Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3073
[36] "লোকটি এবং তাঁর দল পাকিস্তানের শত্রু, এবার সে দায় এড়াতে পারবে না"___ ১৯৭১ সালে বঙ্গবন্ধুকে উদ্দেশ্য করে এই দম্ভোক্তিটি কে করেছিলেন? [ ২০ তম বিসিএস ]
___ জেনারেল ইয়াহিয়া খান।
[37] শেখ মুজিবুর রহমান কখন শাহাদাত বরণ করেন?
___ ১৫ আগস্ট, ১৯৭৫ খ্রিস্টাব্দ
___ ২৯ শ্রাবণ, ১৩৮২ বঙ্গাব্দ
___ ৮ শাবান, ১৩৯৫ হিজরি।
(শুক্রবার)
[38] শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস কত তারিখ?
---১০ই জানুয়ারি
[39] কত তারিখে জাতীয় শিশু দিবস পালিত হয়?
___ ১৭ মার্চ।
[40] বাংলাদেশের জাতীয় শোক দিবস কত তারিখে পালিত হয়?
___ ১৫ আগস্ট।
[41] কোন জেলার একটি উপজেলার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হয়েছে?
___ মেহেরপুর জেলার ( মুজিবনগর উপজেলা)
নামকরণ করেন প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ।
[42] কোন সালটিকে মুজিববর্ষ ঘোষণা করা হয়েছে?
__ ২০২০-২০২১;
মুজিব শতবর্ষ (১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১)
মুজিববর্ষ (১৭ মার্চ ২০২০ থেকে ২৬ মার্চ ২০২১)
[43] বঙ্গবন্ধুর শততম জন্মদিন উদযাপিত হবে কখন?
__ ২০২০ সালে
[44] " কারাগারের রোজনামচা" গ্রন্থটির রচয়িতা কে?
__ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
[45] "আমার কিছু কথা" গ্রন্থটির রচয়িতা কে?
__ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
[46] "আমি হিমালয় দেখিনি, শেখ মুজিবকে দেখেছি"- উক্তিটি কার?
_ কিউবার প্রয়াত প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো'র।
[47] কোন সাময়িকীর প্রবন্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে "ফরগটেন হিরো" বলে আখ্যায়িত করা হয়?
__ফ্রন্টলাইন সাময়িকী; লেখক ডেভিড লুডেন।
[48] হুমায়ুন আহমেদের কোন কোন উপন্যাসে যুদ্ধ ও পরবর্তী সময়ে বঙ্গবন্ধুকে চিত্রায়িত করা হয়েছে?
__ জোছনা ও জননীর গল্প, দেয়াল।
[49] বিশ্ব শান্তি পরিষদ কখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে "জুলি ও কুরি" শান্তি পদকে ভূষিত করে?
-১৯৭৩ সালের ২৩ মে।
[50] ইউনেস্কো কখন বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষনকে "বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য" বলে স্বীকৃতি দেয়?
_২০১৭ সালের ৩০ অক্টোবর।
[51] "যতদিন রবে পদ্মা-মেঘনা-গৌরী- যমুনা বহমান,
ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান"__ পঙক্তিমালা কোন কবির রচনা?
____ কবি অন্নদাশঙ্কর রায়।
[52] বিখ্যাত কবিতা "বঙ্গবন্ধু" এর রচয়িতা কে?
____ পল্লীকবি জসীমউদ্দিন।
[53] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত নাটক "মহামানবের দেশে" এর পরিচালক কে?
___ মান্নান হীরা।
[54] "যদি রাত পোহালে শোনা যেতো" __ বঙ্গবন্ধুকে নিয়ে রচিত এই বিখ্যাত গানটির গীতিকার কে?
___ হাসান মতিউর রহমান।
[55] বঙ্গবন্ধু কতবার বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন?
___ দুই বার। ( প্রধানমন্ত্রী এক বার)
[56] ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রের পরিচালক কে?
___ শ্যাম বেনেগাল
[57] শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন?
___ আইন বিভাগ।
[58] আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকালে শেখ মুজিবুর রহমানকে কোন পদ দেওয়া হয়?
___ যুগ্ম সাধারণ সম্পাদক।
[59] যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রীসভায় বঙ্গবন্ধু কোন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন?
___ কৃষি, বন, পল্লী উন্নয়ন ও সমবায়
[60] স্বাধীনতা অর্জনের পর পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধু কবে মুক্তি পান?
___ ১৯৭২ সালের ৮ জানুয়ারি।।
[61] "আমার দেখা নয়া চীন" গ্রন্থের রচয়িতা কে?
____ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
(প্রকাশকাল ২০১৭, প্রকাশকঃ বাংলা একাডেমি)
[62] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাজীবন নিয়ে রচিত দূর্লভ আলোকচিত্র সম্বলিত গ্রন্থের নাম কী?
_____ ৩০৫৩ দিন; প্রকাশকারী- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ ও কারা অধিদফতর।
[ 63] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবনের মোট কত দিন কারাগারে ছিলেন?
_____ ৪৬৮২ দিন ( ব্রিটিশ আমলে ৭ দিন+ পাকিস্তান আমলে ৪৬৭৫ দিন)| সরকারি হিসেবে ৩০৫৩ দিন।
[64] জাতিসংঘের কোন সংস্থা বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে?
____ ইউনেস্কো (৪০ তম অধিবেশনে)
[65] ১৯৭০ সালের জাতীয় পরিষদের নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনের প্রার্থী ছিলেন?
___ ১১১ নং ( ঢাকা-৮)
[66] ৭ মার্চের ভাষনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান সরকারের প্রতি কত দফা শর্ত আরোপ করেছিলেন?
____ ৪ দফা।
[67] বঙ্গবন্ধুকে নিয়ে রচিত রফিক আজাদের বিখ্যাত কবিতাটির নাম কী?
___ এই সিঁড়ি।
[68] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম কখন এবং কোথায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন?
___ ২৩ মার্চ, ১৯৭১ ; ধানমন্ডির নিজ বাসভবনে।
[69] ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতার করতে পাকিস্তানি সেনাবাহিনী পরিচালিত অপারেশনের নাম কী?
___ অপারেশন বিগ বার্ড
[70] বঙ্গবন্ধু সর্বপ্রথম কত সালে নয়া চীন ভ্রমণ করেছিলেন?
____ ১৯৫২ সালে।
[71] ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের মোট কতজন সদস্য নিহত হন?
___ ১৬ জন।
[72] ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শরীরে মোট কতটি গুলি লেগেছিলো?
_____১৮ টি।
[73] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন জাতিসংঘে বাংলায় ভাষন প্রদান করেন?
___ ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪; (২৯ তম অধিবেশনে)।

সংগৃহীত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    544 Views
    by parthosen500
    0 Replies 
    700 Views
    by bdchakriDesk
    0 Replies 
    773 Views
    by parvezpstu62
    0 Replies 
    936 Views
    by omorfaruk613
    0 Replies 
    739 Views
    by omorfaruk613
    InterServer Web Hosting and VPS
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]