Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3234
প্রশ্ন: বাংলাদেশে কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলিত?
উঃ সার্বভৌম প্রজাতন্ত্র।
-
প্রশ্ন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি?
উঃ সংবিধান।
-
প্রশ্ন: কোন দেশের কোন লিখিত সংবিধান নাই?
উঃ বৃটেন, নিউজিল্যান্ড, স্পেন ও সৌদি আরব।
-
প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?
উঃ ভারত।
-
প্রশ্ন: বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের?
উঃ আমেরিকা।
-
প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে?
উঃ ২৩ মার্চ, ১৯৭২।
-
প্রশ্ন: বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়?
উঃ ১২ অক্টোবর, ১৯৭২।
-
প্রশ্ন: গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়?
উঃ ০৪ নভেম্বর,১৯৭২।
-
প্রশ্ন: কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়?
উঃ ১৬ ডিসেম্বর, ১৯৭২।
-
প্রশ্ন: বাংলাদেশে গনপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?
উঃ ১০ এপ্রিল, ১৯৭২।
-
প্রশ্ন: সংবিধান প্রনয়ণ কমিটি কতজন সদস্য নিয়ে গঠন করা হয়?
উঃ ৩৪ জন।
-
প্রশ্ন: সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন?
উঃ ডঃ কামাল হোসেন।
-
প্রশ্ন: সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন?
উঃ বেগম রাজিয়া বেগম।
-
প্রশ্ন: বাংলাদেশ সংবিধানের কয়টি পাঠ কয়েছে?
উঃ ২ টি। বাংলা ও ইংরেজি।
-
প্রশ্ন: কি দিয়ে বাংলাদেশের সংবিধান শুরু ও শেষ হয়েছে?
উঃ প্রস্তাবনা দিয়ে শুরু ও ৪টি তফসিল দিয়ে শেষ।
-
প্রশ্ন: বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে?
উঃ ১১ টি।
-
প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ/ধারা কতটি?
উঃ ১৫৩ টি।
-
প্রশ্ন: বাংলাদশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক কে?
উঃ আবদুর রাউফ।
-
প্রশ্ন: প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম?
উঃ প্রধান বিচারপতির নিয়োগ দান।
-
প্রশ্ন: রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর?
উঃ কার্যভার গ্রহনের কাল থেকে ৫ বছর।
-
প্রশ্ন: একজন ব্যক্তি বাংলাদশের রাষ্ট্রপতি হতে পারবেন কত মেয়াদকাল?
উঃ ২ মেয়াদকাল।
-
প্রশ্ন: কার উপর আদালতের কোন এখতিয়ার নেই?
উঃ রাষ্ট্রপতি।
-
প্রশ্ন: জাতীয় সংসদের সভাপতি কে?
উঃ স্পিকার।
-
প্রশ্ন: রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগ পত্র লিখবেন?
উঃ স্পিকারের উদ্দেশ্যে।
-
প্রশ্ন: প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে?
উঃ রাষ্ট্রপতি।
-
প্রশ্ন: এ্যার্টনি জেনারেল পদে নিয়োগ দান করেন কে?
উঃ রাষ্ট্রপতি।

সংগৃহীত:-

     হোয়াংহো নদী কোথায় অবস্থিত?-উঃ চীন।  হোয়াংহো[…]

    ২৬. রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে কোথায়?-[…]

     উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমা[…]

     শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে?-উঃ কায়কোব[…]