Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3110
০১| ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশের রপ্তানী আয়ের লক্ষ্যমাত্রা কত?
®___৪৮ বিলিয়ন মা.ডলার
০২| বর্তমানে বাংলাদেশ রপ্তানী করে কতটি পণ্য?
®___৭৫০টি(১ম পোশাক,চা রপ্তানীতে ৬৪তম)
০৩| ২০১৯-২০২০ অর্থবছরে গড় মুদ্রাস্ফীতি কত?
®____৫.৬৫%
০৪| বাংলাদেশ ব্যাংকের বর্তমান (আগস্ট-২০২০) বৈদেশিক রিজার্ভ কত?
®____৩৭.২৮৭ বিলিয়ন মা.ড.
০৫| SDG প্রতিবেদন সূচক-২০২০ এ বাংলাদেশ কততম?
®____১০৯ তম(শীর্ষে সুইডেন, নিম্নে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র)
০৬| পল্লিবিদ্যুৎ দেশের কতটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করছে?
®____৪৬১টি
০৭| বর্তমানে বিশ্বের কতটি দেশে (আগস্ট-২০২০) শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে?
®____১৬০টি দেশে
০৮| পৃথিবীর সর্ববৃহৎ ওয়াকফ(দান) করা বাগান কোথায় অবস্থিত
®____সৌদির আল কাশিম শহরে একটি পাম বাগান। সাড়ে ১৩হাজার কোটি টাকা
০৯| দেশে টিকা উৎপাদন করতে পারে কতটি প্রতিষ্ঠান?
®___২টি(ইনসেপ্টা ও পপুলার ফার্মা)
১০| বিশ্বকাপ বাছাইপর্বে দেশের হয়ে ১ম গোল ও আন্তর্জাতিক ফুটবলে ১ম হ্যাটট্রিক করে কে?
®___আশরাফ উদ্দিন চুন্নু
®___নোট রমজান
১১| কাশ্মীরি ভাষায়"গালওয়ান" শব্দের অর্থ কী?
®____ডাকাত(গালওয়ান উপত্যকা ভারত-চীন সীমান্তে)
১২| আদিবাসী ভাষা দশকের সময়কাল কত সাল পর্যন্ত?
®____২০২২-২০৩২ সাল পর্যন্ত ১০ বছর
১৩| টিকটক কোন দেশের জনপ্রিয় মোবাইল ভিডিয়ো ও শেয়ার করার অ্যাপ?
®____চীনের, প্রতিষ্ঠাতা ঝাং ইয়েমিং
১৪| ZOOM কোন দেশের তৈরি জনপ্রিয় অডিয়ো-ভিডিয়ো যোগাযোগের অন্যতম প্লাটফর্ম?
®____যুক্তরাষ্ট্রের(প্রতিষ্ঠাতা এরিক ইউয়ান)
১৫| বিশ্বের বৃহত্তম বাঁধ কোথায় অবস্থিত?
®____চীনের হুবেই প্রদেশের ইচাং শহরের ইয়াংচি নদীর উপর
১৬| ওয়েবিনার কী?
®____ইন্টারনেটের মাধ্যমে হওয়া সেমিনার
১৭| ২০২০ অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যা কত?
®____৭৭৯.৫০ কোটি
১৮| বর্তমানে মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় কতটি?
®____৬৫,৬২০টি
১৯| দেশে রাষ্ট্রায়াত্ত পাটকল বন্ধ ঘোষণা করা হয় কবে?
®____১ জুলাই, ২০২০
২০| বিশ্বব্যাকের মতে বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত মা.ড.?
®____১৯৪০ মা.ড.(বিশ্বে ১৪৯তম)
®____বাংলাদেশি ২০৬৪ মা.ড.
২১| "ডেল্টা প্ল্যান-২১০০" এর অধীন ২০৩০ সালের মধ্যে কতটি প্রকল্প গ্রহণ করা হয়েছে?
®___৮০টি
২২| "ডেল্টা প্ল্যান-২১০০" বাস্তবায়নে বাংলাদেশকে কোন দেশ সাহায্য করছে?
®____নেদারল্যান্ড(ব-দ্বীপ দেশ)
২৩| "৭ মার্চের" ভাষণ আগস্ট-২০২০ পর্যন্ত কতটি ভাষায় অনূদিত হয়েছে?
®____১২টি
২৪| প্রকাশিতব্য "বঙ্গবন্ধুর স্মৃতিকথা" গ্রন্থের রচয়িতা কে?
®____শেখ মুজিবুর রহমান
২৫| বঙ্গবন্ধুর "কারাগারের রোজনামচা" সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়েছে?
®____নেপালি ভাষায়
২৬| বঙ্গবন্ধুর "কারাগারের রোজনামচা" এ পর্যন্ত কতটি ভাষায় অনূদিত হয়েছে?
®____২টি(অসমাপ্তজীবনী ১৩টি)
২৭| বিশ্ব জনসংখ্যার রিপোর্ট অনুসারে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা কত?
®____১৬.৪৭ কোটি(বিশ্বে ৮ম, ১.১%)
২৮| বর্তমানে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ?
®____সুইজারল্যান্ড/কাতার
২৯| GNP ও GDP তে শীর্ষ দেশ?
®____যুক্তরাষ্ট্র
৩০| মোট জাতীয় আয়ে বিশ্বে বাংলাদেশ কততম?
®____৪০তম(GDP তে ৪১তম)
৩১| এশিয়ার বৃহত্তম সৌরবিদ্যুৎ কোন দেশে?
®____ভারতে
®____নোট রমজান
৩২| জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি?
®____ইথিওপিয়া(২য় বাংলাদেশ)
৩৩| "AIIB"বর্তমান সদস্য কতটি?
®____৮২টি(সর্বশেষ কুক দ্বীপপুঞ্জ)
৩৪| যুক্তরাষ্ট্র কবে WHO এর সদস্যপদ ত্যাগ করবে?
®____৬ জুলাই, ২০২১ সালে
৩৫| ঐতিহাসিক "আয়া সোফিয়া"কোন দেশে এবং কবে জাদুঘর থেকে মসজিদে রূপান্তর করা হয়?
®____তুরস্কে,১০ জুলাই,২০২০
৩৬| বিশ্বের সবচেয়ে দ্রুততম সুপার কম্পিউটারের নাম কী?
®____Fujitsu Fugaku
৩৭| "সুইজব্যাংকে" আমানত রাখায় প্রথম অবস্থানে কোন দেশ?
®____যুক্তরাজ্য(প্রায় ৩৮ হাজার কোটি) বাংলাদেশ প্রায় ৬১ কোটি
৩৮| "NVG" কী?
®____Night Vision Goggles(NVG) বৈমানিকেরা বিমানে অন্ধকারে চোখে দেখার জন্য ব্যবহৃত প্রযুক্তি
৩৯| "সাদা পাথর" পর্যটন কেন্দ্র কোথায় অবস্থিত?
®____সিলেটে
৪০| বাংলাদেশ ব্যাংকে এ পর্যন্ত কতজন গভর্নর পদে আসীন হয়েছেন?
®____১১ জন(১ম এ এম এন হামিদুল্লাহ-১৯৭২-৭৪ এবং ১১তম ফজলে কবির-২০১৬-বর্তমান)
৪১| পদ্মা কাজ শেষ হবে____২০২২ সালের জুন মাসে। এতে সরকারের ব্যয় হবে ৩৪৮ কোটি+টাকা(করোনার কারণে কাজ বাধাগ্রস্ত হওয়ায় ২০২১ এ চালু হচ্ছে না)
৪২| পদ্মা বহুমুখী সেতুর নকশাকার___AECOM
৪৩| করোনার কারণে এবার মার্কিন ভোটাররা ভোট দিবে____ডাক ব্যবস্থার মাধ্যমে "পোস্টাল ব্যালটে"
৪৪| বর্তমানে(২৭ আগস্ট,২০২০) বিদ্যুৎ সুবিধা পাচ্ছে____৯৭ ভাগ মানুষ
৪৫| বর্তমানে দেশে শতভাগ বিদ্যুৎ পাচ্ছে___১৮টি জেলার ৩১টি উপজেলা
৪৬| ২০২৫ সালের মধ্যে চা উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে___১৪০ মিলিয়ন কেজি
৪৭|"বিদ্যুৎ সপ্তাহ"পাল করা হয়____প্রতি বছরের ডিসেম্বর মাসের ২য় সপ্তাহে
৪৮| বৈদেশিক মুদ্রা রিজার্ভে বর্তমানে বাংলাদেশ____৪৮তম(প্রায় ৩৮ বি.)
৪৯| প্রবাসী আয়ে বিশ্বে বাংলাদেশ____৯ম(বেশি আসে সৌদি)
৫০| বাংলাদেশ কোরোনার টিকা আবিষ্কারের ঘোষণার দিক দিয়ে বিশ্বে___১১তম
৫১| বাংলাদেশের প্রথম টাকা ও মুদ্রার নকশাকার____কেজি মুসতাফা
৫২| দেশে বর্তমানে বীমা কোম্পানি আছে____৭৯টি
৫৩| রাষ্ট্রায়াত্ত বীমা কোম্পানি রয়েছে____২টি(জীবন ও সাধারণ বীমা)
নোট রমজান
৫৪| "ISI" হচ্ছে____পাকিস্তানের গোয়েন্দা সংস্থা
৫৫| যশোরের দুঃখ বলা হয়____ভবদহ বিলকে(৩ লাখ মানুষ পানিবন্দি)
৫৬| মুক্তিযুদ্ধের ৪ নং সেক্টর কমান্ডার সি আর দত্ত মারা যান____২৫ আগস্ট, ২০২০
৫৭| যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ____অ্যান্টনি ফাউসি
৫৮| সরকারের কোষাগার থেকে রোহিঙ্গাদের জন্য ইতোমধ্যে ব্যয় হয়েছে____প্রায় ১ লাখ হাজার কোটি টাকা
৫৯| রোহিঙ্গারা বাংলাদেশে আসে___২৫ আগস্ট,২০১৭ সালে
৬০| মার্কিন যুক্তরাষ্ট্রের ৫৯তম নির্বাচন অনুষ্ঠিত হবে____৩ নভেম্বর,২০২০
৬১|বেলারুশের রাজধানী____মিনস্কে
৬২| বাংলাদেশ কোটাবিহীন বাজারে ১ম পোশাক রপ্তানী শুরু করে___২০০৫ সালে
৬৩| ২০১৮-২০২১ সালের রপ্তানী নীতিতে সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত খাত___১৫টি
৬৪| ২০১৮-২০২১ সালের রপ্তানীতে বিশেষ উন্নয়নমূলক খাত___১৯টি
৬৫| দেশের প্রথম কাগজ কল___কর্ণফুলী কাগজ কল(১৯৫৩)

সংগৃহীত:-
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]