Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3073
[36] "লোকটি এবং তাঁর দল পাকিস্তানের শত্রু, এবার সে দায় এড়াতে পারবে না"___ ১৯৭১ সালে বঙ্গবন্ধুকে উদ্দেশ্য করে এই দম্ভোক্তিটি কে করেছিলেন? [ ২০ তম বিসিএস ]
___ জেনারেল ইয়াহিয়া খান।
[37] শেখ মুজিবুর রহমান কখন শাহাদাত বরণ করেন?
___ ১৫ আগস্ট, ১৯৭৫ খ্রিস্টাব্দ
___ ২৯ শ্রাবণ, ১৩৮২ বঙ্গাব্দ
___ ৮ শাবান, ১৩৯৫ হিজরি।
(শুক্রবার)
[38] শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস কত তারিখ?
---১০ই জানুয়ারি
[39] কত তারিখে জাতীয় শিশু দিবস পালিত হয়?
___ ১৭ মার্চ।
[40] বাংলাদেশের জাতীয় শোক দিবস কত তারিখে পালিত হয়?
___ ১৫ আগস্ট।
[41] কোন জেলার একটি উপজেলার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হয়েছে?
___ মেহেরপুর জেলার ( মুজিবনগর উপজেলা)
নামকরণ করেন প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ।
[42] কোন সালটিকে মুজিববর্ষ ঘোষণা করা হয়েছে?
__ ২০২০-২০২১;
মুজিব শতবর্ষ (১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১)
মুজিববর্ষ (১৭ মার্চ ২০২০ থেকে ২৬ মার্চ ২০২১)
[43] বঙ্গবন্ধুর শততম জন্মদিন উদযাপিত হবে কখন?
__ ২০২০ সালে
[44] " কারাগারের রোজনামচা" গ্রন্থটির রচয়িতা কে?
__ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
[45] "আমার কিছু কথা" গ্রন্থটির রচয়িতা কে?
__ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
[46] "আমি হিমালয় দেখিনি, শেখ মুজিবকে দেখেছি"- উক্তিটি কার?
_ কিউবার প্রয়াত প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো'র।
[47] কোন সাময়িকীর প্রবন্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে "ফরগটেন হিরো" বলে আখ্যায়িত করা হয়?
__ফ্রন্টলাইন সাময়িকী; লেখক ডেভিড লুডেন।
[48] হুমায়ুন আহমেদের কোন কোন উপন্যাসে যুদ্ধ ও পরবর্তী সময়ে বঙ্গবন্ধুকে চিত্রায়িত করা হয়েছে?
__ জোছনা ও জননীর গল্প, দেয়াল।
[49] বিশ্ব শান্তি পরিষদ কখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে "জুলি ও কুরি" শান্তি পদকে ভূষিত করে?
-১৯৭৩ সালের ২৩ মে।
[50] ইউনেস্কো কখন বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষনকে "বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য" বলে স্বীকৃতি দেয়?
_২০১৭ সালের ৩০ অক্টোবর।
[51] "যতদিন রবে পদ্মা-মেঘনা-গৌরী- যমুনা বহমান,
ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান"__ পঙক্তিমালা কোন কবির রচনা?
____ কবি অন্নদাশঙ্কর রায়।
[52] বিখ্যাত কবিতা "বঙ্গবন্ধু" এর রচয়িতা কে?
____ পল্লীকবি জসীমউদ্দিন।
[53] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত নাটক "মহামানবের দেশে" এর পরিচালক কে?
___ মান্নান হীরা।
[54] "যদি রাত পোহালে শোনা যেতো" __ বঙ্গবন্ধুকে নিয়ে রচিত এই বিখ্যাত গানটির গীতিকার কে?
___ হাসান মতিউর রহমান।
[55] বঙ্গবন্ধু কতবার বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন?
___ দুই বার। ( প্রধানমন্ত্রী এক বার)
[56] ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রের পরিচালক কে?
___ শ্যাম বেনেগাল
[57] শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন?
___ আইন বিভাগ।
[58] আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকালে শেখ মুজিবুর রহমানকে কোন পদ দেওয়া হয়?
___ যুগ্ম সাধারণ সম্পাদক।
[59] যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রীসভায় বঙ্গবন্ধু কোন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন?
___ কৃষি, বন, পল্লী উন্নয়ন ও সমবায়
[60] স্বাধীনতা অর্জনের পর পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধু কবে মুক্তি পান?
___ ১৯৭২ সালের ৮ জানুয়ারি।।
[61] "আমার দেখা নয়া চীন" গ্রন্থের রচয়িতা কে?
____ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
(প্রকাশকাল ২০১৭, প্রকাশকঃ বাংলা একাডেমি)
[62] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাজীবন নিয়ে রচিত দূর্লভ আলোকচিত্র সম্বলিত গ্রন্থের নাম কী?
_____ ৩০৫৩ দিন; প্রকাশকারী- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ ও কারা অধিদফতর।
[ 63] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবনের মোট কত দিন কারাগারে ছিলেন?
_____ ৪৬৮২ দিন ( ব্রিটিশ আমলে ৭ দিন+ পাকিস্তান আমলে ৪৬৭৫ দিন)| সরকারি হিসেবে ৩০৫৩ দিন।
[64] জাতিসংঘের কোন সংস্থা বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে?
____ ইউনেস্কো (৪০ তম অধিবেশনে)
[65] ১৯৭০ সালের জাতীয় পরিষদের নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনের প্রার্থী ছিলেন?
___ ১১১ নং ( ঢাকা-৮)
[66] ৭ মার্চের ভাষনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান সরকারের প্রতি কত দফা শর্ত আরোপ করেছিলেন?
____ ৪ দফা।
[67] বঙ্গবন্ধুকে নিয়ে রচিত রফিক আজাদের বিখ্যাত কবিতাটির নাম কী?
___ এই সিঁড়ি।
[68] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম কখন এবং কোথায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন?
___ ২৩ মার্চ, ১৯৭১ ; ধানমন্ডির নিজ বাসভবনে।
[69] ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতার করতে পাকিস্তানি সেনাবাহিনী পরিচালিত অপারেশনের নাম কী?
___ অপারেশন বিগ বার্ড
[70] বঙ্গবন্ধু সর্বপ্রথম কত সালে নয়া চীন ভ্রমণ করেছিলেন?
____ ১৯৫২ সালে।
[71] ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের মোট কতজন সদস্য নিহত হন?
___ ১৬ জন।
[72] ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শরীরে মোট কতটি গুলি লেগেছিলো?
_____১৮ টি।
[73] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন জাতিসংঘে বাংলায় ভাষন প্রদান করেন?
___ ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪; (২৯ তম অধিবেশনে)।

সংগৃহীত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    739 Views
    by rafique
    0 Replies 
    391 Views
    by sajib
    0 Replies 
    826 Views
    by rajib
    0 Replies 
    228 Views
    by kajol
    0 Replies 
    198 Views
    by tasnima
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]