Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3061
বাংলাদেশ
সচিব (নিয়োগ ৫ জুলাই ২০২০)
• প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়: মো. আকরাম-আল-হোসেন; ৫ জুলাই ২০২০ তাকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দেয়া হয়।
• কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ: মো. আমিনুল ইসলাম খান।
• মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়: তপন কান্তি ঘোষ।
• সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়: এম বদরুল আরেফিন।
• প্রতিরক্ষা মন্ত্রণালয়: ড. মো. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি।

চেয়ারম্যান
• বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন: মুনশী শাহাবুদ্দীন আহমেদ; নিয়োগ ৫ জুলাই ২০২০।
• বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA): মো. আকরাম হোসেন; নিয়োগ ৫ জুলাই ২০২০।
• বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ (BSBK): কে এম তরিকুল ইসলাম; নিয়োগ ৯ জুলাই ২০২০।
• বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ড: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক; নিয়োগ ১৫ জুলাই ২০২০।
মহাপরিচালক
• বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI): ড. নজরুল আনোয়ার; দায়িত্ব গ্রহণ ২৮ জুন ২০২০।
• NGO বিষয়ক ব্যুরো: মো. রাশেদুল ইসলাম; নিয়োগ ২ জুলাই ২০২০।
• নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর: ড. মইনুল খান; নিয়োগ ১ জুলাই ২০২০।

বিদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত
• কুয়েত: মেজর জেনারেল মো. আশিকুজ্জামান।
• ব্রাসেলস: মাহবুব হাসান সালেহ; নিয়োগ ২৯ জুন ২০২০।
• বেলজিয়াম: মাহবুব হাসান সালেহ; নিয়োগ ৩০ জুন ২০২০।
• শ্রীলংকা: তারেক মো. আরিফুল ইসলাম; নিয়োগ ৫ জুলাই ২০২০।
• উজবেকিস্তান: মোহাম্মদ জাহাঙ্গীর আলম; নিয়োগ ১৬ জুলাই ২০২০।

বিবিধ
• বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত: লি জ্যাং কেয়ান; তিনি হু ক্যাং ইলের স্থলাভিষিক্ত হন। তিনি বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার ১৮তম রাষ্ট্রদূত।
• খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি: দীপংকর তালুকদার (রাঙামাটি); নিয়োগ ৮ জুলাই ২০২০।
• লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং (মুখপাত্র), RAB: লে. কর্নেল আশিক বিল্লাহ; দায়িত্ব গ্রহণ ৮ জুলাই ২০২০।
• সভাপতি, বাংলা একাডেমি: শামসুজ্জামান খান; নিয়োগ ২৮ জুন ২০২০। তিনি বাংলা একাডেমির ২১তম সভাপতি হিসেবে প্রয়াত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের স্থলাভিষিক্ত হন। দায়িত্ব গ্রহণ ২৯ জুন ২০২০।
• গভর্নর, রোটারি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ: মো. রুবায়েত হোসেন; দায়িত্ব গ্রহণ ১ জুলাই ২০২০।

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার
বাংলাদেশে ভারতের ১৭তম হাইকমিশনার হলেন বিক্রম দোরাইস্বামী। তিনি সেপ্টেম্বর ২০২০ বর্তমান হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের স্থলাভিষিক্ত হবেন।

আন্তর্জাতিক
প্রেসিডেন্ট
• বুরুন্ডি: এভারিস্তে এনদেইশিমে; দায়িত্ব গ্রহণ ১৮ জুন ২০২০।
• মালাবি: লাজারাস চাকভেরা; দায়িত্ব গ্রহণ ২৮ জুন ২০২০।
• পেরু: পেড্রো ক্যাটারিয়ানো; দায়িত্ব গ্রহণ ১৫ জুলাই ২০২০।
• সুরিনাম: চান সান্তোখি; দায়িত্ব গ্রহণ ১৬ জুলাই ২০২০।

প্রধানমন্ত্রী
• কিরগিজস্তান: কুবাতবেক রোরোনোভ; দায়িত্ব গ্রহণ ১৭ জুন ২০২০।
• বুরুন্ডি: অ্যালেন গুইলামো বুনইয়োনি; দায়িত্ব গ্রহণ ২৩ জুন ২০২০।
• ফ্রান্স: জ্যাঁ ক্যাসটেক্স; দায়িত্ব গ্রহণ ৩ জুলাই ২০২০।
• গ্যাবন: রোজ ক্রিস্টিয়ানো র‌্যাপোন্ডা; দায়িত্ব গ্রহণ ১৬ জুলাই ২০২০।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1356 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1994 Views
    by tamim
    0 Replies 
    828 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1571 Views
    by mousumi
    1 Replies 
    590 Views
    by bdchakriDesk
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]