Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3142
101) কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে ? নিউক্লিয়াস
102) ক্যালকুলাস কে আবিস্কার করেন ? নিউটন
103) ক্রোমোজোমে কোন কোন মৌলিক পদার্থ থাকে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম , লৌহ
104) ক্রোমোজোমের প্রোটিন কয় প্রকার ? ২ প্রকার। ১. হিস্টোন ২. নন-হিস্টোন
105) ক্লোন পদ্ধতিতে প্রথম ভেড়ার নাম কী ? ডলি .
106) ক্লোনিং কত প্রকার? ৩ প্রকার । জিন , সেল, জীব ক্লোনিং।
107) ক্লোরিন প্রকৃতিতে কিভাবে থাকে ? গ্যাসীয় অবস্থায়
108) ক্ষতস্থান থেকে রক্ত পরা বন্ধ করে কোন ভিটামিন ? ভিটামিন-কে
109) ক্ষার লাল লিটমাস পেপারকে কী করে ? নীল করে
110) খাদ্য শক্তি বেশি থাকে কোন মাছে ? শুটকি মাছে
111) খাবার লবণের রাসায়নিক নাম কী ? সোডিয়াম ক্লোরাইড
112) গলগন্ড রোগ হয় কিসের অভাবে ? আয়োডিনের অভাবে
113) গ্যাভানাইজিং কী ? লোহার উপর দস্তার প্রলেপ
114) গ্রীষ্ম কালে কোন ধরনের কাপড় পরিধান করা ভালো ? সাদা
115) চাঁদে কোনো শব্দ করলে শোনা যায় না কেন ? বাতাস নেই বলে
116) চাঁদের বুকে অবতরণ করা চন্দ্রযানের নাম কী ? অ্যাপোলো -১১
117) চাঁদের বুকে কে প্রথম অবতরণ করে ? নীল আর্মস্ট্রং ও এডউইন অল্ড্রিন
118) চাঁদের বুকে প্রথম মানুষ অবতরণ করে ? ২১ জুলাই , ১৯৬৯ সালে
119) চায়ের পাতায় কোন উপাদান থাকে ? থিন
120) চুম্বকের আকর্ষণ সবচেয়ে বেশী কোথায় ? মেরু বিন্দুতে
121) জীনের রাসায়নিক গঠন কী ? ডি এন এ
122) জীব RNA কোষে কয় প্রকার? -৩প্রকার ।
123) জীব জগতের বৈচিত্রের নিয়ন্ত্রককে? -জীন
124) জীব দেহের শক্তির উৎস কী ? খাদ্য
125) জীব প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবিত নতুন প্রাণি কিংবা উদ্ভিদকে কি বলে ? ট্রান্সজেনিক প্রাণি
126) জীব প্রযুক্তির উদাহরণ কোন গুলো ? অনুজীব বিজ্ঞান, টিস্যু কালচার , জিন প্রকৌশল
127) জীব বিজ্ঞানের জনক কে ? এরিস্টটল
128) জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য কী ব্যাবহৃত হয় ফরমালিন
129) জীবাণু বিদ্যার জনক কে ? ভন লিউয়েন হুক
130) জীবের বংশ গতির একক কোনটি ? জিন
131) জুভেনাইল গ্লুকোমা অক্ষিগোলোকের কাঠিন্য
132) টুথপেস্টের প্রধান উপাদান কী ? সাবান ও পাউডার
133) টেলিভিশন কে আবিস্কার করেন ? জন এল বেয়ার্ড
134) টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কী ? সোডিয়াম মনো গ্লুটামেট
135) ট্রান্সজেনিক প্রানী উদ্ভাবনের মাধ্যমে প্রাণি গুলোর দুধ, রক্ত, মূত্র থেকে প্রয়োজনীয় ওষুধ আহোরণ করার প্রক্রিয়াকে কি বলে? মলিকুলার ফার্মিং
136) ঠোঁটের কোণে মুখের ঘা কিসের অভাবে হয় ? ভিটামিন -বি -২
137) ডায়বেটিস রোগ হয় কীসের অভাবে ? ইনসুলিন
138) ডিএনএ টেস্টের মাধ্যমে পিতামাতা- সন্তান কত ভাগ মিল পাওয়া যায় ? ৯৯.৯%
139) ড্রাই আইস বা শুস্ক বরফ কাকে বলে ? কঠিন কার্বন ডাই অক্সাইড কে
140) ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় কে ? কেঁচো
141) তরঙ্গ দর্ঘ্য বাড়লে শব্দের তীক্ষ্নতা ? কমে
142) তরল পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয় ? পরিচলন পদ্ধতিতে
143) তামাকে বিষাক্ত কোন পদার্থ থাকে ? নিকোটিন
144) তামার সাথে টিন মিশালে কী উৎপন্ন হয় ? ব্রোঞ্জ
145) তামার সাথে দস্তা বা জিঙ্ক মেশালে কি উৎপন্ন হয় ? পিতল
146) তেঁতুলে কোন অ্যাসিড থাকে ? টারটারিক অ্যাসিড
147) থাইমিন কোথায় থাকে? ডিএনএ ।
148) দই জমাট বাঁধায়? ব্যাকটেরিয়ার
149) দাড়ি গোফ গজায় কোন হরমোনের কারণে ? টেসটেস্টোরেন হরমোন
150) দিনের আলোতে কাজ করে চোখের কোন অংশ ?কোন (চোখের অংশ)

Collected
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    6629 Views
    by bdchakriDesk
    0 Replies 
    3892 Views
    by sajib
    0 Replies 
    1747 Views
    by afsara
    0 Replies 
    2566 Views
    by romen
    0 Replies 
    8747 Views
    by rana

    প্রসারিত-- সংকুচিত প্রকাশ্য-- গোপনীয়/অপ্রকাশ্য/প্[…]

    প্রতিকূল-- অনুকূল প্রকাশ্যে-- নেপথ্যে প্রায়শ-- কদ[…]

    নামা-- ওঠা নিশ্চয়তা-- অনিশ্চয়তা নিন্দুক/নিন্দক--[…]

    নাবালক-- সাবালক নীরস-- সরস নিন্দা-- প্রশংসা নিরবকা[…]