Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3138
#বাংলাদেশের প্রথম ফ্লাইওভার কোনটি – ঢাকা মহাখালি।
#বাংলাদেশের প্রথম ছায়াছবি কোনটি – মুখ ও মুখোশ।
#বাংলাদেশের বৃহত্তম শহর কোনটি – ঢাকা।
#বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি – চলন বিল।
#বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি – ভোলা।
#বাংলাদেশের বৃহত্তম বাঁধ কোনটি – কাপ্তাই বাঁধ।
#বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি – সুন্দরবন।
#বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি – হাকালুকি (সিলেট)।
#বাংলাদেশের বৃহত্তম সমুদ্র সৈকত কোনটি – কক্সবাজার।
#বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি – চট্টগ্রাম।
#বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর কোনটি – নারায়নগঞ্জ।
#বাংলাদেশের বৃহত্তম পার্ক কোনটি – রমনা পার্ক।
#বাংলাদেশের বৃহত্তম উদ্যান কোনটি – সোহরাওয়ার্দী উদ্যান।
#বাংলাদেশের বৃহত্তম সরক সেতু কোনটি – যমুনা সেতু।
#বাংলাদেশের বৃহত্তম কন্টেইনার জাহাজ কোনটি – বাংলার দূত।
#বাংলাদেশের বৃহত্তম ভবন কোনটি – শিল্প ব্যাংক ভবন (৩২ তলা)।
#বাংলাদেশের উচ্চতম পাহাড় কোনটি – গারো পাহাড়।
#বাংলাদেশের উচ্চতম বৃক্ষ কোনটি – বৈলাম বৃক্ষ।
#বাংলাদেশের একটি ব-দ্বীপ এর নাম লিখ – হাতিয়া।
#ঢাকা নগরিকে অন্য আর কি নামে ডাকা হয় – মসজিদের শহর।
#মেট্রোপলিটন পুলিশ প্রধান কে কি বলে – পুলিশ কমিশনার।
#উপজেলা প্রশাসনের প্রধান কে – উপজেলা নির্বাহী আফিসার।
#বাংলাদেশের জেলা পরিষধের সংখ্যা কতটি – ৬৪ টি।
#সুপ্রীম কোর্ট কয় ভাগে বিভক্ত ও কি কি – ২ ভাগে যথাঃ ১.হাইকোর্ট বিভাগ, ২.আপিল বিভাগ।
#বাংলাদেশের প্রথম বেসরকারী টেলিভিশন চ্যালেন কোনটি – একুশে টিভি (ETV)।
#কোন ব্যাক্তি বাংলাদেশকে ধন সম্পদ পূর্ন নরক বলে অভিহিত করেন – ইবনে বতুতা।
#বাংলাদেশের শীতল তম স্থান কোথায় – শ্রীমঙ্গল।
সিটি কর্পোরেশনের প্রধানের মেয়াদ কাল কত – ৫ বছর।
# গারো উপজাতি বাস করে কোথায় – ময়মনসিংহ।
# বাংলাদেশে সর্ব প্রথম কোন মহিলা টেষ্ট টউব শিশুর মা হন – ফিরোজা বেগম।
# বাংলাদেশ সেনাবাহীনিতে দ্বিতীয় নারী ছত্রীসেনার নাম কি – মেজর নুসরত নূর আল চৌধুরী।
# বাংলায় শিশু সাংবাদিকতার ওয়েবসাইট কোনটি – হ্যালো।
#অষ্টম বাংলাদেশ গেমসের মাসকট কি – তারুণ্য।
#দেশের প্রথম সমুদ্র গবেষণা ইনস্টিটিউট স্থাপিত হচ্ছে কোথায় – রামু, কক্সবাজার।
#যুক্তরাজ্য ভিত্তিক পাখি বিষয়ক সংস্থা বার্ডলাইফ ইন্টারন্যাশনাল কোন স্থানকে দেশের ২০তম অভয়ারণ্য ঘোষনা করে – সোনাদ্বীপ।
#প্রবাসীদের উদ্যোগে প্রথম বাংলাদেশী ব্যাংকের নাম কি – এনআরবি (NRB) কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
#বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কত – ৭ জন।
#বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত – ভাওয়াল ও মধূপুরের বনভূমি।
#বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে কোথায় – জামালগঞ্জে।
#বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছে – মেসোপটেমিয়ায়।
#সুমেরীয় সভ্যতা গড়ে উঠেছে – মেসোপটেমিয়ায়।
#মুক্তিযুদ্ধ কালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় – ১১টি সেক্টরে।
#পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা কে – ধর্মপাল।
#বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি – সেন্টমার্টিন।
#প্রাচীন পুন্ড্র বর্ধন নগর কোথায় অবস্থিত – মহাস্থানগড়।
#বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি – সাঁওতাল।
#সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত – বলেশ্বর।

সংগৃহীত:-
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]