Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3159
🔖 সদ্য বিদায়ী ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের গড় মাথাপিছু আয় কত?
➯ ২ হাজার ৬৪ মার্কিন ডলার। ↝ টাকার অংকে – ১ লাখ ৭৪ হাজার ৮৮৮ টাকা। ↝বিশ্বব্যাংকের তথ্য মতে – ১৯৪০ মার্কিন ডলার। (বিশ্বে ১৪৯তম)
🔖 সদ্য বিদায়ী ২০১৯-২০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কত হয়েছে? ➯ ৫.২৪ শতাংশ। ↝এই অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছিল – ৮.২০ শতাংশ।
↝ স্থির মুল্যে জিডিপির আকার – ২৭ লাখ ৯৬ হাজার ৩৭৮ কোটি ২০ লাখ টাকা।
🔖 বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবৃদ্ধি – ৮.১৫ শতাংশ (২০১৮-১৯ অর্থবছরে)।
↝ চলতি ২০২০-২১ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে - ৮.২০ শতাংশ।
🔖 সদ্য বিদায়ী ২০১৯-২০ অর্থবছরে জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি ছিল?
উত্তরঃ সেবা খাত (৫১.৩০ শতাংশ)।
↝ শিল্প খাতের অবদান – ৩৫.৩৬ শতাংশ।
↝ কৃষি খাতের অবদান – ১৩.৩৫ শতাংশ।
🔖 দেশে বর্তমানে বনভূমির পরিমাণ মোট কত শতাংশ?
উত্তরঃ ১৬.১৭ শতাংশ।
↝ চলতি ২০২০ সালেই সরকার বনভূমির পরিমাণ ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে।
🔖 জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কত তম জনবহুল দেশ?
উত্তরঃ অষ্টম।
↝ বিশ্বের মোট জনসংখ্যার ২.১১ শতাংশ মানুষ বাংলাদেশে বাস করে।
🔖 লেখক ও অধ্যাপক হুমায়ুন আজাদ কবে মৃত্যুবরণ করেন?
উত্তরঃ ১২ আগস্ট, ২০০৪.
↝ ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলা একাডেমির বইমেলা থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে মারাত্মকভাবে আহত করে।
🔖 বর্তমানে দেশের বৃহত্তম হাইটেক পার্ক কোনটি?
উত্তরঃ বঙ্গবন্ধু হাইটেক সিটি, কালিয়াকৈর, গাজীপুর।
↝ এটি দেশের প্রথম হাইটেক পার্ক।
🔖 দেশের ‘ভোমরা স্থল বন্দর’ কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ সাতক্ষীরা।
🔖 দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ব বৃহৎ কৃত্রিম জলাধার কোনটি?
উত্তরঃ কাপ্তাই লেক, রাঙামাটি।
↝ এটি দেশের অভ্যন্তরীণ বদ্ধজলাশয়গুলোর মধ্যে সর্ব বৃহৎ।
↝ এর আয়তন – প্রায় ৬৮ হাজার ৮০০ হেক্টর।
↝ হ্রদটি তৈরি করা হয় – ১৯৬১ সালে।
🔖 ২০২০ সালে 'SHIP-BREAKING RECORDS' শীর্ষক প্রতিবেদন অনুয়ায়ী জাহাজ ভাঙ্গায় শীর্ষ দেশ কোনটি?
➯ বাংলাদেশ
🔖 জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে বিশ্বে দ্বিতীয় অবস্থানে কোন দেশ?
➯ বাংলাদেশ
🔖 বাসাবাড়িতে SOLAR HOME SYSTEM ব্যবহারে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
➯ যৌথভাবে ২য়
🔖 ২০১৯-২০২০ অর্থবছরে গড় মুদ্রাস্ফীতি কত?
➯ ৫.৬৫%
🔖 ২০২০ সালে 'UNESCO WOMEN IN SCIENCE AWARD ' লাভ করেন কোন বাংলাদেশী বিজ্ঞানী?
➯ ফেরদৌস কাদরী
🔖 ২০২০ সালের 'THE ECONOMIST'-র তথ্য মতে, অর্থনৈতিক সক্ষমতার বিবেচনায় বাংলাদেশের অবস্থান কততম?
➯ ৯ম
🔖 ২০২০-২০২১ অর্থবছরে GDP প্রবৃদ্ধির হার কত?
➯ ৮.২%
🔖 ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশের রপ্তানী আয়ের লক্ষ্যমাত্রা কত?
➯ ৪৮ বিলিয়ন মা.ডলার
🔖 ২০২০-২০২১ অর্থবছরে মূল্যস্ফীতির হার কত?
➯ ৫.৪%
🔖 BBS-২০১৯ এর রিপোর্ট অনুসারে,বাংলাদেশের স্বাক্ষরতার হার কত?
➯ .৭৪.৪%
🔖 BBS-র তথ্য মতে, ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি হার ছিল কত শতাংশ?
➯ ৫.২৪%
🔖 BBS-র রিপোর্ট ২০১৯ অনুসারে, বাংলাদেশের গড় আয়ুষ্কাল কত?
➯ ৭২.৬ বছর
🔖 FIXED BROADBAND-র গতিতে বিশ্বের ১৭৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম?
➯ ১০৪ তম
🔖 IN THE WORLD BANK'S EASY OF DOING BUSINESS INDEX-য়ে বাংলাদেশের অবস্থান ১৮৯টি দেশের মধ্যে কততম?
➯ ১৬৮তম
🔖 SDG প্রতিবেদন সূচক-২০২০ এ বাংলাদেশ কততম?
➯ ১০৯ তম(শীর্ষে সুইডেন, নিম্নে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র)
🔖 UNITED NATION-র বাণিজ্য উপাত্ত অনুয়ায়ী, বিশ্বে শিল্প উৎপাদন খাতে বাংলাদেশের অবস্থান কততম?
➯ ৪৫ তম
🔖 WTO-র ‘WORLD STATISTICAL REVIEW 2020' অনুযায়ী, পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কততম?
➯ ২য়; শীর্ষ-চীন ; ৩য়- ভিয়েতনাম
🔖 WTO-র 'HUMAN RESOURCE INDEX 2020' অনুযায়ী ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত তম?
➯ ১৩৬ তম
🔖 আদিবাসী ভাষা দশকের সময়কাল কত সাল পর্যন্ত?
➯ ২০২২-২০৩২ সাল পর্যন্ত ১০ বছর
🔖 গম আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
➯ ৬ষ্ঠ
🔖 জাতিসংঘের ঘোষিত তথ্য মতে SDG-তে বিশ্বের ১৬৬ টি দেশের মধ্যে বাংলাদেশ অবস্থান কততম?
➯ ১০৯ তম ; শীর্ষ-সুইডেন
🔖 তৈরি_পোশাক_(RMG) রপ্তানিতে একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান
➯ ২য় (সূত্রঃ WTO)
🔖 দেশে টিকা উৎপাদন করতে পারে কতটি প্রতিষ্ঠান?
➯ ২টি(ইনসেপ্টা ও পপুলার ফার্মা)
🔖 দেশে রাষ্ট্রায়াত্ত পাটকল বন্ধ ঘোষণা করা হয় কবে?
➯ ১ জুলাই, ২০২০
🔖 দেশের কোন শহরে নির্মিত হবে ২৫০ ফুট উচ্চতার ‘জয় বাংলা টাওয়ার’?
➯ মানিকগঞ্জ
🔖 দেশের প্রথম এক্সপ্রেসওয়ের কত কিলোমিটার দীর্ঘ?
➯ ৫৫ কি.মি ; রুটঃ যাত্রাবাড়ী-মাওয়া-ভাঙ্গা
🔖 পণ্য আমদানিতে বর্তমান বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম?
➯ ৪৮তম
🔖 পল্লি বিদ্যুৎ দেশের কতটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করছে?
➯ ৪৬১টি
🔖 পাট, চিংড়ি ও কাঁকড়া থেকে 'PPE(PERSONAL PROTECTIVE EQUIPMENT)' তৈরী করেছেন কোন বাংলাদেশী উদ্ভাবক?
➯ ড. মোবারক আহমদ খান
🔖 বর্তমানে দেশে নদী বন্দর কতটি?
➯ ৩৪টি
🔖 বর্তমানে বাংলাদেশ 'ব্যাংক রেট ' কত শতাংশ?
➯ ৪%
🔖 বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের অবসরের বয়সসীমা কত বছর?
➯ ৬৭ বছর
🔖 বর্তমানে বাংলাদেশ রপ্তানী করে কতটি পণ্য?
➯ ৭৫০টি(১ম পোশাক,চা রপ্তানীতে ৬৪তম)
🔖 বর্তমানে বাংলাদেশে কত ধরনের ব্যাংক নোট চালু আছে
➯ ৭টি
🔖 বর্তমানে বিশ্বের কতটি দেশে (আগস্ট-২০২০) শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে?
➯ ১৬০টি দেশে
🔖 বর্তমানে মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় কতটি?
➯ ৬৫,৬২০টি
🔖 বাংলাদেশ ব্যাংকের বর্তমান(আগস্ট-২০২০) বৈদেশিক রিজার্ভ কত?
➯ ৩৭.২৮৭ বিলিয়ন মা.ড.
🔖 বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স আসে কোন দেশ থেকে?
➯ যুক্তরাষ্ট্র ( সর্বোচ্চ= সৌদি আরব )
🔖 বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০২০ অনুয়ায়ী, বাংলাদেশ জনসংখ্যা বৃদ্ধি হার কত?
➯ ১.১%
🔖 বিশ্বকাপ বাছাইপর্বে দেশের হয়ে ১ম গোল ও আন্তর্জাতিক ফুটবলে ১ম হ্যাটট্রিক করে কে?
➯ আশরাফ উদ্দিন চুন্নু
🔖 বিশ্বে ২৩০ টি দেশের মধ্যে রপ্তানিকারক দেশ হিসাবে বাংলাদেশের অবস্থান কততম?
➯ ৫৫ তম
🔖 যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে কে দায়িত্ব পালন করছেন?
➯ মোহাম্মদ জিয়াউদ্দিন
🔖 শিল্পোৎপাদনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
➯ ৪৫ তম
🔖 জনসংখ্যার ঘনত্বে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
➯ ৭ম
🔖 মোবাইল ইন্টারনেটের গতিতে বিশ্বের ১৩৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম?
➯ ১৩৪ তম

Collected
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    508 Views
    by masum
    0 Replies 
    3251 Views
    by apple
    0 Replies 
    4244 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4436 Views
    by bdchakriDesk
    0 Replies 
    286 Views
    by bdchakriDesk
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]