Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3111
➡ পায়রায় কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রটি চালুর মধ্য দিয়ে 'আলট্রা সুপার ক্রিটিক্যাল ক্লাবে' প্রবেশ করেছে– বাংলাদেশ।
➡ পায়রায় কয়লাচালিত আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির বিদ্যুৎকেন্দ্র নির্মাণে এশিয়ায় বাংলাদেশ– ৭ম দেশ।
➡ কথাসাহিত্যিক ও বিশিষ্ট সাংবাদিক রাহাত খান মারা গেছেন– ২৮ আগস্ট (১৯৯৬ সালে তিনি ২১শে পদক পান)।
➡ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ– ৩৮.৯০ বিলিয়ন ডলার (২৭ আগস্ট পর্যন্ত)।
➡ বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে (এসআইআই) বিনিয়োগের মাধ্যে বাংলাদেশে প্রথম ভ্যাকসিন আনতে যাচ্ছে– বেক্সিমকো ফার্মা (এটি মূলতো অক্সফোর্ডের ভ্যাক্সিন)।
➡ অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন (এজেডডি১২২২) হলো– অ্যাডিনোভাইরাস ভেক্টর-ভিত্তিক ভ্যাকসিন।
➡ চীনের সিনোভ্যাক কোম্পানির তৈরি কোভিড-১৯ (করোনাভাইরাস) প্রতিরোধের ভ্যাকসিনের ৩য় ধাপের ট্রায়ালের (পরীক্ষা) অনুমতি দিয়েছে– বাংলাদেশ (২৭ আগস্ট প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক)।
➡ যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে আঘাত হানা হ্যারিকেনের নাম– লরা (২৬ আগস্ট আঘাত হানে)।
➡ নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম কোন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়– ব্রেন্টন টারান্ট, অস্ট্রেলিয়ান নাগরিক; ২৭ আগস্ট ২০২০ (২০১৯ সালের ১৫ মার্চ নিউজিল্যান্ডের আল নূর এবং লিনউড মসজিদে হামলা করলে ৫১ জন মুসল্লি মারা যান ও আহত হন ৪০ জন)।
➡ ‘INDIA WAY: Strategies for an Uncertain World’ বইটি লিখেছেন– এস জয়শঙ্কর (ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী)।
➡ সম্প্রতি দক্ষিণ চীন সাগর অঞ্চল নিয়ে নতুন করে সংঘাতে জড়িয়েছে– চীন ও যুক্তরাষ্ট্র।
➡ জাপানের প্রধানমন্ত্রী শিনজো এ্যাবে স্বাস্থ্যগত সমস্যার কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন– ২৮ আগস্ট ২০২০।।

সংগৃৃহীত:-

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]