- Tue Aug 25, 2020 9:51 am#3088
#বাংলাদেশ বিষয়াবলী
০১. দেশে সম্প্রতি কোন ব্যাংক ‘ডিজিটাল ব্যাংক’ চালুর উদ্যোগ নিয়েছে?
উত্তরঃ ব্যাংক এশিয়া।
০২. দেশে কবে ‘নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ পালিত হয়?
উত্তরঃ ২৪ আগস্ট।
## ১৯৯৫ সালের ২৪ আগস্ট ইয়াসমিন নামক এক নারীকে ধর্ষণের পর হত্যা করে দিনাজপুরের তৎকালীন কিছু টহলপুলিশ সদস্য, এই ঘটনার প্রেক্ষিতে দেশে প্রতিবছর ২৪ আগস্ট ‘নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ হিসেবে পালিত হয়।
০৩. বর্তমানে হাইকোর্টে বিচারপতির সংখ্যা কত জন?
উত্তরঃ ৯৬ জন।
০৪. ‘আজব ও জবর-আজব অর্থনীতি’ বইটি কে লিখেছেন?
উত্তরঃ অর্থনীতিবিদ আকবর আলী খান।
০৫. দেশে বর্তমানে কতটি নিবন্ধিত চা বাগান রয়েছে?
উত্তরঃ ১৬৭টি।
০৬. কচুরিপানা উদ্ভিদ কোন দেশ থেকে বাংলাদেশে আনা হয়েছে?
উত্তরঃ ব্রাজিল।
## সৌন্দর্য বর্ধনের জন্য এগুলো আনা হলেও বর্তমানে তা জলাশয়ের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
#আন্তর্জাতিক বিষয়াবলী
০১. গত ১১ বছরে (২০০৯-২০২০) কোন দেশের অর্থনীতি সবচেয়ে বড় মন্দায় পড়েছে?
উত্তরঃ যুক্তরাজ্য।
০২. ‘এসালা পেরাহেরা’ কোন দেশের ঐতিহ্যবাহী উৎসব?
উত্তরঃ শ্রীলঙ্কা।
০৩. ‘The Truth We Hold’ নামের এই আত্মজীবনী গ্রন্থটি কে লিখেছেন?
উত্তরঃ কমলা হ্যারিস, যুক্তরাষ্ট্র।
## সম্প্রতি তাঁকে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাছাই করা হয়েছে।
০৪. বিখ্যাত সাংবাদিক আন্না পোলিৎকোভাস্কিয়া কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তরঃ রাশিয়া।
## রাশিয়ার সরকার বিরোধী ছিলেন বলে ২০০৪ সালে তাঁকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল, বছর দুই পরে অবশ্য কে বা কারা যেন তাঁকে গুলি করে হত্যা করে।
০৫. বিশ্বে কে প্রথম আইন সংকলন করেন?
উত্তরঃ ব্যবিলন যুগের রাজা হাম্বুরাবি।
০৬. বিশ্বের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী মন্দা কখন হয়েছে?
উত্তরঃ ১৯২৯ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত।
## ১৯২৯ সালের ২৯ আগস্টকে ‘কালো মঙ্গলবার’ বলা হয়।
#বিজ্ঞান ও প্রযুক্তি
০১. ই-ভ্যালি কোন দেশভিত্তিক ডিজিটাল বানিজ্যিক প্রতিষ্ঠান?
উত্তরঃ বাংলাদেশ।
## প্রতিষ্ঠিত – ১৬ ডিসেম্বর, ২০১৮.
০২. মোট দেশজ উৎপাদন (জিডিপি) কে আবিষ্কার করেন?
উত্তরঃ সাইমন কুজনেতস, যুক্তরাষ্ট্র।
## এই মৌলিক কাজের জন্য তিনি ১৯৭১ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
#করোনাভাইরাস COVID-19 আপডেট - (2019-nCoV)
২৩ আগস্ট, ২০২০ পর্যন্ত – সারা বিশ্বে
মোট আক্রান্ত – ২ কোটি ৩৪ লাখ ১৩ হাজার ৫৬৫ জন (বাংলাদেশে আক্রান্ত – ২ লাখ ৯৪ হাজার ৫৯৮ জন)।
মোট সুস্থ – ১ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ৮৫২ জন (বাংলাদেশে সুস্থ – ১ লাখ ৭৯ হাজার ৯১ জন)।
মোট মৃত্যু – ৮ লাখ ৯ হাজার ২৯৩ জন (বাংলাদেশে মৃত্যু – ৩ হাজার ৯৪১ জন)।
সংক্রমণের বিস্তার – বিশ্বের প্রায় ২১৫টি দেশ ও অঞ্চলে।
#খেলাধুলা
০১. দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর আরোপিত আইসিসির নিষেধাজ্ঞার মেয়াদ কবে শেষ হবে?
উত্তরঃ ২৯ অক্টোবর, ২০২০.
## নিষিদ্ধ হন – ২৮ অক্টোবর, ২০১৯.
#সেরা_উক্তি
“সফল মানুষেরা কাজ করে যায়। তারা ভুল করে, ভুল শোধরায় – কিন্তু কখনও হাল ছাড়ে না।”
– কনরাড হিলটন (প্রতিষ্ঠাতা, হিলটন হোটেল চেইন)।
Collected
০১. দেশে সম্প্রতি কোন ব্যাংক ‘ডিজিটাল ব্যাংক’ চালুর উদ্যোগ নিয়েছে?
উত্তরঃ ব্যাংক এশিয়া।
০২. দেশে কবে ‘নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ পালিত হয়?
উত্তরঃ ২৪ আগস্ট।
## ১৯৯৫ সালের ২৪ আগস্ট ইয়াসমিন নামক এক নারীকে ধর্ষণের পর হত্যা করে দিনাজপুরের তৎকালীন কিছু টহলপুলিশ সদস্য, এই ঘটনার প্রেক্ষিতে দেশে প্রতিবছর ২৪ আগস্ট ‘নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ হিসেবে পালিত হয়।
০৩. বর্তমানে হাইকোর্টে বিচারপতির সংখ্যা কত জন?
উত্তরঃ ৯৬ জন।
০৪. ‘আজব ও জবর-আজব অর্থনীতি’ বইটি কে লিখেছেন?
উত্তরঃ অর্থনীতিবিদ আকবর আলী খান।
০৫. দেশে বর্তমানে কতটি নিবন্ধিত চা বাগান রয়েছে?
উত্তরঃ ১৬৭টি।
০৬. কচুরিপানা উদ্ভিদ কোন দেশ থেকে বাংলাদেশে আনা হয়েছে?
উত্তরঃ ব্রাজিল।
## সৌন্দর্য বর্ধনের জন্য এগুলো আনা হলেও বর্তমানে তা জলাশয়ের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
#আন্তর্জাতিক বিষয়াবলী
০১. গত ১১ বছরে (২০০৯-২০২০) কোন দেশের অর্থনীতি সবচেয়ে বড় মন্দায় পড়েছে?
উত্তরঃ যুক্তরাজ্য।
০২. ‘এসালা পেরাহেরা’ কোন দেশের ঐতিহ্যবাহী উৎসব?
উত্তরঃ শ্রীলঙ্কা।
০৩. ‘The Truth We Hold’ নামের এই আত্মজীবনী গ্রন্থটি কে লিখেছেন?
উত্তরঃ কমলা হ্যারিস, যুক্তরাষ্ট্র।
## সম্প্রতি তাঁকে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাছাই করা হয়েছে।
০৪. বিখ্যাত সাংবাদিক আন্না পোলিৎকোভাস্কিয়া কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তরঃ রাশিয়া।
## রাশিয়ার সরকার বিরোধী ছিলেন বলে ২০০৪ সালে তাঁকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল, বছর দুই পরে অবশ্য কে বা কারা যেন তাঁকে গুলি করে হত্যা করে।
০৫. বিশ্বে কে প্রথম আইন সংকলন করেন?
উত্তরঃ ব্যবিলন যুগের রাজা হাম্বুরাবি।
০৬. বিশ্বের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী মন্দা কখন হয়েছে?
উত্তরঃ ১৯২৯ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত।
## ১৯২৯ সালের ২৯ আগস্টকে ‘কালো মঙ্গলবার’ বলা হয়।
#বিজ্ঞান ও প্রযুক্তি
০১. ই-ভ্যালি কোন দেশভিত্তিক ডিজিটাল বানিজ্যিক প্রতিষ্ঠান?
উত্তরঃ বাংলাদেশ।
## প্রতিষ্ঠিত – ১৬ ডিসেম্বর, ২০১৮.
০২. মোট দেশজ উৎপাদন (জিডিপি) কে আবিষ্কার করেন?
উত্তরঃ সাইমন কুজনেতস, যুক্তরাষ্ট্র।
## এই মৌলিক কাজের জন্য তিনি ১৯৭১ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
#করোনাভাইরাস COVID-19 আপডেট - (2019-nCoV)
২৩ আগস্ট, ২০২০ পর্যন্ত – সারা বিশ্বে
মোট আক্রান্ত – ২ কোটি ৩৪ লাখ ১৩ হাজার ৫৬৫ জন (বাংলাদেশে আক্রান্ত – ২ লাখ ৯৪ হাজার ৫৯৮ জন)।
মোট সুস্থ – ১ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ৮৫২ জন (বাংলাদেশে সুস্থ – ১ লাখ ৭৯ হাজার ৯১ জন)।
মোট মৃত্যু – ৮ লাখ ৯ হাজার ২৯৩ জন (বাংলাদেশে মৃত্যু – ৩ হাজার ৯৪১ জন)।
সংক্রমণের বিস্তার – বিশ্বের প্রায় ২১৫টি দেশ ও অঞ্চলে।
#খেলাধুলা
০১. দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর আরোপিত আইসিসির নিষেধাজ্ঞার মেয়াদ কবে শেষ হবে?
উত্তরঃ ২৯ অক্টোবর, ২০২০.
## নিষিদ্ধ হন – ২৮ অক্টোবর, ২০১৯.
#সেরা_উক্তি
“সফল মানুষেরা কাজ করে যায়। তারা ভুল করে, ভুল শোধরায় – কিন্তু কখনও হাল ছাড়ে না।”
– কনরাড হিলটন (প্রতিষ্ঠাতা, হিলটন হোটেল চেইন)।
Collected