Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3221
 প্রশ্নঃ দেশে সাক্ষরতার হার কত?
উত্তরঃ ৭৪.৭%।
 প্রশ্নঃ দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসের কতটি পূর্ণাংগ জীবননকশা বের করা হয়েছে?
উত্তরঃ ৩২৫ টি।
 প্রশ্নঃ করোনা ভাইরাসে মোট কতটি প্রোটিন থাকে?
উত্তরঃ ২৮ টি।
 প্রশ্নঃ দেশে মোট কত ধরণের করোনা ভাইরাস আছে?
উত্তরঃ ৪ । বিশ্বে ৭ ধরণের।
 প্রশ্নঃ করোনা ভাইরাসের কারনে অর্থনৈতিক ও সামাজিক সংকট মোকাবেলায় সরকার কত টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল?
উত্তরঃ ১ লাখ ১১ হাজার ১৩৭ কোটি টাকা।
 তথ্যঃ এতে মোট ২০ টি প্রণোদনা প্যাকেজ ছিল। এর মধ্যে শিল্প খাতের জন্য সর্বোচ্চ ৩৩ হাজার কোটি টাকা বরাদ্দ ছিল।
 প্রশ্নঃ দেশে রেফ্রিজারেটরের কম্প্রেসর তৈরির একমাত্র কারখানাটি কোন কোম্পানির?
উত্তরঃ ওয়ালটন।
 তথ্যঃ যা বিশ্বে ১৫ তম, এশিয়ায় ৮ম। অবস্থান- চন্দ্রা, গাজীপুর।
৭ সেপ্টেম্বর-আন্তর্জাতিক
 প্রশ্নঃ বিশ্বের নিঃসঙ্গতম হাতির নাম কী?
উত্তরঃ কাবন।
 তথ্যঃ ১৯৮৫ সাল থেকে হাতিটি ইসলামাবাদের মারগাজর চিড়িয়াখানায় আছে। এটি ছেড়ে দেয়া হবে কম্বোডিয়ার একটি অরণ্যে।
 প্রশ্নঃ ২০ আগস্ট,২০২০ নোভিচক-নার্ভ এজেন্ট নামক বিষ চায়ে মিশিয়ে হত্যা করা রুশ প্রেসিডেন্টের কঠোর সমালোচনাকারীর নাম কী?
উত্তরঃ অ্যালেক্সি নাভালনি।
 তথ্যঃ এই একই বিষ দরজায় লেপে ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি হত্যা করা হয়েছিল উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎভাই কিম জং নামকে।
 প্রশ্নঃ করাচি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ চালু হয় কত সালে?
উত্তরঃ ১৯৫৩ সালে।
 প্রশ্নঃ বিশ্বের শীর্ষ ১০ চিন্তাবিদের তালিকায় স্থান একমাত্র বাংলাদেশির নাম কী?
উত্তরঃ স্থপতি মেরিনা তাবাশ্যুম।
 তথ্যঃ যুক্তরাজ্যের খ্যাতনামা সাময়িকী প্রসপেক্ট সম্প্রতি এই তালিকা প্রকাশ করে। ১ম-কে কে শৈলজা, ভারতের কেরালা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। ২য়- জেসিন্ডা আরডার্ন, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। বাংলাদেশের মেরিনা তাবাশ্যুম জলবায়ু পরিবর্তনে বাড়ি বাড়ানোর কৌশল নিয়ে কাজ করেছেন।

সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    4231 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4424 Views
    by bdchakriDesk
    0 Replies 
    276 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    91 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]