Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3105
***৪১)কোনটি ক্ষুদ্রতম সংখ্যা/
উত্তর: _৫/২৭
***৪২)কোন শব্দটি পুত্র শব্দের সমার্থক নয়?
উত্তর: শৈলজ
***৪৩)Which one is a common noun?
উত্তর: infant
***৪৪)”Amicable” অর্থ কী?
উত্তর: সৌহার্দপূর্ণ
***৪৫)বাংলা বর্ণমালায় ক’টি “ব”আছে?
উত্তর: ১টি
***৪৫)১+২+৩+৪……+৯৯=কত?
উত্তর: ৪৯৫০
***৪৬)বাক্য সংকোচন কী?
উত্তর: একটি মাত্র শব্দ ব্যবহার করে ভাব প্রকাশ করা।
***৪৭)BRICS ধারণার প্রবর্তক কে?
উত্তর: জিমও নিল(২০০১)
***৪৮)BRICS এর মূলমন্ত্র কী?
ক)সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি*
খ)সদস্য দেশের মধ্যে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি
***৪৯)ফিলিপাইন দেশ কতটি দ্বীপের সমন্বয়ে গঠিত?
উত্তর: ৭১০৭টি
***৫০)মুসলিম অধ্যুষিত “মিন্দানাও”কোন দেশে অবস্থিত?
উত্তর: ফিলিপাইনে
***৫১)বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কবে সংশোধন করা হয়?
উত্তর: ১৫জুলাই ১৯৭৩(যুদ্ধাপরাধীসহ অন্যান্য গণপরাধীদের বিচার)
***৫২)ঐশ্বর্য”এর বিপরীত শব্দ কী?
উত্তর: নিঃস্ব
***৫৩) “৯৯৯৯৯”এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২,৩,৪,৫, এবং ৬ নিঃশেষে বিভাজ্য হবে?
উত্তর: ২১
***৫৪)লোভে পাপ,পাপে মৃত্যু”এর ইংরেজি অনুবাদ কী?
উত্তর: Greed leads to sin and to death
***৫৫) “১২৫ এর ১২৫% কত?
উত্তর: ১৫৬.২৫
***৫৬)কোন বানানটি শুদ্ধ?
উত্তর: অসমীচীন,মুমূর্ষু
***৫৭) “NAFTA” এর সদস্য দেশ কতটি?
উত্তর: ৩টি(যুক্তরাষ্ট্র, কানাডা,মেক্সিকো)
***৫৮) “অ্যাবাকাস” কী?
উত্তর: এক প্রকার গণনা যন্ত্র
***৫৯)”অ্যাবাকাস”কোথায় আবিষ্কৃত হয়?
উত্তর: খিস্টপূর্ব ৩০০০অব্দে ব্যাবিলনে
***৬০)একটি গাড়ি ৩৬০০০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো।কত টাকা বিক্রি করলে ১৬% লাভ হবে?
উত্তর: ৫২২০০ টাকা
***৬১)বাংলা ভাষায় মধ্যযুগ ছিল?
উত্তর: ১২০১-১৮০০সাল পর্যন্ত
***৬২)০.৯৬২৩-৩১=কত?
উত্তর: -৩০.০৩৭৭
***৬৩)Choose the correctly spelt?
উত্তর: Soverereignty(সার্বভৌম ক্ষমতা)
***৬৪)একটি সংখ্যা ৬৫০ হতে যত বড়, ৮২০ হতে তত ছোট। সংখ্যাটি কত?
উত্তর: ৫৬০+৮২০/২=৭৩৫
***৬৫)বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুত শক্তি কোন প্রকারের শক্তিতে রূপান্তরিত হয়?
উত্তর: শব্দ শক্তিতে
***৬৬)”শশব্যস্ত”কোন সমাস?
উত্তর: শশকের ন্যায় ব্যস্ত=কর্মধারয় সমাস
***৬৭)মাইক্রোনেশিয়া এর অবস্থান হলোউত্তর:
উত্তর: পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
***৬৮) “৬৫ ডিগ্রি পূরক কোণের পরিমাণ কত?
উত্তর: ২৫ডিগ্রি(৯০-৬৫=২৫)
***৬৯)FIFA প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৯০৪ সালে
***৭০)FIFA কোন দেশে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ফ্রান্সের প্যারিসে(সদস্য-২১১টি)
***৭১)জীবনতরী’কী?
উত্তর: একটি ভাসমান হাসপাতাল
***৭২)জীবনতরী”কত সালে যাত্রা শুরু করে?
উত্তর: ১৯৯৯ সালে। মুন্সিগঞ্জের মাওয়া ফেরিঘাট থেকে।
***৭৩)বৃত্তের যে কোন দুটি বিন্দুর সংযোজক রেখাংশ কে কী বলে?
উত্তর: জ্যা বলে
***৭৪) The word “Reproduction”is aউত্তর:
উত্তর: noun
***৭৫)”গম্ভীর ধ্বনি”বাক্যসংকোচন কী?
উত্তর: মন্দ্র
***৭৬)কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক?
উত্তর: শুক্র গ্রহের
***৭৭)”বাগধারা”কোথায় আলোচিত হয়?
উত্তর: বাক্যতত্ত্বে
***৭৮)”মহা পৃথিবী”কার কাব্যগ্রন্থ?
উত্তর: জীবনানন্দ দাশের
***৭৯)”আরব বসন্ত বা রবিউল আরাবি”বলতে কী বুঝায়?
উত্তর: ২০১০ সালের শেষের দিকে আরবে বিভিন্ন দেশের শুরু হওয়া আন্দোলন।
***৮০)The book”Man and Superman”is written?
উত্তর: বার্নাড’শ

সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    191 Views
    by tasnima
    1 Replies 
    838 Views
    by tasnima
    0 Replies 
    357 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    203 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]