- Sat Jul 28, 2018 7:35 pm#400
০১) স্বাধীন বাংলাদেশে কবে প্রথম 'ঈদ'
উদযাপন করা হয়?
___২৭ জানুয়ারি, ১৯৭২(ঈদুল আযহা)
০২) সয়াবিন তেল আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
___২য়(১ম ভারত)
০৩) বাংলাদেশের প্রথম নারী "সলিসিটর"
কে?
___জেসমিন আরা বেগম (PSC চেয়ারম্যান সাদিকের সহধর্মিনী)
০৪) বাংলাদেশের সেনাবাহিনির বর্তমান সেনাপ্রধান কে?
___জেনারেল আজিজ আহমেদ।
০৫) বর্তমানে(২০১৮) দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?
___১০২টি।
০৬) বর্তমানে(২০১৮) দেশে কতটি সেবা খাত রয়েছে?
___২১টি।
০৭) বর্তমানে VAT(Value Added Tax)বা মূল্য সংযোজন কর (মূসক) এর স্থর কতটি?
___৫টি(পূর্বে ছিল ৯টি)
০৮) "বিহঙ্গ দ্বীপ"কোথায় অবস্থিত?
___পাথরঘাটা, বরগুনা।
০৯) বর্তমানে(২০১৭) দেশে জনসংখ্যার বৃদ্ধির হার কত?
___১.৩৭%
১০) দেশে স্বাক্ষরতার হার ও প্রত্যাশিত গড় আয়ু কত?
___স্বাক্ষরতা-৭২.৩% এবং ৭২.০%
১১) "কলা" উৎপাদনে দেশের শীর্ষ জেলার নাম কী?
___টাঙ্গাইল
১২) "সয়াবিন" উৎপাদনে শীর্ষ জেলার নাম কী?
___লক্ষ্মীপুর।
১৩) "তামাক" উৎপাদনে শীর্ষ জেলার নাম কী?
___কুষ্টিয়া
১৪) "কমলা"উৎপাদনে শীর্ষ জেলার নাম কী?
___রাঙামাটি।
১৫) বার্বাডোজের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কী?
___মিয়া আমর মোটলি।
১৬) বর্তমানে তুরস্কে কোন পদ্ধতিতে শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে?
___প্রেসিডেন্ট শাসিত।
১৭) ৬ জুন,২০১৮ বিশ্বের প্রথম EPR পরমাণু প্রকল্পের কাজ শুরু করে কোন দেশ?
___চীন।
১৮) "EPR"এর পূর্ণরূপ কী?
___European Pressurized Reactor.
১৯) বর্তমানে খেঁজুর উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
___মিসর(রপ্তানিতে তিউনিসিয়া)
২০) "আল কুদস"কী?
___জেরুজালেম শহরের অপর নাম।
২১) রাশিয়া বিশ্বকাপ ফুটবল-১৮ এর প্রথম গোলদাতা ও শততম গোলদাতা কে?
___ ইউরি গাজিনস্কি ও মেসি।
২২) ২৩তম ফুটবল বিশ্বকাপ ২০২৬ তে কতটি দেশে অনুষ্ঠিত হবে?
___৩টি(যুক্তরাষ্ট্র, কানাডা,ম্যাক্সি
কোতে)
২৩) ২৩তম ফুটবল বিশ্বকাপ ২০২৬ এ কতটি দেশ খেলবে?
___৪৮টি।
২৪) কতটি ম্যাচ অনুষ্ঠিত হবে?
___৮০টি
২৫) কতটি শহরে অনুষ্ঠিত হবে?
___১৬টি(যুক্তরাষ্ট্রের ১০টি,কানাডা ও ম্যাক্সিকোর ৬টি শহরে অনুষ্ঠিত হবে)
২৬) ফাইনাল হবে কোন স্টেডিয়ামে?
___মেডলাইট স্টেডিয়াম, নিউইর্য়ক,যুক্তরাষ্ট্র।
২৭) ৭ম নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
___বাংলাদেশ।
২৮) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান কোর্চ কে?
___স্টিভ রোডস(ইংল্যান্ড)
২৯) "২০১৮ রাশিয়া"বিশ্বকাপের নকআউট পর্বের বলের নাম কী?
___টেলস্টার মেচতা (গ্রুপ পর্বে টেলস্টার-১৮ ছিল)
৩০) বর্তমানে দেশে চালু থাকা সরকারি বিশ্ববিদ্যালয় কতটি?
___৪১টি।
৩১) "২০১৮-১৯"অর্থ বছরে মোট বাজেট কত?
___৪,৬৪,৫৭৩ কোটি টাকা।
৩২) "ধান" উৎপাদনে শীর্ষ জেনার নাম কী?
___ময়মনসিংহ।
৩৩) "আম"উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
___দিনাজপুর।
৩৪) বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশের নাম কী?
___যুক্তরাজ্য।
৩৫) বর্তমানে দেশে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কতজন?
___১০৯০ জন।
৩৬) তুরস্কেন আইনসভার বর্তমান আসন সংখ্যা কত?
___৬০০টি।
৩৭) আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা(IAEA)এর বর্তমান সদস্য কত?
___১৭০টি।
৩৮) বিশ্বের কোন দেশ সর্বাধিক বিনিয়োগ পেয়েছে ও বিশ্বব্যাপী বিনিয়োগ করেছে?
___যুক্তরাষ্ট্র।
৩৯) প্রতি লাখে আত্মহত্যায় শীর্ষ দেশ কোনটি?
___লিথুনিয়া
৪০) প্রতি হাজারে HIV আক্রান্তে শীর্ষ দেশের নাম কী?
___লেসেথো।
৪১) প্রতি লাখে বায়ু দূষণ জনিত কারণে মৃত্যুতে শীর্ষ দেশের নাম কী?
___সিয়েরা লিওন।
৪২) সেনাবাহিনি ও বিমানবাহিনীর নতুন সেনাপ্রধান আজিজ আহমেদ দেশের কততম?
___১৬তম(৩ বছর মেয়াদে)
৪৩) ঐতিহাসিক ৬ দফা দিবস কত তারিখে?
___৭ জুনে।
৪৪) ২০১৮ সালে আলোকচিত্র শিল্পের জন্য দেওয়া হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড লাভ করেন কে?
___বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম।
৪৫) হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড কত সাল থেকে দেওয়া হচ্ছে?
___২০০৩ সাল থেকে।
৪৬) কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস "আয়েশামঙ্গল" কে কী নামে ইংরেজি অনুবাদ করেন?
___সাংবাদিক ইনাম আহমেদ"The Ballad of Ayesha"।
৪৭) বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার আত্মজীবনীমূলক বইয়ের নাম কী?
___Unfinished.
৪৮) ২০১৮ সালের ৮ম সার্ক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির নাম কী?
___তৌকীর আহমেদের "হালদা"।
৪৯) বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে রচিত সহিদ রাহমানের কাহিনিচিত্রের নাম কী?
___মহামানবের দেশে।
৫০) বিশ্ব অর্থনীতির সাত পরাশক্তির জোট G7 সম্মেলন কততম ছিল?
___৪৪তম আয়োজন(৮-৯জুন কানাডা)
(পৃষ্ঠা ১-১০)
৫১) নিউইয়র্কভিত্তিক গবেষণা সংস্থা
"মার্সার"এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ব্যয়বহুল শহরের নাম কী?
___হংকং(চীন) ২য় টোকিও।
৫২) "মার্সার"এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ব্যয়বহুল শহরের মধ্যে ঢাকা কততম?
___৬৬তম(কম উজবেকিস্তান)
৫৩) গণতন্ত্র সূচকে শীর্ষদেশ কোনটি?
___নরওয়ে(সর্বনিম্নন উ.কোরিয়া।
৫৪) ১৭৮টি দেশের মধ্যে গণতন্ত্র সূচকে বাংলাদেশ কততম?
___১৩৫
৫৫) বিশ্বে নারীদের জন্য সবচেয়ে বিপজ্জন দেশ কোনটি?
___ভারত(২য় আফগানিস্তান)
৫৬) সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশের নাম কী?
___ফ্রান্স।
৫৭) সাইবার নিরাপত্তা সূচকে ১০০টি দেশের মধ্যে বাংলাদেশ কততম?
___৭৩তম।
৫৮) বিশ্বের শীর্ষ ধনী খেলোয়ার কে?
___মার্কিন বক্সার ফ্লয়েড মেওয়েদার। (২য় মেসি,৩য় রোনালদো)
৫৯) বিশ্বে মানবিক সহায়তায় শীর্ষ দেশের নাম কী?
___তুরস্ক।
৬০) বিশ্বের প্রবীণতম যোগগুরুর নাম কী?
___ভারতের তামিলনাড়ুর বাসিন্দা (ভি নানাম্মল(বয়স ৯৯)
৬১) ফিনল্যান্ডের রাজধানীর নাম কী?
___হেলসিংকি।
৬২) রাশিয়া বিশ্বকাপে ব্যবহৃত নতুন প্রযুক্তি VAR ও GLT এর পূর্ণরূপ কী?
___VAR=Video Assistant Referee.
___GLT=Goal Line Technology.
৬৩) বাংলাদেশ সরকার কত সাল থেকে ৫ বছরের জন্য জাতীয় অধ্যাপক নিয়োগ দিচ্ছে?
___১৯৭৫ সাল থেকে।
৬৪) এ পর্যন্ত মোট কতজন সম্মানিত ব্যক্তি জাতীয় অধ্যাপক হয়েছেন?
___২৬ জন।
৬৫) বর্তমানে দেশে কতটি সরকারি হাইস্কুল রয়েছে?
___৪০৬টি।
৬৬) ১৯৪৯ সালের ২৩ জুন "আওয়ামী
মুসলিম লীগ"গঠিত হওয়ার পর কত সালে "মুসলিম"কথাটি বাদ দিয়ে "আওয়ামী লীগ"নামকরণ করা হয়?
___১৯৫৫ সালে।
৬৭) দেশে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি?
___৪১টি ও ১০২টি।
৬৮) বাংলাদেশের পতাকাবাহী প্রথম বিশ্বজয়ী নারী পরিব্রাজকের নাম কী?
___নাজমুন নাহার সোহাগী(লক্ষ্মীপুর)
৬৯) বাংলাদেশ কত সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণ করছেন?
___১৯৮৯ সাল থেকে(বর্তমানে ২য়)
৭০) জাতিসংঘে বাংলাদেশী শান্তিরক্ষী প্রেরণ এ পর্যন্ত কত জন শহীদ হয়েছেন?
___১৪৩ জন।
৭১) "মেসিডোনিয়া"দেশটি কত সালে স্বাধীন হয় ও কতটি দেশ স্বীকৃতি দেয়?
___১৯৯১ সালে ও ১৪০টি দেশ।
৭২) ফিলিপাইনের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
___রদ্রিগো দোতার্তে।
৭৩) বর্তমান বিশ্বের ১ নম্বর ধনী কে?
___বেজোস(আমাজন),
২য় বিল গ্রেটস,৩য় মার্ক জুকারবার্গ।
৭৪) কোন কোন দেশে নারীদের মুখঢাকা,
পর্দাপ্রথা বা হিজাব নিষিদ্ধ?
___ডেনমার্ক, নেদারল্যান্ডস, ফ্রান্স,
বেলজিয়াম,বুলগেরিয়া, ও জার্মানিতে ।
৭৫) বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর সুপার কম্পিউটারের নাম কী?
___টাইটান।
৭৬) বিশ্বের সবচেয়ে(প্রক্রিয়াধিন) দ্রুতগতির সুপার কম্পিউটারের নাম কী?
___সামমিট(যুক্তরাষ্ট্র) পূর্বে ছিল চীনের।
৭৭) বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় সন্তান জন্ম দিয়েছিলেন কে?
___বেনজির ভুট্টো-১৯৯০,২য় জাসিন্দা।
৭৮) বর্তমানে বিশ্বের কতটি দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন নারী?
___১৮টি।
৭৯) কলম্বিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
___ইভান ডুকো।
৮০) তুরস্কের প্রথম নির্বাচিত প্রেসিডেন্টের নাম কী?
___রিসেপ তায়েপ এরদোগান।
(পৃষ্ঠা ১১-২৫)
৮১) উত্তর কোরিয়া কোন দেশ থেকে কত সালে স্বাধীন হিসেবে আত্মপ্রকাশ করে?
___জাপান থেকে ১৯৪৫ সালের ১৫ আগস্টে।রাশিয়ার সমর্থনপুষ্ট।
৮২) উত্তর কোরিয়া কত ডিগ্রি উত্তর অক্ষরেখায় বিভাজিত?
___৩৮ডিগ্রি।
৮৩) উত্তর কোরিয়াসহ বিশ্বের কতটি দেশ 'হাইড্রোজেন'বোমার পরীক্ষা চালিয়ে ছিল?
___৬টি দেশ।
৮৪) ডোনাল ট্রাম্প ও কিম জং উনের শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?
___সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপে।
৮৫) সিঙ্গাপুরের কোন দ্বীপকে "শান্তির দ্বীপ"বলা হয়?
___সেন্তোসা(৫০০ হেক্টর জায়গা)
৮৬) ১৯৭০ সালে মৃত্যুর দ্বীপ থেকে "সেন্তোসা"নামকরণ করা "সেন্তোসা" শব্দের অর্থ কী?
___সন্ধি ও শান্তি।
৮৭) সিঙ্গাপুর কতটি দ্বীপ নিয়ে গঠিত?
___৬৩টি
৮৮) ট্রাম - উনের বৈঠকে ব্যবহৃত টেবিলটির বয়স কত?
___৮০ বছর।৪.৫ মিটার দীর্ঘ।
৮৯) বিশ্ব সক্ষমতা সূচকে ভারতের অবস্থান কত?
__৪৪তম(সার্কের কোন দেশ স্থান পায়নি)
৯০) বাংলাদেশে শীর্ষ বিনোয়োগ করা ৫টি দেশের নাম কী/
___যুক্তরাজ্য,সিঙ্গাপুর,হংকং,দ
.কোরিয়া,
ও তাইওয়ান,ভারত,যুক্তরাষ্ও তাইওয়ান,ভারত,যুক্তরাষ্ট্র,চীন।
৯১) বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশ কততম?
___১৩৬(শীর্ষে আইসল্যান্ড)
৯২) বিশ্ব তামাকবিরোধী দিবস কবে?
___৩১ মে,
৯৩) "ধুমপানে"শীর্ষ দেশের নাম কী?
___কিরিবাতি।
৯৪) ধুমানে ২য় ও ৩য় স্থানে কোন দেশ?
___ভারত ও গ্রিস।
৯৫) কোন দেশের পুরুষরা সবচেয়ে বেশি ধুমপান করে?
___পূর্ব তিমুরের।
৯৬) বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষ কত?
___৬ কোটি ৮৫ লাখ প্রায়।
৯৭) রোহিঙ্গা শরণার্থী আছে কত?
___২ কোটি ৫৪ লাখ।
৯৮) ২০১৭ সালে সবচেয়ে বেশি শরণার্থী আশ্রয় দেওয়া দেশের নাম কী?
___তুরস্ক(২য় বাংলাদেশ)
৯৯) BBS এর সর্বশেষ প্রতিবেদন অনুসারে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার কত?
___১৬ কোটি ২৭ লক্ষ
১০০) বাংলাদেশের জনসংখ্যায় শতকরা মুসলিম কত পারসেন?
___৮৮.৪%(অন্যান্য ১১.৬%)
১০১) বাংলাদেশে সর্বাধিক ব্যবহার করা আলো?
___বিদ্যুৎ(৮৫.৩%)
___সৌরবিদ্যুৎ(৫.৮%)
___কেরোসিন(৮.৮%)
১০২) পানি ও পয়ঃনিষ্কাশনে?
___স্যানিটারি(৭৬.৮)
___উন্মুক্ত(২.৬%)
১০৩) বাংলাদেশে বিশুদ্ধ নলকূপের পানি ব্যবহার করে কত % মানুষ?
___৯৮%
১০৪) (২০১৮-১৯) বাজেট দেশের কততম বাজেট?
___৪৮তম।
( আকার ৪,৬৪,৫৭৩ কোটি টাকা)
১০৫) জিডিপির প্রবৃদ্ধির হার কত?
___৭.৮%
১০৬) (২০১৮-১৯) বাজেটে সর্বোচ্চ বরাদ্দ খাত কোনটি?
___জনপ্রশাসন খাত(১৮.০%)
১০৭) ২০১৮ সাল পর্যন্ত জাতীয় সংসদে কতজন অর্থমন্ত্রী বাজেট ঘোষণা করে?
___১২জন।
১০৮) সর্বাধিক ১২ বার বাজেট ঘোষণা করেন কে?
___প্রয়াত এম সাইফুর রহমান ও
আবুল মাল আব্দুল মুহিত।
১০৯) জাতীয় সংসদে টানা ৬টি বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন কে?
___স্পিকার ড.শিরীন শারমিন।
১১০) দেশের প্রথম বাজেটের আকার কত ছিল?
___৭৮৬ কোটি টাকা।
১১১) ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে সর্ববৃহৎ বক্তৃতামূলক বাজেট কোন দেশের?
___বাংলাদেশের(১৫৬পৃ.) ২য় যুক্তরাষ্ট্র(৬২পৃ.)
১১২) বাংলাদেশে ১ জন ডাক্তার প্রতি জনসংখ্যা কত?
___২০৩৯ জন।
১১৩) চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় কত?
___১,৪২,৮৬২ টাকা বা ১৭৫২ মার্কিন ডলার।
১১৪) আর্থিক পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট ব্যাংক কতটি?
___৫৭টি(রাষ্ট্রীয় মালিকানা ৬টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ৪০টি।
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ৩৪টি)
১১৫) দেশে বর্তমানে রেলপথ আছে কত কিলোমিটার?
___২৮৭৭ কিমি।
১১৬)দেশে মোট বীমা প্রতিষ্ঠান কতটি?
___৭৮টি(জীবন বীমা -৩২টি,সা.৪৬টি)
১১৭) সরকারি জীবন বীমা কতটি?
___১টি(সাধারণ --১টি,বিদেশি ১টি)
১১৮) দেশে মোট স্টক এক্সচেঞ্জ কতটি?
___২টি।মার্চেন্ট ব্যাংক ৫৭টি।
১১৯) বর্তমানে আবিষ্কৃত মোট গ্যাসক্ষেত্র কতটি?
___২৭টি।
১২০) দেশে মোট প্রাথমিক বিদ্যালয় কতটি?
___১৩৩,৯০১টি
(সরকারি ৬৫,০৯৯টি,বেসরকারি ৬৮,৮০২টি)
১২১) বর্তমানে দেশে আবহাওয়া স্টেশন কতটি?
___৪৩টি।
১২২) বর্তমানে কতটি দেশের প্রধান রাজা বা রানি?
___১৬টি
১২৩) ফিজির বর্তমান রাষ্ট্রপ্রধান কে?
___প্রেসিডেন্ট
১২৪) এশিয়া ক্রিকেট কাউন্সিল( ACC) 'এর সদর দপ্তর কোথায়?
___কলম্বো
১২৫) এশিয়া ক্রিকেট কাউন্সিল( ACC) কত সালে প্রতিষ্ঠিত হয়?
___১৯৮৩ সালে।
১২৬) কমনওয়েলথ নামকরণ করা হয় কত সালে?
___১৯৪৯ সালে
উদযাপন করা হয়?
___২৭ জানুয়ারি, ১৯৭২(ঈদুল আযহা)
০২) সয়াবিন তেল আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
___২য়(১ম ভারত)
০৩) বাংলাদেশের প্রথম নারী "সলিসিটর"
কে?
___জেসমিন আরা বেগম (PSC চেয়ারম্যান সাদিকের সহধর্মিনী)
০৪) বাংলাদেশের সেনাবাহিনির বর্তমান সেনাপ্রধান কে?
___জেনারেল আজিজ আহমেদ।
০৫) বর্তমানে(২০১৮) দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?
___১০২টি।
০৬) বর্তমানে(২০১৮) দেশে কতটি সেবা খাত রয়েছে?
___২১টি।
০৭) বর্তমানে VAT(Value Added Tax)বা মূল্য সংযোজন কর (মূসক) এর স্থর কতটি?
___৫টি(পূর্বে ছিল ৯টি)
০৮) "বিহঙ্গ দ্বীপ"কোথায় অবস্থিত?
___পাথরঘাটা, বরগুনা।
০৯) বর্তমানে(২০১৭) দেশে জনসংখ্যার বৃদ্ধির হার কত?
___১.৩৭%
১০) দেশে স্বাক্ষরতার হার ও প্রত্যাশিত গড় আয়ু কত?
___স্বাক্ষরতা-৭২.৩% এবং ৭২.০%
১১) "কলা" উৎপাদনে দেশের শীর্ষ জেলার নাম কী?
___টাঙ্গাইল
১২) "সয়াবিন" উৎপাদনে শীর্ষ জেলার নাম কী?
___লক্ষ্মীপুর।
১৩) "তামাক" উৎপাদনে শীর্ষ জেলার নাম কী?
___কুষ্টিয়া
১৪) "কমলা"উৎপাদনে শীর্ষ জেলার নাম কী?
___রাঙামাটি।
১৫) বার্বাডোজের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কী?
___মিয়া আমর মোটলি।
১৬) বর্তমানে তুরস্কে কোন পদ্ধতিতে শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে?
___প্রেসিডেন্ট শাসিত।
১৭) ৬ জুন,২০১৮ বিশ্বের প্রথম EPR পরমাণু প্রকল্পের কাজ শুরু করে কোন দেশ?
___চীন।
১৮) "EPR"এর পূর্ণরূপ কী?
___European Pressurized Reactor.
১৯) বর্তমানে খেঁজুর উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
___মিসর(রপ্তানিতে তিউনিসিয়া)
২০) "আল কুদস"কী?
___জেরুজালেম শহরের অপর নাম।
২১) রাশিয়া বিশ্বকাপ ফুটবল-১৮ এর প্রথম গোলদাতা ও শততম গোলদাতা কে?
___ ইউরি গাজিনস্কি ও মেসি।
২২) ২৩তম ফুটবল বিশ্বকাপ ২০২৬ তে কতটি দেশে অনুষ্ঠিত হবে?
___৩টি(যুক্তরাষ্ট্র, কানাডা,ম্যাক্সি
কোতে)
২৩) ২৩তম ফুটবল বিশ্বকাপ ২০২৬ এ কতটি দেশ খেলবে?
___৪৮টি।
২৪) কতটি ম্যাচ অনুষ্ঠিত হবে?
___৮০টি
২৫) কতটি শহরে অনুষ্ঠিত হবে?
___১৬টি(যুক্তরাষ্ট্রের ১০টি,কানাডা ও ম্যাক্সিকোর ৬টি শহরে অনুষ্ঠিত হবে)
২৬) ফাইনাল হবে কোন স্টেডিয়ামে?
___মেডলাইট স্টেডিয়াম, নিউইর্য়ক,যুক্তরাষ্ট্র।
২৭) ৭ম নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
___বাংলাদেশ।
২৮) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান কোর্চ কে?
___স্টিভ রোডস(ইংল্যান্ড)
২৯) "২০১৮ রাশিয়া"বিশ্বকাপের নকআউট পর্বের বলের নাম কী?
___টেলস্টার মেচতা (গ্রুপ পর্বে টেলস্টার-১৮ ছিল)
৩০) বর্তমানে দেশে চালু থাকা সরকারি বিশ্ববিদ্যালয় কতটি?
___৪১টি।
৩১) "২০১৮-১৯"অর্থ বছরে মোট বাজেট কত?
___৪,৬৪,৫৭৩ কোটি টাকা।
৩২) "ধান" উৎপাদনে শীর্ষ জেনার নাম কী?
___ময়মনসিংহ।
৩৩) "আম"উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
___দিনাজপুর।
৩৪) বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশের নাম কী?
___যুক্তরাজ্য।
৩৫) বর্তমানে দেশে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কতজন?
___১০৯০ জন।
৩৬) তুরস্কেন আইনসভার বর্তমান আসন সংখ্যা কত?
___৬০০টি।
৩৭) আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা(IAEA)এর বর্তমান সদস্য কত?
___১৭০টি।
৩৮) বিশ্বের কোন দেশ সর্বাধিক বিনিয়োগ পেয়েছে ও বিশ্বব্যাপী বিনিয়োগ করেছে?
___যুক্তরাষ্ট্র।
৩৯) প্রতি লাখে আত্মহত্যায় শীর্ষ দেশ কোনটি?
___লিথুনিয়া
৪০) প্রতি হাজারে HIV আক্রান্তে শীর্ষ দেশের নাম কী?
___লেসেথো।
৪১) প্রতি লাখে বায়ু দূষণ জনিত কারণে মৃত্যুতে শীর্ষ দেশের নাম কী?
___সিয়েরা লিওন।
৪২) সেনাবাহিনি ও বিমানবাহিনীর নতুন সেনাপ্রধান আজিজ আহমেদ দেশের কততম?
___১৬তম(৩ বছর মেয়াদে)
৪৩) ঐতিহাসিক ৬ দফা দিবস কত তারিখে?
___৭ জুনে।
৪৪) ২০১৮ সালে আলোকচিত্র শিল্পের জন্য দেওয়া হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড লাভ করেন কে?
___বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম।
৪৫) হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড কত সাল থেকে দেওয়া হচ্ছে?
___২০০৩ সাল থেকে।
৪৬) কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস "আয়েশামঙ্গল" কে কী নামে ইংরেজি অনুবাদ করেন?
___সাংবাদিক ইনাম আহমেদ"The Ballad of Ayesha"।
৪৭) বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার আত্মজীবনীমূলক বইয়ের নাম কী?
___Unfinished.
৪৮) ২০১৮ সালের ৮ম সার্ক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির নাম কী?
___তৌকীর আহমেদের "হালদা"।
৪৯) বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে রচিত সহিদ রাহমানের কাহিনিচিত্রের নাম কী?
___মহামানবের দেশে।
৫০) বিশ্ব অর্থনীতির সাত পরাশক্তির জোট G7 সম্মেলন কততম ছিল?
___৪৪তম আয়োজন(৮-৯জুন কানাডা)
(পৃষ্ঠা ১-১০)
৫১) নিউইয়র্কভিত্তিক গবেষণা সংস্থা
"মার্সার"এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ব্যয়বহুল শহরের নাম কী?
___হংকং(চীন) ২য় টোকিও।
৫২) "মার্সার"এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ব্যয়বহুল শহরের মধ্যে ঢাকা কততম?
___৬৬তম(কম উজবেকিস্তান)
৫৩) গণতন্ত্র সূচকে শীর্ষদেশ কোনটি?
___নরওয়ে(সর্বনিম্নন উ.কোরিয়া।
৫৪) ১৭৮টি দেশের মধ্যে গণতন্ত্র সূচকে বাংলাদেশ কততম?
___১৩৫
৫৫) বিশ্বে নারীদের জন্য সবচেয়ে বিপজ্জন দেশ কোনটি?
___ভারত(২য় আফগানিস্তান)
৫৬) সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশের নাম কী?
___ফ্রান্স।
৫৭) সাইবার নিরাপত্তা সূচকে ১০০টি দেশের মধ্যে বাংলাদেশ কততম?
___৭৩তম।
৫৮) বিশ্বের শীর্ষ ধনী খেলোয়ার কে?
___মার্কিন বক্সার ফ্লয়েড মেওয়েদার। (২য় মেসি,৩য় রোনালদো)
৫৯) বিশ্বে মানবিক সহায়তায় শীর্ষ দেশের নাম কী?
___তুরস্ক।
৬০) বিশ্বের প্রবীণতম যোগগুরুর নাম কী?
___ভারতের তামিলনাড়ুর বাসিন্দা (ভি নানাম্মল(বয়স ৯৯)
৬১) ফিনল্যান্ডের রাজধানীর নাম কী?
___হেলসিংকি।
৬২) রাশিয়া বিশ্বকাপে ব্যবহৃত নতুন প্রযুক্তি VAR ও GLT এর পূর্ণরূপ কী?
___VAR=Video Assistant Referee.
___GLT=Goal Line Technology.
৬৩) বাংলাদেশ সরকার কত সাল থেকে ৫ বছরের জন্য জাতীয় অধ্যাপক নিয়োগ দিচ্ছে?
___১৯৭৫ সাল থেকে।
৬৪) এ পর্যন্ত মোট কতজন সম্মানিত ব্যক্তি জাতীয় অধ্যাপক হয়েছেন?
___২৬ জন।
৬৫) বর্তমানে দেশে কতটি সরকারি হাইস্কুল রয়েছে?
___৪০৬টি।
৬৬) ১৯৪৯ সালের ২৩ জুন "আওয়ামী
মুসলিম লীগ"গঠিত হওয়ার পর কত সালে "মুসলিম"কথাটি বাদ দিয়ে "আওয়ামী লীগ"নামকরণ করা হয়?
___১৯৫৫ সালে।
৬৭) দেশে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি?
___৪১টি ও ১০২টি।
৬৮) বাংলাদেশের পতাকাবাহী প্রথম বিশ্বজয়ী নারী পরিব্রাজকের নাম কী?
___নাজমুন নাহার সোহাগী(লক্ষ্মীপুর)
৬৯) বাংলাদেশ কত সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণ করছেন?
___১৯৮৯ সাল থেকে(বর্তমানে ২য়)
৭০) জাতিসংঘে বাংলাদেশী শান্তিরক্ষী প্রেরণ এ পর্যন্ত কত জন শহীদ হয়েছেন?
___১৪৩ জন।
৭১) "মেসিডোনিয়া"দেশটি কত সালে স্বাধীন হয় ও কতটি দেশ স্বীকৃতি দেয়?
___১৯৯১ সালে ও ১৪০টি দেশ।
৭২) ফিলিপাইনের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
___রদ্রিগো দোতার্তে।
৭৩) বর্তমান বিশ্বের ১ নম্বর ধনী কে?
___বেজোস(আমাজন),
২য় বিল গ্রেটস,৩য় মার্ক জুকারবার্গ।
৭৪) কোন কোন দেশে নারীদের মুখঢাকা,
পর্দাপ্রথা বা হিজাব নিষিদ্ধ?
___ডেনমার্ক, নেদারল্যান্ডস, ফ্রান্স,
বেলজিয়াম,বুলগেরিয়া, ও জার্মানিতে ।
৭৫) বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর সুপার কম্পিউটারের নাম কী?
___টাইটান।
৭৬) বিশ্বের সবচেয়ে(প্রক্রিয়াধিন) দ্রুতগতির সুপার কম্পিউটারের নাম কী?
___সামমিট(যুক্তরাষ্ট্র) পূর্বে ছিল চীনের।
৭৭) বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় সন্তান জন্ম দিয়েছিলেন কে?
___বেনজির ভুট্টো-১৯৯০,২য় জাসিন্দা।
৭৮) বর্তমানে বিশ্বের কতটি দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন নারী?
___১৮টি।
৭৯) কলম্বিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
___ইভান ডুকো।
৮০) তুরস্কের প্রথম নির্বাচিত প্রেসিডেন্টের নাম কী?
___রিসেপ তায়েপ এরদোগান।
(পৃষ্ঠা ১১-২৫)
৮১) উত্তর কোরিয়া কোন দেশ থেকে কত সালে স্বাধীন হিসেবে আত্মপ্রকাশ করে?
___জাপান থেকে ১৯৪৫ সালের ১৫ আগস্টে।রাশিয়ার সমর্থনপুষ্ট।
৮২) উত্তর কোরিয়া কত ডিগ্রি উত্তর অক্ষরেখায় বিভাজিত?
___৩৮ডিগ্রি।
৮৩) উত্তর কোরিয়াসহ বিশ্বের কতটি দেশ 'হাইড্রোজেন'বোমার পরীক্ষা চালিয়ে ছিল?
___৬টি দেশ।
৮৪) ডোনাল ট্রাম্প ও কিম জং উনের শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?
___সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপে।
৮৫) সিঙ্গাপুরের কোন দ্বীপকে "শান্তির দ্বীপ"বলা হয়?
___সেন্তোসা(৫০০ হেক্টর জায়গা)
৮৬) ১৯৭০ সালে মৃত্যুর দ্বীপ থেকে "সেন্তোসা"নামকরণ করা "সেন্তোসা" শব্দের অর্থ কী?
___সন্ধি ও শান্তি।
৮৭) সিঙ্গাপুর কতটি দ্বীপ নিয়ে গঠিত?
___৬৩টি
৮৮) ট্রাম - উনের বৈঠকে ব্যবহৃত টেবিলটির বয়স কত?
___৮০ বছর।৪.৫ মিটার দীর্ঘ।
৮৯) বিশ্ব সক্ষমতা সূচকে ভারতের অবস্থান কত?
__৪৪তম(সার্কের কোন দেশ স্থান পায়নি)
৯০) বাংলাদেশে শীর্ষ বিনোয়োগ করা ৫টি দেশের নাম কী/
___যুক্তরাজ্য,সিঙ্গাপুর,হংকং,দ
.কোরিয়া,
ও তাইওয়ান,ভারত,যুক্তরাষ্ও তাইওয়ান,ভারত,যুক্তরাষ্ট্র,চীন।
৯১) বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশ কততম?
___১৩৬(শীর্ষে আইসল্যান্ড)
৯২) বিশ্ব তামাকবিরোধী দিবস কবে?
___৩১ মে,
৯৩) "ধুমপানে"শীর্ষ দেশের নাম কী?
___কিরিবাতি।
৯৪) ধুমানে ২য় ও ৩য় স্থানে কোন দেশ?
___ভারত ও গ্রিস।
৯৫) কোন দেশের পুরুষরা সবচেয়ে বেশি ধুমপান করে?
___পূর্ব তিমুরের।
৯৬) বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষ কত?
___৬ কোটি ৮৫ লাখ প্রায়।
৯৭) রোহিঙ্গা শরণার্থী আছে কত?
___২ কোটি ৫৪ লাখ।
৯৮) ২০১৭ সালে সবচেয়ে বেশি শরণার্থী আশ্রয় দেওয়া দেশের নাম কী?
___তুরস্ক(২য় বাংলাদেশ)
৯৯) BBS এর সর্বশেষ প্রতিবেদন অনুসারে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার কত?
___১৬ কোটি ২৭ লক্ষ
১০০) বাংলাদেশের জনসংখ্যায় শতকরা মুসলিম কত পারসেন?
___৮৮.৪%(অন্যান্য ১১.৬%)
১০১) বাংলাদেশে সর্বাধিক ব্যবহার করা আলো?
___বিদ্যুৎ(৮৫.৩%)
___সৌরবিদ্যুৎ(৫.৮%)
___কেরোসিন(৮.৮%)
১০২) পানি ও পয়ঃনিষ্কাশনে?
___স্যানিটারি(৭৬.৮)
___উন্মুক্ত(২.৬%)
১০৩) বাংলাদেশে বিশুদ্ধ নলকূপের পানি ব্যবহার করে কত % মানুষ?
___৯৮%
১০৪) (২০১৮-১৯) বাজেট দেশের কততম বাজেট?
___৪৮তম।
( আকার ৪,৬৪,৫৭৩ কোটি টাকা)
১০৫) জিডিপির প্রবৃদ্ধির হার কত?
___৭.৮%
১০৬) (২০১৮-১৯) বাজেটে সর্বোচ্চ বরাদ্দ খাত কোনটি?
___জনপ্রশাসন খাত(১৮.০%)
১০৭) ২০১৮ সাল পর্যন্ত জাতীয় সংসদে কতজন অর্থমন্ত্রী বাজেট ঘোষণা করে?
___১২জন।
১০৮) সর্বাধিক ১২ বার বাজেট ঘোষণা করেন কে?
___প্রয়াত এম সাইফুর রহমান ও
আবুল মাল আব্দুল মুহিত।
১০৯) জাতীয় সংসদে টানা ৬টি বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন কে?
___স্পিকার ড.শিরীন শারমিন।
১১০) দেশের প্রথম বাজেটের আকার কত ছিল?
___৭৮৬ কোটি টাকা।
১১১) ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে সর্ববৃহৎ বক্তৃতামূলক বাজেট কোন দেশের?
___বাংলাদেশের(১৫৬পৃ.) ২য় যুক্তরাষ্ট্র(৬২পৃ.)
১১২) বাংলাদেশে ১ জন ডাক্তার প্রতি জনসংখ্যা কত?
___২০৩৯ জন।
১১৩) চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় কত?
___১,৪২,৮৬২ টাকা বা ১৭৫২ মার্কিন ডলার।
১১৪) আর্থিক পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট ব্যাংক কতটি?
___৫৭টি(রাষ্ট্রীয় মালিকানা ৬টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ৪০টি।
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ৩৪টি)
১১৫) দেশে বর্তমানে রেলপথ আছে কত কিলোমিটার?
___২৮৭৭ কিমি।
১১৬)দেশে মোট বীমা প্রতিষ্ঠান কতটি?
___৭৮টি(জীবন বীমা -৩২টি,সা.৪৬টি)
১১৭) সরকারি জীবন বীমা কতটি?
___১টি(সাধারণ --১টি,বিদেশি ১টি)
১১৮) দেশে মোট স্টক এক্সচেঞ্জ কতটি?
___২টি।মার্চেন্ট ব্যাংক ৫৭টি।
১১৯) বর্তমানে আবিষ্কৃত মোট গ্যাসক্ষেত্র কতটি?
___২৭টি।
১২০) দেশে মোট প্রাথমিক বিদ্যালয় কতটি?
___১৩৩,৯০১টি
(সরকারি ৬৫,০৯৯টি,বেসরকারি ৬৮,৮০২টি)
১২১) বর্তমানে দেশে আবহাওয়া স্টেশন কতটি?
___৪৩টি।
১২২) বর্তমানে কতটি দেশের প্রধান রাজা বা রানি?
___১৬টি
১২৩) ফিজির বর্তমান রাষ্ট্রপ্রধান কে?
___প্রেসিডেন্ট
১২৪) এশিয়া ক্রিকেট কাউন্সিল( ACC) 'এর সদর দপ্তর কোথায়?
___কলম্বো
১২৫) এশিয়া ক্রিকেট কাউন্সিল( ACC) কত সালে প্রতিষ্ঠিত হয়?
___১৯৮৩ সালে।
১২৬) কমনওয়েলথ নামকরণ করা হয় কত সালে?
___১৯৪৯ সালে