Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3231
#বাংলাদেশ বিষয়াবলী
০১. দেশে সম্প্রতি কোথায় পুরনো একটি গুহার সন্ধান পাওয়া গেছে?
উত্তরঃ রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
## ১৫০ বছরের পুরনো এই গুহার স্থানীয় নাম - বাদুর গুহা।
০২. কোন নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত?
উত্তরঃ করতোয়া।
## মহাস্থানগড় পরিচিত ছিল - পুণ্ড্রনগর নামে।
০৩. বিদায়ী ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশ হয়েছে?
উত্তরঃ ৫.২৪ শতাংশ।
০৪. বাংলাদেশ সরকার কত সাল থেকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রেখেছে?
উত্তরঃ ২০১২ সাল।
০৫. ‘বাংলার এক মধ্যবিত্তের কাহিনী’ নামক সমাজ-ইতিহাস গ্রন্থমালাটি কে লিখেছেন?
উত্তরঃ কামরুদ্দীন আহমদ।
## তিনি ১৯১২ সালের ৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।
## তাঁর আরেকটি উল্লেখযোগ্য বই - ‘A Socio-Political History of Bengal and Birth of Bangladesh’.
০৬. ‘পূর্ব-পশ্চিম’ উপন্যাসটি কে লিখেছেন?
উত্তরঃ কবি-কথাশিল্পী সুনীল গঙ্গোপাধ্যায়।
#আন্তর্জাতিক বিষয়াবলী
০১. সম্প্রতি বিশ্বের চতুর্থ দেশ হিসেবে কোন দেশ হাইপারসনিক প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে?
উত্তরঃ ভারত।
## গত ৭ সেপ্টেম্বর এই সফল পরীক্ষাটি চালায় ভারত।
০২. বেলারুশের অবস্থান কোথায়?
উত্তরঃ পূর্ব ইউরোপ।
## এটি ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ।
## সম্প্রতি এই দেশে সরকার বিরোধী বিক্ষোভ চলছে।
০৩. ‘হুইলার দ্বীপ’ কোথায় অবস্থিত?
উত্তরঃ ওডিশা, ভারত।
০৪. যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কবে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে?
উত্তরঃ ১১ সেপ্টেম্বর, ২০০১.
## হামলার পরিচিতি – ৯/১১ হামলা।
## হামলা করে - আল-কায়েদা (এর প্রতিষ্ঠাতা - ওসামা বিন লাদেন)।
## হামলার স্থানের বর্তমান নাম - গ্রাউন্ড জিরো।
০৫. ‘ভেক্টর ইন্সিটিউট’ কোন দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান?
উত্তরঃ রাশিয়া।
## সম্প্রতি এই প্রতিষ্ঠান রাশিয়ার দ্বিতীয় করোনা টিকা উৎপাদন করেছে।
০৬. ‘বিশ্ব ফিজিওথেরাপি দিবস’ কবে পালিত হয়?
উত্তরঃ ৮ সেপ্টেম্বর।
০৭. ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ কবে পালিত হয়?
উত্তরঃ ৮ সেপ্টেম্বর।
#বিজ্ঞান ও প্রযুক্তি
০১. সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সম্প্রতি কাকে বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে?
উত্তরঃ সাবহানাজ রশিদ, বাংলাদেশ।
## এশিয়া অঞ্চলে ফেসবুকের সদর দপ্তর - সিঙ্গাপুর।
#করোনাভাইরাস COVID-19 আপডেট - (2019-nCoV)
৭ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত – সারা বিশ্বে
মোট আক্রান্ত – ২ কোটি ৭৩ লাখ ৩৪ হাজার ৪৬১ জন (বাংলাদেশে আক্রান্ত – ৩ লাখ ২৭ হাজার ৩৫৯ জন)।
মোট সুস্থ – ১ কোটি ৯৪ লাখ ১০ হাজার ৫৮৩ জন (বাংলাদেশে সুস্থ – ২ লাখ ২৪ হাজার ৫৭৩ জন)।
মোট মৃত্যু – ৮ লাখ ৯৩ হাজার ৭১২ জন (বাংলাদেশে মৃত্যু – ৪ হাজার ৫১৬ জন)।
সংক্রমণের বিস্তার – বিশ্বের প্রায় ২১৫টি দেশ ও অঞ্চলে।
#খেলাধুলা
০১. ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩তম আসর কবে শুরু হবে?
উত্তরঃ ১৯ সেপ্টেম্বর, ২০২০.
## ভেন্যু - সংযুক্ত আরব আমিরাত।
#সেরা_উক্তি
“তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও, তবে অন্যরাও দেবে না। নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো। তাহলেই সফল হবে।”
- কিম গ্রাস্ট (বিশ্বখ্যাত মার্কেটিং এক্সপার্ট)।

Collected:-

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]