোনা ভাইরাসের নাম কি?
উত্তর ঃ কোভিড-১৯ ( Covid-19) যা নভেল করোনা ভাইরাস নামে পরিচিত।
৯) এ পর্যন্ত করোনা ভাইরাসের কতটি টাইপ সনাক্ত হয়েছে?
উত্তর ঃ ৭ টি।
১০) সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কোন কোন দেশ?
উত্তর ঃ চীন এবং ইতালি।
১১) কোন সংস্থা করোনা ভাইরাসকে প্যানডেমিক বা মহামারি হিসেবে ঘোষণা করেছে?
উত্তর ঃ (WHO) World health organisation.
১২) আজকে পর্যন্ত চীন ও ইতালিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা -
১০০০০০+,২৭৯৮০ এবং ৩০০০+,২১৫৮ জন।
১৩) কত তারিখে (Who) করোনা ভাইরাসকে প্যানডেমিক বা মহামারী হিসেবে ঘোষণা করেছে?
১১ ই মার্চ ২০২০.
১৪) এ পর্যন্ত কতজন বাংলাদেশী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে সনাক্ত করা হয়?
উত্তর ঃ ৮ জন।তাদের মধ্যে ১ জন নোয়াখালীর বাসিন্দা, সোহরাওয়ার্দী মেডিকেল থেকে পালিয়েছে।

সংগৃহীত:-
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  735 Views
  by shahan
  0 Replies 
  158 Views
  by awal
  0 Replies 
  230 Views
  by rekha
  0 Replies 
  107 Views
  by Rabeyaakther16
  0 Replies 
  223 Views
  by rafique

  : Bangla ০১. রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘মতিচ[…]

  ১. গোল্ডেন ট্রায়াঙ্গেল হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার ত[…]

  অর্থনীতি বিষয়ক তথ্য ১. আধুনিক অর্থনীতির প্রধানত দ[…]