Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3130
০১| বর্তমানে চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশ___একধাপ এগিয়ে ৯ম (চীন ১ম, ভারত ২য়)
০২| বিশ্বে চা-পানে বাংলাদেশ____১৬তম
০৩| করোনা কালে দেশে প্রবৃদ্ধি অর্জনকারী ১৬টি পণ্যের মধ্যে চায়ের অবস্থান____৮ম
০৪| "২০১৯-২০২০" অর্থবছরে চা রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে___ ৩.১ মিলিয়ন মা.ড.(২০১৮-১৯ এ ছিল ২.৮২%)
০৫| দেশে সর্বপ্রথম "চা-বাগান" স্থাপন___ সিলেটের মালনিছড়ায়(১৮৫৪ সালে)
০৬| ১৮৫৪ সালের পর ১৬৫ বছরে সর্বোচ্চ চা উৎপাদন___২০১৯ সালে ৯ কোটি কেজি (উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৮ কোটি কেজি)
০৭| "২০২৫ সালে চা উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে____১৪ কোটি কেজি
০৮| দেশে নিবন্ধিত চা বাগান আছে___১৬৭টি
০৯| দেশে সবচেয়ে বেশি চা বাগান আছে___ মৌলভিবাজারে ৯১টি
১০| অর্গানিক চা উৎপাদন করা হয়___পঞ্চগড়ে

Collected

    কমিশনারের কার্যালয়ের অধীন কর অঞ্চল–১৮, ঢাকা[…]

    সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতী[…]

    পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিঃ সর্বশেষ এমপিও নীতিমালায[…]

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]