Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3226
1:পৃথিবীতে কয়টি মহাদেশ আছে ?
উত্তর: ৭টি ।
2: পৃথিবীতে কয়টি মহাসাগর আছে ?
উত্তর: ৫টি ।
3:এশিয়া মহাদেশের আয়াতন কত ?
উত্তর: প্রায় ৪ কোটি ৬৪ লক্ষ ৮৯ হাজার
৭২৮ বর্গকিলোমিটার ।
4) এশিয়া মহাদেশ পৃথিবীর কোথায় অবস্থিত ?
উত্তর: র্পূব গোলার্ধে অবস্থিত ।
5)ভূলগা নদী কোন মহাদেশে অবস্থিত ?
উত্তর: ইউরোপ মহাদেশে অবস্থিত ।
6) সিন্ধু নদী কোন মহাদেশে অবস্থিত ?
উত্তর: এশিয়া মহাদেশে অবস্থিত ।
7) কোন পর্বতমালা এশিয়া ও ইউরোপের মাঝে অবস্থিত ?
উত্তর: ইউরাল পর্বতমালা এশিয়া ও ইউরোপের মাঝে
অবস্থি
8) কোন মহাদেশের দক্ষিণে দক্ষিণ আমেরিকা অবস্থিত ?
উত্তর: উত্তর আমেরিকা ।
9) উত্তর আমেরিকার র্পূব ও পশ্চিম উপকুলে কোন কোন মহাসাগর অবস্থিত ?
উত্তর: উত্তর আমেরিকা পৃথিবীর চর্তুথ বৃহত্তম মহাদেশ
এর পূর্বে আটলান্টিক মহাসাগর ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর অবস্থিত ।
10) পৃথিবীর শীতলতম মহাদেশ কোনটি ?
এর আয়াতন কত ?
উত্তর: পৃথিবীর শীতলতম মহাদেশ এন্টার্কটিকা মহাদেশ ।
এ মহাদেশ সারা বছরই বরফে আবৃত থাকে ।
আয়তন: এর আয়াতন ১ কোটি ৪১ লক্ষ বর্গকিলোমিটার ।
11) তুরুসকো কোন মহাদেশে অবস্থিত ?
উত্তর: পশ্চিম এশিয়ার দেশে তুরুসকো অবস্থিত ।
12) পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি ?
উত্তর: ওশেনিয়া ।
13) পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি ?
উত্তর: উত্তর মহাসাগর ।
14) পৃথিবীর কোন দুটো দেশ দুটি মহাদেশে অবস্থিত ?
উত্তর: তুরস্কু ও রাশিয়া ।
15) কেনিয়া কোন মহাদেশে অবস্থিত ?
উত্তর: পূর্ব আফ্রিকা ।
16) চীংল্যান্ড কোন মহাদেশে অবস্থিত ?
উত্তর: ইউরোপ ।
17) আইসেল্যান্ড কোন মহাদেশে অবস্থিত ?
উত্তর: উত্তর ইউরোপ ।
18) মালদ্বীপ কোন সাগরে অবস্থিত ?
উত্তর: ভারত মহাসাগরে ।
19) সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত ?
উত্তর: আফ্রিকা মহাদেশে অবস্থিত ।
20) আয়াতনের সবচেয়ে ছোট মহাসাগর কোনটি ?
উত্তর: অ্যান্টার্কটিকা মহাসাগর । (দক্ষিণ মহাদেশ) ।
21) পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি ?
উত্তর: এশিয়া মহাদেশ ।
22) আল-পোস পর্বত কোথায় অবস্থিত ?
উত্তর: ইউরোপ মহাদেশে অবস্থিত ।
23) কেমেরু কোন মহাদেশে অবস্থিত ?
উত্তর: মধ্যে আফ্রিকার দেশে অবস্থিত ।
24) লিবিয়া কোন মহাদেশে অবস্থিত ?
উত্তর: উত্তর আফ্রিকা ।

সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    1 Replies 
    1508 Views
    by Abrar
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    198 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]