Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#400
০১) স্বাধীন বাংলাদেশে কবে প্রথম 'ঈদ'
উদযাপন করা হয়?
___২৭ জানুয়ারি, ১৯৭২(ঈদুল আযহা)
০২) সয়াবিন তেল আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
___২য়(১ম ভারত)
০৩) বাংলাদেশের প্রথম নারী "সলিসিটর"
কে?
___জেসমিন আরা বেগম (PSC চেয়ারম্যান সাদিকের সহধর্মিনী)
০৪) বাংলাদেশের সেনাবাহিনির বর্তমান সেনাপ্রধান কে?
___জেনারেল আজিজ আহমেদ।
০৫) বর্তমানে(২০১৮) দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?
___১০২টি।
০৬) বর্তমানে(২০১৮) দেশে কতটি সেবা খাত রয়েছে?
___২১টি।
০৭) বর্তমানে VAT(Value Added Tax)বা মূল্য সংযোজন কর (মূসক) এর স্থর কতটি?
___৫টি(পূর্বে ছিল ৯টি)
০৮) "বিহঙ্গ দ্বীপ"কোথায় অবস্থিত?
___পাথরঘাটা, বরগুনা।
০৯) বর্তমানে(২০১৭) দেশে জনসংখ্যার বৃদ্ধির হার কত?
___১.৩৭%
১০) দেশে স্বাক্ষরতার হার ও প্রত্যাশিত গড় আয়ু কত?
___স্বাক্ষরতা-৭২.৩% এবং ৭২.০%
১১) "কলা" উৎপাদনে দেশের শীর্ষ জেলার নাম কী?
___টাঙ্গাইল
১২) "সয়াবিন" উৎপাদনে শীর্ষ জেলার নাম কী?
___লক্ষ্মীপুর।
১৩) "তামাক" উৎপাদনে শীর্ষ জেলার নাম কী?
___কুষ্টিয়া
১৪) "কমলা"উৎপাদনে শীর্ষ জেলার নাম কী?
___রাঙামাটি।
১৫) বার্বাডোজের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কী?
___মিয়া আমর মোটলি।
১৬) বর্তমানে তুরস্কে কোন পদ্ধতিতে শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে?
___প্রেসিডেন্ট শাসিত।
১৭) ৬ জুন,২০১৮ বিশ্বের প্রথম EPR পরমাণু প্রকল্পের কাজ শুরু করে কোন দেশ?
___চীন।
১৮) "EPR"এর পূর্ণরূপ কী?
___European Pressurized Reactor.
১৯) বর্তমানে খেঁজুর উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
___মিসর(রপ্তানিতে তিউনিসিয়া)
২০) "আল কুদস"কী?
___জেরুজালেম শহরের অপর নাম।
২১) রাশিয়া বিশ্বকাপ ফুটবল-১৮ এর প্রথম গোলদাতা ও শততম গোলদাতা কে?
___ ইউরি গাজিনস্কি ও মেসি।
২২) ২৩তম ফুটবল বিশ্বকাপ ২০২৬ তে কতটি দেশে অনুষ্ঠিত হবে?
___৩টি(যুক্তরাষ্ট্র, কানাডা,ম্যাক্সি
কোতে)
২৩) ২৩তম ফুটবল বিশ্বকাপ ২০২৬ এ কতটি দেশ খেলবে?
___৪৮টি।
২৪) কতটি ম্যাচ অনুষ্ঠিত হবে?
___৮০টি
২৫) কতটি শহরে অনুষ্ঠিত হবে?
___১৬টি(যুক্তরাষ্ট্রের ১০টি,কানাডা ও ম্যাক্সিকোর ৬টি শহরে অনুষ্ঠিত হবে)
২৬) ফাইনাল হবে কোন স্টেডিয়ামে?
___মেডলাইট স্টেডিয়াম, নিউইর্য়ক,যুক্তরাষ্ট্র।
২৭) ৭ম নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
___বাংলাদেশ।
২৮) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান কোর্চ কে?
___স্টিভ রোডস(ইংল্যান্ড)
২৯) "২০১৮ রাশিয়া"বিশ্বকাপের নকআউট পর্বের বলের নাম কী?
___টেলস্টার মেচতা (গ্রুপ পর্বে টেলস্টার-১৮ ছিল)
৩০) বর্তমানে দেশে চালু থাকা সরকারি বিশ্ববিদ্যালয় কতটি?
___৪১টি।

৩১) "২০১৮-১৯"অর্থ বছরে মোট বাজেট কত?
___৪,৬৪,৫৭৩ কোটি টাকা।
৩২) "ধান" উৎপাদনে শীর্ষ জেনার নাম কী?
___ময়মনসিংহ।
৩৩) "আম"উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
___দিনাজপুর।
৩৪) বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশের নাম কী?
___যুক্তরাজ্য।
৩৫) বর্তমানে দেশে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কতজন?
___১০৯০ জন।
৩৬) তুরস্কেন আইনসভার বর্তমান আসন সংখ্যা কত?
___৬০০টি।
৩৭) আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা(IAEA)এর বর্তমান সদস্য কত?
___১৭০টি।
৩৮) বিশ্বের কোন দেশ সর্বাধিক বিনিয়োগ পেয়েছে ও বিশ্বব্যাপী বিনিয়োগ করেছে?
___যুক্তরাষ্ট্র।
৩৯) প্রতি লাখে আত্মহত্যায় শীর্ষ দেশ কোনটি?
___লিথুনিয়া
৪০) প্রতি হাজারে HIV আক্রান্তে শীর্ষ দেশের নাম কী?
___লেসেথো।
৪১) প্রতি লাখে বায়ু দূষণ জনিত কারণে মৃত্যুতে শীর্ষ দেশের নাম কী?
___সিয়েরা লিওন।
৪২) সেনাবাহিনি ও বিমানবাহিনীর নতুন সেনাপ্রধান আজিজ আহমেদ দেশের কততম?
___১৬তম(৩ বছর মেয়াদে)
৪৩) ঐতিহাসিক ৬ দফা দিবস কত তারিখে?
___৭ জুনে।
৪৪) ২০১৮ সালে আলোকচিত্র শিল্পের জন্য দেওয়া হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড লাভ করেন কে?
___বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম।
৪৫) হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড কত সাল থেকে দেওয়া হচ্ছে?
___২০০৩ সাল থেকে।
৪৬) কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস "আয়েশামঙ্গল" কে কী নামে ইংরেজি অনুবাদ করেন?
___সাংবাদিক ইনাম আহমেদ"The Ballad of Ayesha"।
৪৭) বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার আত্মজীবনীমূলক বইয়ের নাম কী?
___Unfinished.
৪৮) ২০১৮ সালের ৮ম সার্ক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির নাম কী?
___তৌকীর আহমেদের "হালদা"।
৪৯) বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে রচিত সহিদ রাহমানের কাহিনিচিত্রের নাম কী?
___মহামানবের দেশে।
৫০) বিশ্ব অর্থনীতির সাত পরাশক্তির জোট G7 সম্মেলন কততম ছিল?
___৪৪তম আয়োজন(৮-৯জুন কানাডা)

(পৃষ্ঠা ১-১০)
৫১) নিউইয়র্কভিত্তিক গবেষণা সংস্থা
"মার্সার"এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ব্যয়বহুল শহরের নাম কী?
___হংকং(চীন) ২য় টোকিও।
৫২) "মার্সার"এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ব্যয়বহুল শহরের মধ্যে ঢাকা কততম?
___৬৬তম(কম উজবেকিস্তান)
৫৩) গণতন্ত্র সূচকে শীর্ষদেশ কোনটি?
___নরওয়ে(সর্বনিম্নন উ.কোরিয়া।
৫৪) ১৭৮টি দেশের মধ্যে গণতন্ত্র সূচকে বাংলাদেশ কততম?
___১৩৫
৫৫) বিশ্বে নারীদের জন্য সবচেয়ে বিপজ্জন দেশ কোনটি?
___ভারত(২য় আফগানিস্তান)
৫৬) সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশের নাম কী?
___ফ্রান্স।
৫৭) সাইবার নিরাপত্তা সূচকে ১০০টি দেশের মধ্যে বাংলাদেশ কততম?
___৭৩তম।
৫৮) বিশ্বের শীর্ষ ধনী খেলোয়ার কে?
___মার্কিন বক্সার ফ্লয়েড মেওয়েদার। (২য় মেসি,৩য় রোনালদো)
৫৯) বিশ্বে মানবিক সহায়তায় শীর্ষ দেশের নাম কী?
___তুরস্ক।
৬০) বিশ্বের প্রবীণতম যোগগুরুর নাম কী?
___ভারতের তামিলনাড়ুর বাসিন্দা (ভি নানাম্মল(বয়স ৯৯)
৬১) ফিনল্যান্ডের রাজধানীর নাম কী?
___হেলসিংকি।
৬২) রাশিয়া বিশ্বকাপে ব্যবহৃত নতুন প্রযুক্তি VAR ও GLT এর পূর্ণরূপ কী?
___VAR=Video Assistant Referee.
___GLT=Goal Line Technology.
৬৩) বাংলাদেশ সরকার কত সাল থেকে ৫ বছরের জন্য জাতীয় অধ্যাপক নিয়োগ দিচ্ছে?
___১৯৭৫ সাল থেকে।
৬৪) এ পর্যন্ত মোট কতজন সম্মানিত ব্যক্তি জাতীয় অধ্যাপক হয়েছেন?
___২৬ জন।
৬৫) বর্তমানে দেশে কতটি সরকারি হাইস্কুল রয়েছে?
___৪০৬টি।
৬৬) ১৯৪৯ সালের ২৩ জুন "আওয়ামী
মুসলিম লীগ"গঠিত হওয়ার পর কত সালে "মুসলিম"কথাটি বাদ দিয়ে "আওয়ামী লীগ"নামকরণ করা হয়?
___১৯৫৫ সালে।
৬৭) দেশে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি?
___৪১টি ও ১০২টি।
৬৮) বাংলাদেশের পতাকাবাহী প্রথম বিশ্বজয়ী নারী পরিব্রাজকের নাম কী?
___নাজমুন নাহার সোহাগী(লক্ষ্মীপুর)
৬৯) বাংলাদেশ কত সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণ করছেন?
___১৯৮৯ সাল থেকে(বর্তমানে ২য়)
৭০) জাতিসংঘে বাংলাদেশী শান্তিরক্ষী প্রেরণ এ পর্যন্ত কত জন শহীদ হয়েছেন?
___১৪৩ জন।
৭১) "মেসিডোনিয়া"দেশটি কত সালে স্বাধীন হয় ও কতটি দেশ স্বীকৃতি দেয়?
___১৯৯১ সালে ও ১৪০টি দেশ।
৭২) ফিলিপাইনের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
___রদ্রিগো দোতার্তে।
৭৩) বর্তমান বিশ্বের ১ নম্বর ধনী কে?
___বেজোস(আমাজন),
২য় বিল গ্রেটস,৩য় মার্ক জুকারবার্গ।
৭৪) কোন কোন দেশে নারীদের মুখঢাকা,
পর্দাপ্রথা বা হিজাব নিষিদ্ধ?
___ডেনমার্ক, নেদারল্যান্ডস, ফ্রান্স,
বেলজিয়াম,বুলগেরিয়া, ও জার্মানিতে ।
৭৫) বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর সুপার কম্পিউটারের নাম কী?
___টাইটান।
৭৬) বিশ্বের সবচেয়ে(প্রক্রিয়াধিন) দ্রুতগতির সুপার কম্পিউটারের নাম কী?
___সামমিট(যুক্তরাষ্ট্র) পূর্বে ছিল চীনের।
৭৭) বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় সন্তান জন্ম দিয়েছিলেন কে?
___বেনজির ভুট্টো-১৯৯০,২য় জাসিন্দা।
৭৮) বর্তমানে বিশ্বের কতটি দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন নারী?
___১৮টি।
৭৯) কলম্বিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
___ইভান ডুকো।
৮০) তুরস্কের প্রথম নির্বাচিত প্রেসিডেন্টের নাম কী?
___রিসেপ তায়েপ এরদোগান।
(পৃষ্ঠা ১১-২৫)
৮১) উত্তর কোরিয়া কোন দেশ থেকে কত সালে স্বাধীন হিসেবে আত্মপ্রকাশ করে?
___জাপান থেকে ১৯৪৫ সালের ১৫ আগস্টে।রাশিয়ার সমর্থনপুষ্ট।
৮২) উত্তর কোরিয়া কত ডিগ্রি উত্তর অক্ষরেখায় বিভাজিত?
___৩৮ডিগ্রি।
৮৩) উত্তর কোরিয়াসহ বিশ্বের কতটি দেশ 'হাইড্রোজেন'বোমার পরীক্ষা চালিয়ে ছিল?
___৬টি দেশ।
৮৪) ডোনাল ট্রাম্প ও কিম জং উনের শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?
___সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপে।
৮৫) সিঙ্গাপুরের কোন দ্বীপকে "শান্তির দ্বীপ"বলা হয়?
___সেন্তোসা(৫০০ হেক্টর জায়গা)
৮৬) ১৯৭০ সালে মৃত্যুর দ্বীপ থেকে "সেন্তোসা"নামকরণ করা "সেন্তোসা" শব্দের অর্থ কী?
___সন্ধি ও শান্তি।
৮৭) সিঙ্গাপুর কতটি দ্বীপ নিয়ে গঠিত?
___৬৩টি
৮৮) ট্রাম - উনের বৈঠকে ব্যবহৃত টেবিলটির বয়স কত?
___৮০ বছর।৪.৫ মিটার দীর্ঘ।
৮৯) বিশ্ব সক্ষমতা সূচকে ভারতের অবস্থান কত?
__৪৪তম(সার্কের কোন দেশ স্থান পায়নি)
৯০) বাংলাদেশে শীর্ষ বিনোয়োগ করা ৫টি দেশের নাম কী/
___যুক্তরাজ্য,সিঙ্গাপুর,হংকং,দ
.কোরিয়া,
ও তাইওয়ান,ভারত,যুক্তরাষ্ও তাইওয়ান,ভারত,যুক্তরাষ্ট্র,চীন।
৯১) বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশ কততম?
___১৩৬(শীর্ষে আইসল্যান্ড)
৯২) বিশ্ব তামাকবিরোধী দিবস কবে?
___৩১ মে,
৯৩) "ধুমপানে"শীর্ষ দেশের নাম কী?
___কিরিবাতি।
৯৪) ধুমানে ২য় ও ৩য় স্থানে কোন দেশ?
___ভারত ও গ্রিস।
৯৫) কোন দেশের পুরুষরা সবচেয়ে বেশি ধুমপান করে?
___পূর্ব তিমুরের।
৯৬) বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষ কত?
___৬ কোটি ৮৫ লাখ প্রায়।
৯৭) রোহিঙ্গা শরণার্থী আছে কত?
___২ কোটি ৫৪ লাখ।
৯৮) ২০১৭ সালে সবচেয়ে বেশি শরণার্থী আশ্রয় দেওয়া দেশের নাম কী?
___তুরস্ক(২য় বাংলাদেশ)
৯৯) BBS এর সর্বশেষ প্রতিবেদন অনুসারে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার কত?
___১৬ কোটি ২৭ লক্ষ
১০০) বাংলাদেশের জনসংখ্যায় শতকরা মুসলিম কত পারসেন?
___৮৮.৪%(অন্যান্য ১১.৬%)
১০১) বাংলাদেশে সর্বাধিক ব্যবহার করা আলো?
___বিদ্যুৎ(৮৫.৩%)
___সৌরবিদ্যুৎ(৫.৮%)
___কেরোসিন(৮.৮%)
১০২) পানি ও পয়ঃনিষ্কাশনে?
___স্যানিটারি(৭৬.৮)
___উন্মুক্ত(২.৬%)
১০৩) বাংলাদেশে বিশুদ্ধ নলকূপের পানি ব্যবহার করে কত % মানুষ?
___৯৮%
১০৪) (২০১৮-১৯) বাজেট দেশের কততম বাজেট?
___৪৮তম।
( আকার ৪,৬৪,৫৭৩ কোটি টাকা)
১০৫) জিডিপির প্রবৃদ্ধির হার কত?
___৭.৮%
১০৬) (২০১৮-১৯) বাজেটে সর্বোচ্চ বরাদ্দ খাত কোনটি?
___জনপ্রশাসন খাত(১৮.০%)
১০৭) ২০১৮ সাল পর্যন্ত জাতীয় সংসদে কতজন অর্থমন্ত্রী বাজেট ঘোষণা করে?
___১২জন।
১০৮) সর্বাধিক ১২ বার বাজেট ঘোষণা করেন কে?
___প্রয়াত এম সাইফুর রহমান ও
আবুল মাল আব্দুল মুহিত।
১০৯) জাতীয় সংসদে টানা ৬টি বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন কে?
___স্পিকার ড.শিরীন শারমিন।
১১০) দেশের প্রথম বাজেটের আকার কত ছিল?
___৭৮৬ কোটি টাকা।
১১১) ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে সর্ববৃহৎ বক্তৃতামূলক বাজেট কোন দেশের?
___বাংলাদেশের(১৫৬পৃ.) ২য় যুক্তরাষ্ট্র(৬২পৃ.)
১১২) বাংলাদেশে ১ জন ডাক্তার প্রতি জনসংখ্যা কত?
___২০৩৯ জন।
১১৩) চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় কত?
___১,৪২,৮৬২ টাকা বা ১৭৫২ মার্কিন ডলার।
১১৪) আর্থিক পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট ব্যাংক কতটি?
___৫৭টি(রাষ্ট্রীয় মালিকানা ৬টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ৪০টি।
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ৩৪টি)
১১৫) দেশে বর্তমানে রেলপথ আছে কত কিলোমিটার?
___২৮৭৭ কিমি।
১১৬)দেশে মোট বীমা প্রতিষ্ঠান কতটি?
___৭৮টি(জীবন বীমা -৩২টি,সা.৪৬টি)
১১৭) সরকারি জীবন বীমা কতটি?
___১টি(সাধারণ --১টি,বিদেশি ১টি)
১১৮) দেশে মোট স্টক এক্সচেঞ্জ কতটি?
___২টি।মার্চেন্ট ব্যাংক ৫৭টি।
১১৯) বর্তমানে আবিষ্কৃত মোট গ্যাসক্ষেত্র কতটি?
___২৭টি।
১২০) দেশে মোট প্রাথমিক বিদ্যালয় কতটি?
___১৩৩,৯০১টি
(সরকারি ৬৫,০৯৯টি,বেসরকারি ৬৮,৮০২টি)
১২১) বর্তমানে দেশে আবহাওয়া স্টেশন কতটি?
___৪৩টি।
১২২) বর্তমানে কতটি দেশের প্রধান রাজা বা রানি?
___১৬টি
১২৩) ফিজির বর্তমান রাষ্ট্রপ্রধান কে?
___প্রেসিডেন্ট
১২৪) এশিয়া ক্রিকেট কাউন্সিল( ACC) 'এর সদর দপ্তর কোথায়?
___কলম্বো
১২৫) এশিয়া ক্রিকেট কাউন্সিল( ACC) কত সালে প্রতিষ্ঠিত হয়?
___১৯৮৩ সালে।
১২৬) কমনওয়েলথ নামকরণ করা হয় কত সালে?
___১৯৪৯ সালে
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2799 Views
    by monideb21
    0 Replies 
    2604 Views
    by ahasan01921
    1 Replies 
    1415 Views
    by anwar
    2 Replies 
    1912 Views
    by bakeer
    0 Replies 
    467 Views
    by bdchakriDesk
    InterServer Web Hosting and VPS
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]