Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3195
#বাংলাদেশ বিষয়াবলী
০১. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কবে শহীদ হন?
উত্তরঃ ৫ সেপ্টেম্বর, ১৯৭১. (জন্মঃ ২৬ ফেব্রুয়ারি, ১৯৩৬)।
## ব্যাটলগ্রাউন্ডঃ গোয়ালহাটি গ্রাম, যশোর।
## দাফন সম্পন্নঃ কাশিপুর, শার্শা উপজেলা, যশোর।
## তাঁর জন্মস্থান নড়াইল জেলার মহিষখোলা গ্রামের নাম পরিবর্তন করে ‘নূর মোহাম্মদ নগর’ করা হয় - ১৮ মার্চ, ২০০৮.
০২. ২০২২ সালে জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থা (FAO) এর ৩৬তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন কোন দেশে আয়োজিত হবে?
উত্তরঃ বাংলাদেশ।
## বাংলাদেশের FAO তে যোগদানের সময়ঃ ১৯৭৩ সাল।
০৩. দেশে বর্তমানে কতটি উপজেলার কার্যক্রম চলছে?
উত্তরঃ ৪৯২টি।
০৪. বাংলদেশের বর্তমান কৃষিমন্ত্রীর নাম কী?
উত্তরঃ মো. আব্দুর রাজ্জাক।
## খাদ্যমন্ত্রী - সাধন চন্দ্র মজুমদার।
#আন্তর্জাতিক বিষয়াবলী
০১. উপসাগরীয় কোন দেশে সম্প্রতি প্রথমবারের মতো নারী বিচারক নিয়োগ দেওয়া হয়েছে?
উত্তরঃ কুয়েত।
০২. ‘প্যাট্রিয়ট প্রেয়ার’ কোন দেশের উগ্র শ্বেতাঙ্গবাদী সংগঠন?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
## যুক্তরাষ্ট্রে সম্প্রতি চলমান ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে এই সংগঠনের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ আছে।
০৩. ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
উত্তরঃ মাহমুদ আব্বাস।
০৪. ‘নিউ ডায়মন্ড’ কোন দেশের অপরিশোধিত তেলবাহী ট্যাংকার?
উত্তরঃ পানামা।
## গত ৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার পূর্ব উপকূলে এই ট্যাংকারে আগুন লাগার ঘটনা ঘটে।
০৫. ভারতের সেনাবাহিনীর বর্তমান প্রধান কে?
উত্তরঃ মনোজ মুকুন্দ নারভানে।
০৬. কুনা (KUNA) কোন দেশের সরকারি বার্তা সংস্থা?
উত্তরঃ কাতার।
০৭. দ্বিতীয় দেশ হিসেবে সম্প্রতি কোন দেশ ইসরায়েল ও ইউএই এর মধ্যকার বিমান চলাচলের জন্য তাঁদের আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়েছে?
উত্তরঃ বাহরাইন।
## প্রথম দেশ - সৌদি আরব।
০৮. বিশ্বের বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে টিকা কিনে উন্নয়নশীল দেশের মানুষের জন্য দেওয়ার প্রকল্পের নাম কী?
উত্তরঃ কোভ্যাক্স।
০৯. ফেসবুক ও ইন্সটাগ্রামে বিজ্ঞাপন না দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে সম্প্রতি কোন দেশে ‘#StopHateforProfit’ নামের সামাজিক আন্দোলন চলছে?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
#বিজ্ঞান ও প্রযুক্তি
০১. রক্তের বর্ণহীন তরল অংশকে কী বলে?
উত্তরঃ রক্তরস।
## সাধারণত রক্তের শতকরা প্রায় ৫৫ ভাগ রক্তরস।
০২. বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ অবস্থান করে?
উত্তরঃ আয়নমণ্ডল।
#খেলাধুলা
০১. আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) এর বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে?
উত্তরঃ ইমরান খাজা।
## গত আড়াই মাস থেকে শূন্য হয়ে আছে এই পদ।
#সেরা_উক্তি
“আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না, ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো।”
- নেলসন ম্যান্ডেলা।

সংগৃহীত:-

    সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    সর্বশেষ সরকারী বিধি মোতাবেক রাজাফৈর উচ্চ বিদ্যালয[…]

    পুনঃআবশ্যক: কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ডাকঘর[…]

    সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের নিম্নে বর্ণিত শূন[…]