Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3128
#বাংলাদেশ বিষয়াবলী
০১. বাংলাদেশ সরকারের ব্যাংক ব্যবস্থায় সম্প্রতি চালু করতে যাওয়া শরিয়াহভিত্তিক ইসলামি বন্ডের নাম কী?
উত্তরঃ সুকুক।
## ‘সুকুক’ আরবি শব্দ, এর অর্থ সিলমোহর লাগিয়ে কাউকে অধিকার ও দায়িত্ব দেওয়ার আইনি দলিল।
০২. বর্তমান বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় দেশের চট্টগ্রাম বন্দরের অবস্থান কত তম?
উত্তরঃ ৫৮তম।
## তালিকায় শীর্ষে আছে – সাংহাই বন্দর, চীন।
## তালিকার নাম - লয়েড’স লিস্ট।
## তালিকা প্রকাশকারী সংস্থা – শিপিং বিষয়ক সংবাদ মাধ্যম – লয়েড, যুক্তরাজ্য।
০৩. ‘মানুষ’ কবিতাটি কে লিখেছেন?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম।
০৪. খৈয়াছড়া ঝরনা কোথায় অবস্থিত?
উত্তরঃ মিরসরাই, চট্টগ্রাম।
#আন্তর্জাতিক বিষয়াবলী
০১. যুক্তরাষ্ট্র কবে Trans-Pacific Partnership (TPP) থেকে বেরিয়ে যায়?
উত্তরঃ ২০১৭ সালে।
## বর্তমান সদস্যরাষ্ট্র – ১১টি।
## বর্তমান নাম - Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership (CPTPP) বা TPP11 বা TPP-11.
০২. জাপানের বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম কী?
উত্তরঃ Liberal Democratic Party (LDP).
## ধরন – উদার গণতন্ত্রী।
০৩. জাতিসংঘের তালিকাভুক্ত সন্ত্রাসী হাফিজ সাঈদ কোন দেশের নাগরিক?
উত্তরঃ পাকিস্তান।
## ২০০৮ সালে ঘটা মুম্বাই হামলায় তাঁর প্রতিষ্ঠিত সংগঠন জড়িত ছিল বলে দাবী করে আসছে ভারত।
০৪. ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ কবে পালিত হয়?
উত্তরঃ ৩০ আগস্ট।
## ২০১০ সালের ২১ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ৩০ আগস্টকে ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়।
## ২০১১ সাল থেকে বিভিন্ন দেশে এই দিবস পালিত হয়ে আসছে।
০৫. কুখ্যাত ‘হোয়া লো কারাগার’ কোথায় অবস্থিত?
উত্তরঃ হ্যানয়, ভিয়েতনাম।
০৬. ‘আলকাতরাহ দ্বীপ’ কোথায় অবস্থিত?
উত্তরঃ সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র।
০৭. আধুনিক চিকিৎসা বিজ্ঞানের প্রথম নারী চিকিৎসক কে?
উত্তরঃ এলিজাবেথ ব্ল্যাকওয়েল, ব্রিটিশ-অ্যামেরিকান নাগরিক।
০৮. চলচ্চিত্র প্রতিষ্ঠান মার্ভেলের প্রতিষ্ঠিত ‘ব্ল্যাক প্যান্থার’ চরিত্রে অভিনয় করা মার্কিন অভিনেতা শ্যাডউইক বোজম্যান কবে মারা যান?
উত্তরঃ ২৮ আগস্ট, ২০২০.
## মাত্র ৪৩ বছর বয়সে প্রয়াত হলেন এই অভিনেতা!
#বিজ্ঞান ও প্রযুক্তি
০১. তথ্যপ্রযুক্তি ও যোগাযোগবিষয়ক ‘কোড ১৯’ কোন দেশভিত্তিক সংস্থা?
উত্তরঃ অস্ট্রেলিয়া।
০২. বায়ুতে অবস্থানরত জলীয় বাষ্পের প্রধান উৎস কোনটি?
উত্তরঃ সমুদ্র।
#করোনাভাইরাস COVID-19 আপডেট - (2019-nCoV)
২৯ আগস্ট, ২০২০ পর্যন্ত – সারা বিশ্বে
মোট আক্রান্ত – ২ কোটি ৪৯ লাখ ৫৫ হাজার ৯২২ জন (বাংলাদেশে আক্রান্ত – ৩ লাখ ৮ হাজার ৯২৫ জন)।
মোট সুস্থ – ১ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ৬২৬ জন (বাংলাদেশে সুস্থ – ১ লাখ ৯৮ হাজার ৮৬৩ জন)।
মোট মৃত্যু – ৮ লাখ ৪২ হাজার ২০৭ জন (বাংলাদেশে মৃত্যু – ৪ হাজার ২০৬ জন)।
সংক্রমণের বিস্তার – বিশ্বের প্রায় ২১৫টি দেশ ও অঞ্চলে।
#খেলাধুলা
০১. টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে ভারত কবে বাংলাদেশ সফরে আসবে?
উত্তরঃ ২১ নভেম্বর, ২০২২.
## ভারত সর্বশেষ বাংলাদেশে আসে ২০১৫ সালে, সে সময় টেস্ট সিরিজ ড্র হলেও ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতে বাংলাদেশ।
০২. টেনিসের মর্যাদাপূর্ণ আসর ‘ইউএস ওপেন ২০২০’ কবে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ৩১ আগস্ট – ১৩ সেপ্টেম্বর, ২০২০.
## প্রথম ইউএস ওপেন অনুষ্ঠিত হয় – ১৮৮১ সালে।
## ইউএস ওপেন ২০২০ – ১৪০ তম আসর।
০৩. টেনিসের নারী এককে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম কে জিতেছেন?
উত্তরঃ মার্গারেট কোর্ট, অস্ট্রেলিয়া (২৪টি)।
## পুরুষ এককে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ী – রজার ফেদেরার, সুইজারল্যান্ড (২০টি)।
#সেরা_উক্তি
“যদি সর্বোচ্চ আসন পেতে চাও, তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ কর।”
– সাইরাস।

Collected
    InterServer Web Hosting and VPS
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]