Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3119
১০১. মানুষের মনোজগতকে নিয়ন্ত্রণ করে : নৈতিকতা।
১০২. বিবেক, চিন্তা, বুদ্ধি ও ন্যায়পরায়ণতা হচ্ছে : নৈতিকতার উৎস।
১০৩. নৈতিকতা পরিচালিত হয় : সামাজিক বিবেকের দ্বারা।
১০৪. গণতন্ত্র থেকে উৎসারিত মূল্যবোধ : গণতান্ত্রিক মূল্যবোধ।
১০৫. আইন ও নৈতিকতার লক্ষ্য ও আলোচ্য বিষয় : একই।
১০৬. মূল্যবোধ হল : সামাজিক আচার-আচরণের সমষ্টি।
১০৭. সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য : আপেক্ষিকতা।
১০৮. মূল্যবোধ দৃঢ় হয় : শিক্ষার মাধ্যমে।
১০৯. সত্যের উপর প্রতিষ্ঠিত, পরিবেশ দ্বারা প্রভাবিত ও ব্যক্তির দৃষ্টিভঙ্গির উপর ১০৮নির্ভরশীলতা হল : মূল্যবোধের বৈশিষ্ট্য।
১১০. সামাজিক মূল্যবোধ জাগ্রত হয় : পৌরনীতি ও ইতিহাসের শিক্ষা দ্বারা।
১১১. মূল্যবোধ : সমাজের বৃহৎ অংশের দ্বারা অনুমোদিত।
১১২. মূল্যবোধের একটি প্রকার হল : আদিম মানুষের কাজে-কর্মে।
১১৩. সততার সাথে দায়িত্ব পালনে ব্রত : মূল্যবোধ সম্পন্ন মানুষ।
১১৪. আইনের ভিত্তি বলা হয় : মূল্যবোধকে।
১১৫. মানুষ ও পশুর মধ্যে পার্থক্যকারী ধারণা : ঔচিত্যবোধ।


সমাজব্যবস্থার এক মারাত্মক ব্যাধির নাম —
→ দুর্নীতি
চেম্বার্স ডিকশনারিতে দুর্নীতি বা Corruption এর অর্থ পচা ঘুষ, ভাজাল, কৃত্রিম ও নকল।
এনসাইক্লোপিডিয়া অনুসারে দর্শন, ধর্মশাস্ত্র অথবা নৈতিকতার আলোকে দুর্নীতি হচ্ছে আধ্যাত্মিক ও নৈতিক অবক্ষয় অথবা অর্থনৈতিক আদর্শ হতে বিচ্যুতি।
নৈতিকতার আলোকে দুর্নীতি হচ্ছে—
→ ভেজাল
একমাত্র যে শিক্ষা সকলকে অন্যায় কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পারে—
→ নৈতিক শিক্ষা
দুর্নীতি প্রতিরোধে আইন প্রণয়ন করা হয়—
→ ১৯৪৭ সালে

বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হয়–
→ ২০০৪ সালে
১। গণতন্ত্রের প্রাণ কোনটি?
→ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন
২। সুশাসন কি ধরনের শাসন ব্যবস্থা?
→ অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা
৩। সংসদীয় গণতন্ত্রে একচ্ছত্র ক্ষমতার
অধিকারী কে?
→ প্রধানমন্ত্রী
৪। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য
প্রয়োজন কোনটি?
→ ধর্মীয় সহিষ্ণুতা
৫। ভিক্ষুককে ভিক্ষা দেয়া কোন মূল্যবোধের
অন্তর্ভুক্ত?
→ নৈতিক মূল্যবোধ
৬। সুশাসনের মূল লক্ষ কোনটি?
→ জবাবদিহিতা
৭। মূল্যবোধের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
→ Values
৮। কল্যাণমূলক রাষ্ট্র গঠনের অপরিহার্য শর্ত
কোনটি?
→ সুশাসন প্রতিষ্ঠা
৯। বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য
শাসন ব্যবস্থা কোনটি?
→ গণতন্ত্র
১০। সুশাসন ধারনাটির উদ্ভাবক
সংস্থা কোনটা?
→ বিশ্বব্যাংক

সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1304 Views
    by rafique
    0 Replies 
    2647 Views
    by sajib
    0 Replies 
    2544 Views
    by rajib
    0 Replies 
    2183 Views
    by kajol
    0 Replies 
    1417 Views
    by tasnima

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]