- Fri Aug 21, 2020 6:30 am#3057
১। কোন উদ্ভিদের পাতা থেকে গাছ জন্মায়?
উঃ পাথরকুচির।
২। কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে?
উঃ ফণিমনসা।
(*খেয়াল করুনঃ একটি "পাতা থেকে গাছ জন্মায়"; অন্যটি "কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে")
.
৩। কোনটি রূপান্তরিত কাণ্ড?
উঃ পেঁয়াজ।
৪। কোনটি রূপান্তরিত মূল?
উঃ মিষ্টি আলু।
(*খেয়াল করুনঃ একটি " রূপান্তরিত কাণ্ড"; অন্যটি "রূপান্তরিত মূল")
.
৫। যে ধাতু স্বাভাবিক অবস্থায় তরল থাকে-
উঃ পারদ
৬। যে অধাতু স্বাভাবিক অবস্থায় তরল থাকে-
উঃ ব্রোমিন।
(*খেয়াল করুনঃ একটি "ধাতু"; অন্যটি "অধাতু")
.
৭। পৃথিবী তৈরির প্রধান উপাদান কোনটি?
উঃ সিলিকন।
৮। পৃথিবী পৃষ্ঠে /ভূপৃষ্ঠে কোন ধাতু বেশি পাওয়া যায়?
উঃ অ্যালুমিনিয়াম।
৯। পৃথিবী পৃষ্ঠে যে মৌলিক পদার্থ/মৌলিক গ্যাস বেশি পাওয়া যায়-
উঃ অক্সিজেন।
১০। বায়ুমণ্ডলে যে মৌলিক পদার্থ/মৌলিক গ্যাস বেশি পাওয়া যায়-
উঃ নাইট্রোজেন।
উঃ পাথরকুচির।
২। কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে?
উঃ ফণিমনসা।
(*খেয়াল করুনঃ একটি "পাতা থেকে গাছ জন্মায়"; অন্যটি "কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে")
.
৩। কোনটি রূপান্তরিত কাণ্ড?
উঃ পেঁয়াজ।
৪। কোনটি রূপান্তরিত মূল?
উঃ মিষ্টি আলু।
(*খেয়াল করুনঃ একটি " রূপান্তরিত কাণ্ড"; অন্যটি "রূপান্তরিত মূল")
.
৫। যে ধাতু স্বাভাবিক অবস্থায় তরল থাকে-
উঃ পারদ
৬। যে অধাতু স্বাভাবিক অবস্থায় তরল থাকে-
উঃ ব্রোমিন।
(*খেয়াল করুনঃ একটি "ধাতু"; অন্যটি "অধাতু")
.
৭। পৃথিবী তৈরির প্রধান উপাদান কোনটি?
উঃ সিলিকন।
৮। পৃথিবী পৃষ্ঠে /ভূপৃষ্ঠে কোন ধাতু বেশি পাওয়া যায়?
উঃ অ্যালুমিনিয়াম।
৯। পৃথিবী পৃষ্ঠে যে মৌলিক পদার্থ/মৌলিক গ্যাস বেশি পাওয়া যায়-
উঃ অক্সিজেন।
১০। বায়ুমণ্ডলে যে মৌলিক পদার্থ/মৌলিক গ্যাস বেশি পাওয়া যায়-
উঃ নাইট্রোজেন।