- Mon Aug 24, 2020 8:23 am#3081
১। ২০২২ সালে ফিফা বিশ্বকাপ কোথায় হবে?
ক. আরব আমিরাতে খ. ওমানে
গ. সৌদি আরবে ঘ. কাতারে
উত্তর: ঘ
২। কোন ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার পাঠ করেন?
ক. এম আর আখতার মুকুল খ. শাজাহান সিরাজ গ. এম মুনসুর আলী ঘ. তাজউদ্দীন আহমদ
উত্তর: খ
৩। নবম টেস্ট ক্রিকেটার হিসেবে ‘লর্ড’ উপাধি পেতে যাচ্ছেন কে?
ক. সাকিব আল হাসান খ. ইয়ান বোথাম
গ. মুশফিকুর রহিম ঘ. লাথিস মালিঙ্গা
উত্তর: খ
৪। ৪৪তম বিশ্ব দাবা খেলা কোথায় অনুষ্ঠিত হবে?
ক. রাশিয়া খ. যুক্তরাষ্ট্র গ. ভারত ঘ. বাংলাদেশ
উত্তর: ক
৫। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে?
ক. সেপ্টেম্বর ২০২০ খ. সেপ্টেম্বর ২০২১
গ. অক্টোবর ২০২১ ঘ. ডিসেম্বর ২০২১
উত্তর: গ
৬। সাহসী সাংবাদিকতার জন্য বাংলাদেশ থেকে ‘ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড-২০২০’ কে পেয়েছেন?
ক. শহিদুল আলম খ. কাজল
গ. ইয়াসিন আরাফাত ঘ. সাকিব চৌধুরী
উত্তর: ক
৭। আলোচিত ‘সান ডিয়াগো নৌঘাঁটি’ কোথায় অবস্থিত?
ক. ভারত খ. যুুক্তরাষ্ট্র গ. চীন ঘ. জাপান
উত্তর: খ
৮। পোল্যান্ডের নবনির্বাচিত প্রেসিডেন্ট কে?
ক. এডওয়ার্ড ওকাব খ. রবার্ট কুবার্তে
গ. আন্দ্রেজ দুদা ঘ. আন্দ্রেজ ফাসিন
উত্তর: গ
৯। আন্তর্জাতিক যুব দিবস কবে?
ক. ১১ আগস্ট খ. ১২ আগস্ট
গ. ১৩ আগস্ট ঘ. ১৪ আগস্ট
উত্তর: খ
১০। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কবে ভ্যাট ই-পেমেন্ট ব্যবস্থা চালু করেছে?
ক. ১৬ জুলাই ২০২০ খ. ১৩ জুলাই ২০২০
গ. ২৯ জুন ২০২০ ঘ. ২৫ মার্চ ২০২০
উত্তর; ক
১১। বন বিভাগের জরিপ অনুযায়ী বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা কতটি?
ক. ১০৫টি খ. ১১৪টি গ. ১২০টি ঘ. ২১০টি
উত্তর: খ
১২। বাঘ হত্যা বৃদ্ধির দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান—
ক. চতুর্থ খ. পঞ্চম গ. সপ্তম ঘ. দ্বিতীয়
উত্তর: ক
১৩। যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত তম?
ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ
উত্তর: গ
১৪। ২০২০ সালে বাংলাদেশের ই-কমার্স বাজারের পরিমাণ কত দাঁড়াবে?
ক. ১০০ কোটি ডলার খ. ১৫০ কোটি ডলার গ. ১৯৫ কোটি ডলার ঘ. ২০০ কোটি ডলার
উত্তর: গ
১৫। ২০২০ সালে সবচেয়ে বড় ই-কমার্স বাজার কোন দেশ?
ক. চীন খ. যুক্তরাষ্ট্র গ. জাপান ঘ. বাংলাদেশ
উত্তর:ক
১৬। ‘আইনু’ নামক ক্ষুদ্র জাতিসত্তা কোন দেশে বাস করে?
ক. পাকিস্তান খ. জাপান গ. সোমালিয়া ঘ. সুদান
উত্তর: খ
১৭। বর্তমান বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় কত?
ক. ১৯১০ মার্কিন ডলার খ. ১৯৪০ মার্কিন ডলার গ. ১৮০০ মার্কিন ডলার ঘ. ১৯০৯ মার্কিন ডলার
উত্তর: খ
১৮। সম্প্রতি আলোচিত ‘হায়া সোফিয়া’ কোন দেশের ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ?
ক. তুরস্ক খ. পাকিস্তান গ. ইরান ঘ. যুক্তরাষ্ট্র
উত্তর: ক
১৯। সম্প্রতি বাংলাদেশের কোন নদকে হাইকোর্ট ‘জীবন্ত সত্তা’ (লিগ্যাল পারসন) হিসেবে ঘোষণা দিয়েছে?
ক. ব্রহ্মপুত্র খ. তুরাগ গ. কপোতাক্ষ ঘ. সাঙ্গু
উত্তর: খ
২০। আলোচিত ‘জুনাগড়’ কোন দুই দেশের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল?
ক. ভারত-পাকিস্তান খ. ভারত-বাংলাদেশ
গ. ভারত-মিয়ানমার ঘ. চীন-ভারত
উত্তর:ক
২১। করোনা মহামারির কবল থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে জাতিসংঘের গৃহীত কর্মসূচির নাম কী?
ক. Save the world খ. Save our child
গ. Stay positive ঘ. Save our future
উত্তর:ঘ
২২। বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় কত?
ক. ১৯০৯ মার্কিন ডলার খ. ১৯৬৪ মার্কিন ডলার
গ. ১৮২০ মার্কিন ডলার ঘ. ২০৬৪ মার্কিন ডলার
উত্তর:ঘ
২৩। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে—
ক. ভারত খ. অস্ট্রেলিয়া
গ. বাংলাদেশ ঘ. পাকিস্তান
উত্তর: খ
উত্তর : ১. ঘ ২. খ ৩. খ ৪. ক ৫. গ ৬. ক ৭. খ ৮. গ ৯. খ ১০. ক ১১. খ ১২. ক ১৩. গ ১৪. গ ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. ক ১৯. খ ২০. ক ২১. ঘ ২২. ঘ ২৩. খ।
সংগৃহীত
ক. আরব আমিরাতে খ. ওমানে
গ. সৌদি আরবে ঘ. কাতারে
উত্তর: ঘ
২। কোন ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার পাঠ করেন?
ক. এম আর আখতার মুকুল খ. শাজাহান সিরাজ গ. এম মুনসুর আলী ঘ. তাজউদ্দীন আহমদ
উত্তর: খ
৩। নবম টেস্ট ক্রিকেটার হিসেবে ‘লর্ড’ উপাধি পেতে যাচ্ছেন কে?
ক. সাকিব আল হাসান খ. ইয়ান বোথাম
গ. মুশফিকুর রহিম ঘ. লাথিস মালিঙ্গা
উত্তর: খ
৪। ৪৪তম বিশ্ব দাবা খেলা কোথায় অনুষ্ঠিত হবে?
ক. রাশিয়া খ. যুক্তরাষ্ট্র গ. ভারত ঘ. বাংলাদেশ
উত্তর: ক
৫। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে?
ক. সেপ্টেম্বর ২০২০ খ. সেপ্টেম্বর ২০২১
গ. অক্টোবর ২০২১ ঘ. ডিসেম্বর ২০২১
উত্তর: গ
৬। সাহসী সাংবাদিকতার জন্য বাংলাদেশ থেকে ‘ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড-২০২০’ কে পেয়েছেন?
ক. শহিদুল আলম খ. কাজল
গ. ইয়াসিন আরাফাত ঘ. সাকিব চৌধুরী
উত্তর: ক
৭। আলোচিত ‘সান ডিয়াগো নৌঘাঁটি’ কোথায় অবস্থিত?
ক. ভারত খ. যুুক্তরাষ্ট্র গ. চীন ঘ. জাপান
উত্তর: খ
৮। পোল্যান্ডের নবনির্বাচিত প্রেসিডেন্ট কে?
ক. এডওয়ার্ড ওকাব খ. রবার্ট কুবার্তে
গ. আন্দ্রেজ দুদা ঘ. আন্দ্রেজ ফাসিন
উত্তর: গ
৯। আন্তর্জাতিক যুব দিবস কবে?
ক. ১১ আগস্ট খ. ১২ আগস্ট
গ. ১৩ আগস্ট ঘ. ১৪ আগস্ট
উত্তর: খ
১০। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কবে ভ্যাট ই-পেমেন্ট ব্যবস্থা চালু করেছে?
ক. ১৬ জুলাই ২০২০ খ. ১৩ জুলাই ২০২০
গ. ২৯ জুন ২০২০ ঘ. ২৫ মার্চ ২০২০
উত্তর; ক
১১। বন বিভাগের জরিপ অনুযায়ী বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা কতটি?
ক. ১০৫টি খ. ১১৪টি গ. ১২০টি ঘ. ২১০টি
উত্তর: খ
১২। বাঘ হত্যা বৃদ্ধির দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান—
ক. চতুর্থ খ. পঞ্চম গ. সপ্তম ঘ. দ্বিতীয়
উত্তর: ক
১৩। যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত তম?
ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ
উত্তর: গ
১৪। ২০২০ সালে বাংলাদেশের ই-কমার্স বাজারের পরিমাণ কত দাঁড়াবে?
ক. ১০০ কোটি ডলার খ. ১৫০ কোটি ডলার গ. ১৯৫ কোটি ডলার ঘ. ২০০ কোটি ডলার
উত্তর: গ
১৫। ২০২০ সালে সবচেয়ে বড় ই-কমার্স বাজার কোন দেশ?
ক. চীন খ. যুক্তরাষ্ট্র গ. জাপান ঘ. বাংলাদেশ
উত্তর:ক
১৬। ‘আইনু’ নামক ক্ষুদ্র জাতিসত্তা কোন দেশে বাস করে?
ক. পাকিস্তান খ. জাপান গ. সোমালিয়া ঘ. সুদান
উত্তর: খ
১৭। বর্তমান বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় কত?
ক. ১৯১০ মার্কিন ডলার খ. ১৯৪০ মার্কিন ডলার গ. ১৮০০ মার্কিন ডলার ঘ. ১৯০৯ মার্কিন ডলার
উত্তর: খ
১৮। সম্প্রতি আলোচিত ‘হায়া সোফিয়া’ কোন দেশের ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ?
ক. তুরস্ক খ. পাকিস্তান গ. ইরান ঘ. যুক্তরাষ্ট্র
উত্তর: ক
১৯। সম্প্রতি বাংলাদেশের কোন নদকে হাইকোর্ট ‘জীবন্ত সত্তা’ (লিগ্যাল পারসন) হিসেবে ঘোষণা দিয়েছে?
ক. ব্রহ্মপুত্র খ. তুরাগ গ. কপোতাক্ষ ঘ. সাঙ্গু
উত্তর: খ
২০। আলোচিত ‘জুনাগড়’ কোন দুই দেশের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল?
ক. ভারত-পাকিস্তান খ. ভারত-বাংলাদেশ
গ. ভারত-মিয়ানমার ঘ. চীন-ভারত
উত্তর:ক
২১। করোনা মহামারির কবল থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে জাতিসংঘের গৃহীত কর্মসূচির নাম কী?
ক. Save the world খ. Save our child
গ. Stay positive ঘ. Save our future
উত্তর:ঘ
২২। বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় কত?
ক. ১৯০৯ মার্কিন ডলার খ. ১৯৬৪ মার্কিন ডলার
গ. ১৮২০ মার্কিন ডলার ঘ. ২০৬৪ মার্কিন ডলার
উত্তর:ঘ
২৩। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে—
ক. ভারত খ. অস্ট্রেলিয়া
গ. বাংলাদেশ ঘ. পাকিস্তান
উত্তর: খ
উত্তর : ১. ঘ ২. খ ৩. খ ৪. ক ৫. গ ৬. ক ৭. খ ৮. গ ৯. খ ১০. ক ১১. খ ১২. ক ১৩. গ ১৪. গ ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. ক ১৯. খ ২০. ক ২১. ঘ ২২. ঘ ২৩. খ।
সংগৃহীত