- Sat Aug 29, 2020 12:10 pm#3116
#বাংলাদেশ বিষয়াবলী
০১. বাংলাদেশ সরকার সম্প্রতি কোন কোম্পানির করোনা টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষার আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে?
উত্তরঃ সিনোভ্যাক, চীন।
## টিকা কেনার জন্য সরকার ৮৫০ কোটি টাকার একটি প্রকল্প তৈরির কাজ করছে।
০২. দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা কোথায় অবস্থিত?
উত্তরঃ সৈয়দপুর, নীলফামারী।
০৩. নজরুলের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থের নাম কী?
উত্তরঃ ব্যথার দান (১৯২২ সাল)।
#আন্তর্জাতিক বিষয়াবলী
০১. নিউজিল্যান্ডের ইতিহাসে সম্প্রতি এই প্রথম কোন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে?
উত্তরঃ ব্রেন্টন টারান্ট, অস্ট্রেলীয় নাগরিক।
## ঘাতক ব্রেন্টন টারান্ট ২০১৯ সালের ১৫ মার্চ নিউজিল্যান্ডের আল নূর এবং লিনউড মসজিদে হামলা করে, ফলে ৫১ জন মুসল্লি মারা যান, আহত হন ৪০ জন।
## এই মামলার রায় প্রকাশ করা হয় – ২৭ আগস্ট, ২০২০.
০২. নিউজিল্যান্ডের জাতীয় সংগীত কোনটি?
উত্তরঃ God Defend New Zealand.
০৩. সম্প্রতি কোন অঞ্চল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র নতুন করে সংঘাতে জড়িয়েছে?
উত্তরঃ দক্ষিণ চীন সাগর।
## সম্প্রতি বিরোধপূর্ণ এই জলসীমায় চীনের চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপে চীন-যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন মোড় নিয়েছে।
০৪. যুক্তরাষ্ট্রের নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প-বাইডেন কবে প্রথম বিতর্ক অনুষ্ঠানের মুখোমুখি হবেন?
উত্তরঃ ২৯ সেপ্টেম্বর, ২০২০.
## পরবর্তী বিতর্ক অনুষ্ঠানের আয়োজন হবে – ১৫ ও ২২ অক্টোবর, ২০২০.
০৫. ‘INDIA WAY: Strategies for an Uncertain World’ বইটি কে লিখেছেন?
উত্তরঃ এস জয়শঙ্কর, ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী।
০৬. সম্প্রতি যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে আঘাত হানা হ্যারিকেনের নাম কী?
উত্তরঃ লরা।
## গত ২৬ আগস্ট লুইজিয়ানা অঙ্গরাজ্যে আঘাত হানে এই হ্যারিকেন।
০৭. ‘MS-13’ কোন দেশের আলোচিত অপরাধি চক্র?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
## যুক্তরাষ্ট্রের আলোচিত উগ্র বর্ণবাদী সংগঠন – ক্লু ক্লাক্স ক্ল্যান (কেকেকে)।
০৮. বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে সম্প্রতি কে ২০ হাজার কোটি ডলার সম্পদের মাইলফলক স্পর্শ করেছেন?
উত্তরঃ জেফ বেজোস, যুক্তরাষ্ট্র।
## গত ২৬ আগস্ট এই মাইলফলক স্পর্শ করেন ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা।
০৯. ‘ইউনিয়নপে’ কোন দেশের আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান?
উত্তরঃ চীন।
১০. বিখ্যাত উপন্যাস ‘হবিট’ কে রচনা করেন?
উত্তরঃ জে আর টলকিন।
#বিজ্ঞান ও প্রযুক্তি
০১. ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুমন্ডলের ব্যাপ্তি কত?
উত্তরঃ প্রায় ১০ হাজার কিলোমিটার পর্যন্ত।
০২. রুবিকস কিউব কে আবিষ্কার করেন?
উত্তরঃ এর্নো রুবিক।
## আবিষ্কারের সময় – ১৯৭৪ সাল।
## ১৯৮১ সালে প্যাট্রিক বোজার্ট নামক ১২ বছরের এক স্কুল বালক কিউবের সমাধান নিয়ে ‘You can Do the Cube’ নামে বই লেখেন, যেটা পরবর্তীতে ‘The Times’ এ এক নম্বর বইয়ে পরিণত হয়।
#খেলাধুলা
০১. কাদেরকে বিশ্ব টেনিসে পুরুষ দ্বৈতের সবচেয়ে সফল জুটি বলা হয়?
উত্তরঃ ব্রায়ান বব ও ব্রায়ান মাইক।
## সম্প্রতি আমেরিকান এই জমজ ভাই এক সাথে টেনিস থেকে অবসরের ঘোষণা দিলেন।
#সেরা_উক্তি
“যদি খুব ভালো কিছু করতে না পারো, তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো।”
– নেপোলিয়ন হিল।
সংগৃহীত:-
০১. বাংলাদেশ সরকার সম্প্রতি কোন কোম্পানির করোনা টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষার আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে?
উত্তরঃ সিনোভ্যাক, চীন।
## টিকা কেনার জন্য সরকার ৮৫০ কোটি টাকার একটি প্রকল্প তৈরির কাজ করছে।
০২. দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা কোথায় অবস্থিত?
উত্তরঃ সৈয়দপুর, নীলফামারী।
০৩. নজরুলের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থের নাম কী?
উত্তরঃ ব্যথার দান (১৯২২ সাল)।
#আন্তর্জাতিক বিষয়াবলী
০১. নিউজিল্যান্ডের ইতিহাসে সম্প্রতি এই প্রথম কোন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে?
উত্তরঃ ব্রেন্টন টারান্ট, অস্ট্রেলীয় নাগরিক।
## ঘাতক ব্রেন্টন টারান্ট ২০১৯ সালের ১৫ মার্চ নিউজিল্যান্ডের আল নূর এবং লিনউড মসজিদে হামলা করে, ফলে ৫১ জন মুসল্লি মারা যান, আহত হন ৪০ জন।
## এই মামলার রায় প্রকাশ করা হয় – ২৭ আগস্ট, ২০২০.
০২. নিউজিল্যান্ডের জাতীয় সংগীত কোনটি?
উত্তরঃ God Defend New Zealand.
০৩. সম্প্রতি কোন অঞ্চল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র নতুন করে সংঘাতে জড়িয়েছে?
উত্তরঃ দক্ষিণ চীন সাগর।
## সম্প্রতি বিরোধপূর্ণ এই জলসীমায় চীনের চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপে চীন-যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন মোড় নিয়েছে।
০৪. যুক্তরাষ্ট্রের নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প-বাইডেন কবে প্রথম বিতর্ক অনুষ্ঠানের মুখোমুখি হবেন?
উত্তরঃ ২৯ সেপ্টেম্বর, ২০২০.
## পরবর্তী বিতর্ক অনুষ্ঠানের আয়োজন হবে – ১৫ ও ২২ অক্টোবর, ২০২০.
০৫. ‘INDIA WAY: Strategies for an Uncertain World’ বইটি কে লিখেছেন?
উত্তরঃ এস জয়শঙ্কর, ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী।
০৬. সম্প্রতি যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে আঘাত হানা হ্যারিকেনের নাম কী?
উত্তরঃ লরা।
## গত ২৬ আগস্ট লুইজিয়ানা অঙ্গরাজ্যে আঘাত হানে এই হ্যারিকেন।
০৭. ‘MS-13’ কোন দেশের আলোচিত অপরাধি চক্র?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
## যুক্তরাষ্ট্রের আলোচিত উগ্র বর্ণবাদী সংগঠন – ক্লু ক্লাক্স ক্ল্যান (কেকেকে)।
০৮. বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে সম্প্রতি কে ২০ হাজার কোটি ডলার সম্পদের মাইলফলক স্পর্শ করেছেন?
উত্তরঃ জেফ বেজোস, যুক্তরাষ্ট্র।
## গত ২৬ আগস্ট এই মাইলফলক স্পর্শ করেন ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা।
০৯. ‘ইউনিয়নপে’ কোন দেশের আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান?
উত্তরঃ চীন।
১০. বিখ্যাত উপন্যাস ‘হবিট’ কে রচনা করেন?
উত্তরঃ জে আর টলকিন।
#বিজ্ঞান ও প্রযুক্তি
০১. ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুমন্ডলের ব্যাপ্তি কত?
উত্তরঃ প্রায় ১০ হাজার কিলোমিটার পর্যন্ত।
০২. রুবিকস কিউব কে আবিষ্কার করেন?
উত্তরঃ এর্নো রুবিক।
## আবিষ্কারের সময় – ১৯৭৪ সাল।
## ১৯৮১ সালে প্যাট্রিক বোজার্ট নামক ১২ বছরের এক স্কুল বালক কিউবের সমাধান নিয়ে ‘You can Do the Cube’ নামে বই লেখেন, যেটা পরবর্তীতে ‘The Times’ এ এক নম্বর বইয়ে পরিণত হয়।
#খেলাধুলা
০১. কাদেরকে বিশ্ব টেনিসে পুরুষ দ্বৈতের সবচেয়ে সফল জুটি বলা হয়?
উত্তরঃ ব্রায়ান বব ও ব্রায়ান মাইক।
## সম্প্রতি আমেরিকান এই জমজ ভাই এক সাথে টেনিস থেকে অবসরের ঘোষণা দিলেন।
#সেরা_উক্তি
“যদি খুব ভালো কিছু করতে না পারো, তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো।”
– নেপোলিয়ন হিল।
সংগৃহীত:-