Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3057
১। কোন উদ্ভিদের পাতা থেকে গাছ জন্মায়?
উঃ পাথরকুচির।
২। কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে?
উঃ ফণিমনসা।
(*খেয়াল করুনঃ একটি "পাতা থেকে গাছ জন্মায়"; অন্যটি "কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে")
.
৩। কোনটি রূপান্তরিত কাণ্ড?
উঃ পেঁয়াজ।
৪। কোনটি রূপান্তরিত মূল?
উঃ মিষ্টি আলু।
(*খেয়াল করুনঃ একটি " রূপান্তরিত কাণ্ড"; অন্যটি "রূপান্তরিত মূল")
.
৫। যে ধাতু স্বাভাবিক অবস্থায় তরল থাকে-
উঃ পারদ
৬। যে অধাতু স্বাভাবিক অবস্থায় তরল থাকে-
উঃ ব্রোমিন।
(*খেয়াল করুনঃ একটি "ধাতু"; অন্যটি "অধাতু")
.
৭। পৃথিবী তৈরির প্রধান উপাদান কোনটি?
উঃ সিলিকন।
৮। পৃথিবী পৃষ্ঠে /ভূপৃষ্ঠে কোন ধাতু বেশি পাওয়া যায়?
উঃ অ্যালুমিনিয়াম।
৯। পৃথিবী পৃষ্ঠে যে মৌলিক পদার্থ/মৌলিক গ্যাস বেশি পাওয়া যায়-
উঃ অক্সিজেন।
১০। বায়ুমণ্ডলে যে মৌলিক পদার্থ/মৌলিক গ্যাস বেশি পাওয়া যায়-
উঃ নাইট্রোজেন।
    InterServer Web Hosting and VPS
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]