Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3070
১। WTO-র 'Human Resource Index 2020' অনুযায়ী ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত তম?
=১৩৬ তম
২। বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স আসে কোন দেশ থেকে?
=যুক্তরাষ্ট্র ( সর্বোচ্চ= সৌদি আরব )
৩। গম আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
= ৬ষ্ঠ
৪। পাট, চিংড়ি ও কাঁকড়া থেকে 'PPE(Personal protective equipment)' তৈরী করেছেন কোন বাংলাদেশী উদ্ভাবক?
= ড. মোবারক আহমদ খান
৫। WTO-র ‘World Statistical Review 2020' অনুযায়ী, পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কততম?
= ২য়; শীর্ষ-চীন ; ৩য়- ভিয়েতনাম
৬। দেশের কোন শহরে নির্মিত হবে ২৫০ ফুট উচ্চতার ‘জয় বাংলা টাওয়ার’?
= মানিকগঞ্জ
৭। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে কে দায়িত্ব পালন করছেন?
= মোহাম্মদ জিয়াউদ্দিন
৮। পণ্য আমদানিতে বর্তমান বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম?
= ৪৮তম
৯। ২০২০ সালে 'UNESCO Women in Science Award ' লাভ করেন কোন বাংলাদেশী বিজ্ঞানী?
=ফেরদৌস কাদরী
১০। BBS-২০১৯ এর রিপোর্ট অনুসারে,বাংলাদেশের স্বাক্ষরতার হার কত?
=.৭৪.৪%
১১। BBS-র রিপোর্ট ২০১৯ অনুসারে, বাংলাদেশের গড় আয়ুষ্কাল কত?
=৭২.৬ বছর
১২। ২০২০ সালের 'The Economist'-র তথ্য মতে, অর্থনৈতিক সক্ষমতার বিবেচনায় বাংলাদেশের অবস্থান কততম?
=.৯ম
১৩। .২০২০ সালে 'Ship-breaking Records' শীর্ষক প্রতিবেদন অনুয়ায়ী জাহাজ ভাঙ্গায় শীর্ষ দেশ কোনটি?
=বাংলাদেশ
১৪। In the World Bank's Easy of Doing Business Index-য়ে বাংলাদেশের অবস্থান ১৮৯টি দেশের মধ্যে কততম?
= ১৬৮তম
১৫। ২০২০ সালের প্রতিবেদন অনুযায়ী 'The Economist'-র তথ্য মতে অর্থনৈতিক সক্ষমতার বিবেচনায় বাংলাদেশের অবস্থান কততম?
= ৯ম
১৬। বর্তমানে বাংলাদেশ 'ব্যাংক রেট ' কত শতাংশ?
=৪%
১৭। বর্তমানে বাংলাদেশে কত ধরনের ব্যাংক নোট চালু আছে
=৭টি
১৮। দেশের প্রথম এক্সপ্রেসওয়ের কত কিলোমিটার দীর্ঘ?
= ৫৫ কি.মি ; রুটঃ যাত্রাবাড়ী-মাওয়া-ভাঙ্গা
১৯। তৈরি_পোশাক_(RMG) রপ্তানিতে একক ‍দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান
=২য় (সূত্রঃ WTO)।
২০। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০২০ অনুয়ায়ী, বাংলাদেশ জনসংখ্যা বৃদ্ধি হার কত?
=১.১%
২১। .জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে বিশ্বে দ্বিতীয় অবস্থানে কোন দেশ?
=.বাংলাদেশ
২২। জাতিসংঘের ঘোষিত তথ্য মতে SDG-তে বিশ্বের ১৬৬ টি দেশের মধ্যে বাংলাদেশ অবস্থান কততম?
=১০৯ তম ; শীর্ষ-সুইডেন
২৩। .বাসাবাড়িতে Solar home system ব্যবহারে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
= যৌথভাবে ২য়।
২৪। United Nation-র বাণিজ্য উপাত্ত অনুয়ায়ী, বিশ্বে শিল্প উৎপাদন খাতে বাংলাদেশের অবস্থান কততম?
=৪৫ তম
২৫। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের অবসরের বয়সসীমা কত বছর?
=৬৭ বছর
২৬। ২০২০-২০২১ অর্থবছরে GDP প্রবৃদ্ধির হার কত?
=৮.২%
২৭। BBS-র তথ্য মতে, ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি হার ছিল কত শতাংশ?
= ৫.২৪%
২৮।.BBS-র তথ্য মতে,২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশেদেশের মাথাপিছু গড় আয় কত?
= ২০৬৪ মার্কিন ডলার
২৯। ২০২০-২০২১ অর্থবছরে মূল্যস্ফীতির হার কত?
=৫.৪%
৩০। বিশ্বে ২৩০ টি দেশের মধ্যে রপ্তানিকারক দেশ হিসাবে বাংলাদেশের অবস্থান কততম?
= ৫৫ তম
৩১। শিল্পোৎপাদনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
= ৪৫ তম
৩২।.জনসংখ্যার ঘনত্বে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
=৭ম
৩৩। বর্তমানে দেশে নদী বন্দর কতটি?
=৩৪টি
৩৪। Fixed broadband-র গতিতে বিশ্বের ১৭৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম?
= ১০৪ তম
৩৫.মোবাইল ইন্টারনেটের গতিতে বিশ্বের ১৩৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম?
=১৩৪ তম

সংগৃহীত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1859 Views
    by tasnima
    0 Replies 
    2062 Views
    by rafique
    0 Replies 
    2369 Views
    by rafique
    0 Replies 
    2183 Views
    by sakib
    0 Replies 
    2299 Views
    by raja

    নারী যে নারী প্রিয় কথা বলে-- প্রিয়ংবদা যে নারী[…]

    খোলস / চামড়া / শাবক হরিণের চামড়ার আসন-- অজিনাসন[…]

    ইচ্ছা হনন / হত্যা করার ইচ্ছা-- জিঘাংসা জানবার ইচ[…]

    ডাক অশ্বের ডাক-- হ্রেষা ময়ূরের ডাক-- কেকা বাঘে[…]