Page 1 of 1

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (পর্বঃ০৩)

Posted: Sun Jul 22, 2018 3:35 pm
by raihan
১। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?

উত্তর : অস্ট্রিক

২. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি?

উত্তর : পুন্ড্র

৩. বাংলা (দেশ ও ভাষা) উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে?

উত্তর : আইন-ই-আকবরী

৪. ঢাকার লালবাগের দুর্গ কে নির্মাণ করেন?

উত্তর : শায়েস্তা খান

৫. বাংলার ‘ছিয়াত্তরের মন্বন্তর’ -এর সময়কাল কত?

উত্তর : ১৭৭০ খিস্টাব্দ

৬. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে?

উত্তর : ৩১জানুয়ারি ১৯৫২

৭. ৬ দফা দাবি পেশ করা হয় কবে?

উত্তর : ১৯৬৬ সালে

৮. বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণের সময় পূর্ব পাকিস্তানে কোন আন্দোলন চলছিল?

উত্তর : পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন

৯. ২৬ মার্চ ১৯৭১ -এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু কিসের মাধ্যমে জারি করেন?

উত্তর : ওয়ারলেসের মাধ্যমে

১০. বাংলাদেশে রোপা আমন ধান কখন কাটা হয়?

উত্তর : অগ্রহায়ণ-পৌষ মাসে

১১. সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমান্তের মধ্যে পড়েছে?

উত্তর : ৬২%

১২. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে রদ করা হয়?

উত্তর : ১৫তম

১৩. বাংলাদেশের জাতীয় সংসদ কত কক্ষবিশিষ্ট?

উত্তর : এক কক্ষবিশিষ্ট

১৪. ভারতের ‘ছিটমহল’ বাংলাদেশের ভৌগোলিক সীমায় কতটি অন্তর্ভুক্ত হয়েছে?

উত্তর : ১১১টি

১৫. বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত কবে?

উত্তর : ১৯৭৪ সালে?

১৬. কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম?

উত্তর :পাঙন

১৭. ঢাকার ‘ধোলাই খাল’ কে খনন করেন?

উত্তর : ইসলাম খান

১৮. বাংলাভাষাকে পাকিস্তান গণপরিষদে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় কবে?

উত্তর : ৯ মে ১৯৫৪ সালে

১৯. মুক্তিযুদ্ধকালীন বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকান্ড সংঘটিত হয় কবে?

উত্তর : ১৪ ডিসেম্বর ১৯৭১

২০. বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোন কোন?

উত্তর : পূর্ব জার্মানি

২১. ‘শুভলং’ ঝরনা কোন জেলায় অবস্থিত?

উত্তর : রাঙামাটি

২২. বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয় কবে?

উত্তর : ১৭ জানুয়ারি ১৯৭২

২৩. কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত লাইন বাজানো হয়?

উত্তর : প্রথম ৪ টি চরন

২৪. ECNEC-এর চেয়ারম্যান বা সভাপতি কে?

উত্তর :প্রধানমন্ত্রী

২৫. বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের বড় অর্জন কি?

উত্তর : যুদ্ধপরাধীদের বিচার

২৬. বাংলাদেশে বয়স্কভাতা কবে চালু হয়?

উত্তর : ১৯৯৮ সালে

২৭. মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত?

উত্তর : ১১.৮ কি.মি.

২৮. ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

উত্তর : চাঁদপুরে

২৯. ‘সোয়াচ অব্ নো গ্রাউন্ড’ কোথায় অবস্থিত?

উত্তর :বঙ্গোপসাগরে

৩০. গলদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পন্য হিসেবে স্থান করে নেয়?

উত্তর :আশির দশক থেকে

৩১. বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইবুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে?

উত্তর : ১১৭ অনুচ্ছেদে

৩২. চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ-এর দীক্ষাগুরু কে ছিলেন?

উত্তর : শিলভদ্র

৩৩.প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?

উত্তর : বান্দরবন

৩৪. খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত?

উত্তর : পুঞ্জি

৩৫. লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে কোন ব্যবস্থা চালু করেন?

উত্তর :পুলিশ ব্যবস্থা

৩৬. ১৯ মে ২০১২ কোন বাংলাদেশি এভারেস্ট জয় করেন?

উত্তর : নিশাত মজুমদার

৩৭. পাকিস্তানে গ্ণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি উপস্থাপন কে করেন?

উত্তর : ধীরেন্দ্রনাথ দত্ত

৩৮. বিখ্যাত চিত্রকর্ম ‘তিন কন্যা ‘ এর চিত্রকর কে?

উত্তর : কামরুল হাসান

৩৯. যশোর জেলায় কোন বিল অবস্থিত?

উত্তর : ভবদহ

৪০. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?

উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৪১. ‘ বর্ণালী এবং শুভ্রা ‘কি?

উত্তর : উন্নতজাতের ভুট্টা

৪২. গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের দৈর্ঘ্য কত?

উত্তর : ৯ বর্গ কিমি

৪৩. ‘Making of a Nation Bangladesh’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তর :নুরুল ইসলাম

৪৪. বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছেন?

উত্তর : তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান

৪৫. পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়েদে হয়েছে?

উত্তর : ২০১৬- ২০২০

৪৬. দ্য ব্লাড টেলিগ্রাম (The blood Telegram) গ্রন্থটির লেখক কে?

উত্তর : গ্যারি জে ব্যাস

৪৭. বিশ্ব বাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত?

উত্তর : কুষ্টিয়া গ্রেড

৪৮. কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি (Poet of Politics) আখ্যা দিয়েছিল?

উত্তর : নিউজ উইকস

৪৯. বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?

উত্তর : সিলেট

৫০. ন্যাচরাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিঃ এর উৎপাদিত সারের নাম কি?

উত্তর : ইউরিয়া এবং এএসসি

৫১. ম্যানগ্রোভ কি?

উত্তর : উপকূলীয় বন

৫২. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ এ গানের প্রথম সুরকার কে?

উত্তর : আবদুল লতিফ

৫৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন কত সালে?

উত্তর : ১৭ মার্চ ১৯২০ খ্রি.

৫৪. ১৯৭১ সনের কোন তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়?

উত্তর : ১০ এপ্রিল ১৯৭১

৫৫. বহুল আলোচিত মহুরীর চর কোথায় অবস্থিত?

উত্তর : ফেনী

৫৬. বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কবে?

উত্তর : ১৯৬৪ খ্রি.

৫৭. বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?

উত্তর : ৭ মার্চ ১৯৭৩ খ্রি.

৫৮. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কবে?

উত্তর :১৭৯৩ খ্রি.

৫৯. বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থার নাম কি?

উত্তর : বিশ্বব্যাংক

৬০. বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নদীর নাম কি?

উত্তর : নাফ নদী

৬১. বাংলাদেশে শেয়ারবাজার কার্যত নিয়ন্ত্রণ করে কে?

উত্তর : সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন

৬২. জামাল নজরুল ইসলাম কে?

উত্তর : একজন বৈজ্ঞানিক

৬৩. ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন সংস্থা?

উত্তর : UNESCO

৬৪. বাংলাদেশের সংবিধানের এ পর্যন্ত সংশোধনী করা হয়েছে কত বার?

উত্তর : ১৭বার

৬৫. পূর্বাশা দ্বীপের অপর নাম কি?

উত্তর : দক্ষিণ তালপট্টি

৬৬. মুজিবনগর কোন জেলায় অবস্থিত?

উত্তর : মেহেরপুর

৬৭. বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত?

উত্তর : কক্সবাজার

৬৮. বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন করে কোনটি?

উত্তর : রেডিমেট গার্মেন্টস

৬৯. শালবন বিহার কোথায় অবস্থিত?

উত্তর : কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে

৭০. সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?

উত্তর : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

৭১. বাংলাদেশের জাতীয় দিবস কবে?

উত্তর : ২৬ শে মার্চ

৭২. শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি কোথায়?

উত্তর : ময়মনসিংহে

৭৩. বাংলাদেশের কোন ছবিটি ‘কোলকাতা ফিল্ম ফেস্টিভাল’ পুরস্কার লাভ করে?

উত্তর : গেরিলা

৭৪. বাংলাদেশের আপিল বিভাগের মোট বিচারক কত জন?

উত্তর : ১১জন

৭৫. প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম মাউন্ড এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন কত সালে?

উত্তর : ২০১০ সালে

৭৬. তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত?

উত্তর : ডাউকি

৭৭.BRTC -এর ইংরেজি পূর্ণরূপ কি?

উত্তর : Bangladesh Telecommunication Regulatory Commission

৭৮. বাংলাদেশের রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায় অবস্থিত?

উত্তর : সৈয়দপুর

৭৯. বাংলাদেশের ‘White gold’ কি?

উত্তর : চিংড়ি

৮০. ‘সোনালিকা’ ও ‘আকবর’ বাংলাদেশের কি?

উত্তর : উন্নত জাতের গমের নাম

৮১. বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ-ভারত সীমান্তে নয়?

উত্তর :কক্সবাজার

৮২. ‘আলোকিত মানুষ চাই’ -এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান?

উত্তর : বিশ্ব সাহিত্য কেন্দ্র

৮৩. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত কত?

উত্তর : ১০ : ৬

৮৪. চা-বাগান বেশি কোথায়?

উত্তর : মৌলভীবাজার

৮৫. বাংলাদেশের কৃষিতে ‘দোয়েল’ কি?

উত্তর : উন্নত জাতের গমের নাম

৮৬. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

উত্তর : সোনারগাঁওয়ে

৮৭. জাতিসংঘের জনসংখ্যা সংক্রান্ত রিপোর্ট ১৯৯৪ অনুযায়ী জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান কততম?

উত্তর : নবম

৮৮. ঢাকা বিশ্ববিদ্য্যালয় প্রতিষ্ঠিত হয় কবে?

উত্তর : ১৯২১ সালে

৮৯. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ কর্ম কমিশন গঠিত হয়েছে?

উত্তর : ১৩৭ অনুচ্ছেদ

৯০. কোন দেশ থেকে বাংলাদেশ বর্তমান বেশি সাহায্য পায়?

উত্তর : জাপান

৯১. বাংলাদেশ কোন সাল থেকে শান্তি রক্ষা বাহিনীতে কাজ করছে?

উত্তর : ১৯৮৮ সাল

৯২. বাংলা সাল গণনা কে শুরু করেন?

উত্তর : সম্রাট আকবর

৯৩. গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসংগীত?

উত্তর : চাঁপাইনবাবগঞ্জ

৯৪. রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব কত কি.মি.?

উত্তর : ৪১২ কিমি

৯৫. বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কবে?

উত্তর :১২০৪ সালে

৯৬. প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি?

উত্তর : বরিশাল

৯৭. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি চিহ্ন রয়েছে?

উত্তর : ৪টি

৯৮. বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

উত্তর : ফরিদপুরে

৯৯. সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?

উত্তর :পটুয়াখালী

১০০. বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয় কবে?

উত্তর : ১-১১-০৭