Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3059
#বাংলাদেশ বিষয়াবলী
০১. সম্প্রতি দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ কত ডলার ছাড়িয়ে গেছে?
উত্তরঃ ৩ হাজার ৮০০ কোটি ডলার।
## গত ১৭ আগস্ট এই পরিমাণ ছাড়িয়ে যায়।
০২. দেশের প্রখ্যাত ঔপন্যাসিক জহির রায়হান কবে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১৯ আগস্ট, ১৯৩৫.
## ১৯৭২ সালের ৩০ জানুয়ারি বড় ভাই কথাশিল্পী শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে নিখোঁজ হন তিনি।
## উল্লেখযোগ্য উপন্যাস – ‘হাজার বছর ধরে’, ‘একুশে ফেব্রুয়ারি’, ।
## উল্লেখযোগ্য কাজ – ‘সূর্যগ্রহণ’ (প্রথম গল্পগ্রন্থ), ‘কখনও আসে নি’ (প্রথম চলচ্চিত্র), ‘বাহানা’ (প্রথম সিনেমাস্কোপ)।
## উল্লেখযোগ্য গল্প – ‘মহামৃত্যু’, ‘সংলাপ’, ‘একুশের গল্প’।
## উল্লেখযোগ্য চলচ্চিত্র – ‘জীবন থেকে নেওয়া’, ‘স্টপ জেনোসাইড’, ‘বার্থ অফ নেশন’, ‘লিবারেশন ফাইটারস’, ‘ইনোসেন্ট মিলিয়নস’।
০৩. ‘জোটে যদি মোটে একটি পয়সা খাদ্য কিনিয়ো ক্ষুধার লাগি’ দুটি যদি জোটে অর্ধেকে তার ফুল কিনে নিয়ো, হে অনুরাগী!’ কবিতাংশটি কোন কবির কবিতা থেকে নেওয়া?
উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত।
## কবিতার নাম –ফুলের ফসল।
০৪. বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী কে?
উত্তরঃ সাইদা খানম।
## তাঁর আত্মস্মৃতিমূলক বই – ‘স্মৃতির পথ বেয়ে’।
## পেশাজীবী আলোকচিত্রী যাত্রা শুরু – ১৯৫৬ সালে (বেগম পত্রিকার মাধ্যমে)।
## গত ১৮ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।
০৫. দেশে নতুন ভ্যাট আইন কবে কার্যকর করা হয়?
উত্তরঃ ১ জুলাই, ২০১৯.
০৬. নারীর প্রতি সহিংসতা রোধে দেশে কবে বিশেষ আইন পাস করা হয়?
উত্তরঃ ২০০০ সালে।
#আন্তর্জাতিক বিষয়াবলী
০১. গত ১০০ বছরের মধ্যে সম্প্রতি কোথায় পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয়েছে?
উত্তরঃ ডেথ ভ্যালি, যুক্তরাষ্ট্র।
## তাপমাত্রা – ১৩০ ডিগ্রি ফারেনহাইট বা ৫৪.৪ ডিগ্রি সেন্ট্রিগ্রেড।
০২. রফিক হারিরি কোন দেশের সাবেক প্রধানমন্ত্রী?
উত্তরঃ লেবানন।
## সম্প্রতি (১৮ আগস্ট, ২০২০) তাঁকে হত্যা মামলার রায় দিয়েছে আন্তর্জাতিক আদালত।
## বিচারের জন্য জাতিসংঘের গঠিত বিশেষ ট্রাইব্যুনালের নাম – Special Tribunal for Lebanon (STL).
## অভিযুক্ত গোষ্ঠী – বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ।
## নিহত হন – ১৪ ফেব্রুয়ারি, ২০০৫.
০৩. সম্প্রতি পশ্চিম আফ্রিকার কোন দেশে সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটেছে?
উত্তরঃ মালি।
## গ্রেফতার হয়েছেন – প্রধানমন্ত্রী বোবোউ চিসে ও প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কেইতা।
## অভ্যুত্থান স্থান – কাতি সামরিক ঘাঁটি।
## মালির রাজধানী – বামাকো।
০৪. ‘Department of Homeland Security (DHS)’ কোন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষাকারী বাহিনী?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
০৫. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী সরকারি বিমানের নাম কী?
উত্তরঃ Air Force One.
## সম্প্রতি ড্রোনের সঙ্গে সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে এই বিমান।
০৬. ‘ফাউন্টেনইনসটাউন সমুদ্র সৈকত’ কোন দেশে অবস্থিত?
উত্তরঃ আয়ারল্যান্ড।
০৭. কাকে ‘ইউরোপের সর্বশেষ একনায়ক’ বলা হয়?
উত্তরঃ বেলারুশের বর্তমান প্রেসিডেন্ট আলেক্সান্দর লুকাশেঙ্কো।
#বিজ্ঞান ও প্রযুক্তি
০১. কোন প্ল্যাঙ্কটনগুলোকে ‘সাগরের জোনাকপোকা’ বলা হয়?
উত্তরঃ ডাইনোফ্লাজ্যালেট।
০২. সরু ফানেল আকৃতির ঘূর্ণায়মান শক্তিশালী বায়ুপ্রবাহকে কী বলা হয়?
উত্তরঃ টর্নেডো।
০৩. এক গাছ থেকে আরেক গাছে চড়ার রোমাঞ্চের নাম কে?
উত্তরঃ ট্রি টপ অ্যাডভেঞ্চার।
#করোনাভাইরাস COVID-19 আপডেট - (2019-nCoV)
১৮ আগস্ট, ২০২০ পর্যন্ত – সারা বিশ্বে
মোট আক্রান্ত – ২ কোটি ২১ লাখ ১১ হাজার ১২০ জন (বাংলাদেশে আক্রান্ত – ২ লাখ ৮২ হাজার ৩৪৪ জন)।
মোট সুস্থ – ১ কোটি ৪৮ লাখ ৪৮ হাজার ৪১৯ জন (বাংলাদেশে সুস্থ – ১ লাখ ৬২ হাজার ৮২৫ জন)।
মোট মৃত্যু – ৭ লাখ ৭৮ হাজার ৫০৫ জন (বাংলাদেশে মৃত্যু – ৩ হাজার ৭৪০ জন)।
সংক্রমণের বিস্তার – বিশ্বের প্রায় ২১৫টি দেশ ও অঞ্চলে।
#খেলাধুলা
০১. এশিয়ান হকির মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ‘চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২০’ কবে আয়োজিত হবে?
উত্তরঃ ১১-১৯ মার্চ, ২০২১.
## আয়োজক দেশ – বাংলাদেশ।
#সেরা_উক্তি
“নেকড়ের পালের সাথে বসবাস করো, তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে।”
– বিখ্যাত ড্যানিশ প্রবাদ।

Collected
    Similar Topics

    নারী যে নারী প্রিয় কথা বলে-- প্রিয়ংবদা যে নারী[…]

    খোলস / চামড়া / শাবক হরিণের চামড়ার আসন-- অজিনাসন[…]

    ইচ্ছা হনন / হত্যা করার ইচ্ছা-- জিঘাংসা জানবার ইচ[…]

    ডাক অশ্বের ডাক-- হ্রেষা ময়ূরের ডাক-- কেকা বাঘে[…]